হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা কর:-কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরকে গড়ে তোলার কারণ গুলি লেখ: HS geography উচচমাধ্যমিক ভূগোল মাধ্যমিক vugol suggestions madhymik geography
Q. হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা কর:- অথবা কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরকে গড়ে তোলার কারণ গুলি লেখ:- (7) Written by FIROZ MALLICK 1.হুগলি নদীর গভীরতা হ্রাস : বর্তমানে হুগলি নদীর গতিপথে পলি সঞ্চয়ের ফলে নদীর গভীরতা অনেক হ্রাস পেয়েছে । ফলে বড়ো বড়ো জাহাজগুলি কলকাতা বন্দরে প্রবেশ করতে পারে না । তাই অবলুপ্তির হাত থেকে কলকাতা বন্দরকে বাঁচাতে এবং পূর্বাঞ্চলের অর্থনীতিকে সচল রাখতে কলকাতা বন্দরের পরিপূরক হিসেবে হলদিয়া বন্দর গড়ে তোলা হয় । 2. বাঁকবিহীন নদীপথ : কলকাতা বন্দরে প্রবেশ করতে হলে অসংখ্য বাঁক অতিক্রম করে জাহাজগুলিকে প্রবেশ করতে হয় । সেই তুলনায় হলদিয়া বন্দরের নদীপথটি সরল ও বাঁকের সংখ্যাও কম । 3. স্বল্প সংখ্যক বালুচর : বঙ্গোপসাগর থেকে কলকাতা বন্দরে প্রবেশ করতে হলে জাহাজগুলিকে প্রায় 15 টি বালুচরকে অতিক্রম করতে হয় । সেই তুলনায় হলদিয়া বন্দরে প্রবেশ করতে হলে মাত্র 3 টি বালুচরকে অতিক্রম করতে হয় । 4. হুগলি নদীর অধিক গভীরতা : হলদ...