হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা কর:-কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরকে গড়ে তোলার কারণ গুলি লেখ: HS geography উচচমাধ্যমিক ভূগোল মাধ্যমিক vugol suggestions madhymik geography
Q. হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো আলোচনা কর:-
অথবা
কলকাতা বন্দরের পরিপূরক বন্দর হিসাবে হলদিয়া বন্দরকে গড়ে তোলার কারণ গুলি লেখ:- (7)
Written by FIROZ MALLICK
1.হুগলি নদীর গভীরতা হ্রাস : বর্তমানে হুগলি নদীর গতিপথে পলি সঞ্চয়ের ফলে নদীর গভীরতা অনেক হ্রাস পেয়েছে । ফলে বড়ো বড়ো জাহাজগুলি কলকাতা বন্দরে প্রবেশ করতে পারে না । তাই অবলুপ্তির হাত থেকে কলকাতা বন্দরকে বাঁচাতে এবং পূর্বাঞ্চলের অর্থনীতিকে সচল রাখতে কলকাতা বন্দরের পরিপূরক হিসেবে হলদিয়া বন্দর গড়ে তোলা হয় ।
2. বাঁকবিহীন নদীপথ : কলকাতা বন্দরে প্রবেশ করতে হলে অসংখ্য বাঁক অতিক্রম করে জাহাজগুলিকে প্রবেশ করতে হয় । সেই তুলনায় হলদিয়া বন্দরের নদীপথটি সরল ও বাঁকের সংখ্যাও কম ।
3. স্বল্প সংখ্যক বালুচর : বঙ্গোপসাগর থেকে কলকাতা বন্দরে প্রবেশ করতে হলে জাহাজগুলিকে প্রায় 15 টি বালুচরকে অতিক্রম করতে হয় । সেই তুলনায় হলদিয়া বন্দরে প্রবেশ করতে হলে মাত্র 3 টি বালুচরকে অতিক্রম করতে হয় ।
4. হুগলি নদীর অধিক গভীরতা : হলদিয়া বন্দরের কাছে হুগলি নদীর গভীরতা প্রায় 10 মিটার থেকে 30 মিটার । ফলে বড়ো জাহাজ এখানে সহজেই প্রবেশ করতে পারে , কিন্তু কলকাতা বন্দরের হুগলি নদীর গভীরতা ক্রমশ কমতে থাকায় বড়ো জাহাজ প্রবেশ করতে পারে না ।
5. উন্নত পশ্চাদভূমি : কলকাতা বন্দরের সহযোগী হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠায় কলকাতা বন্দরের উন্নত পশ্চাদভূমি হলদিয়া বন্দরের পশ্চাদভূমিতে পরিণত হয়েছে । উত্তর - পূর্ব ভারতের রাজ্যসমূহের ( ঝাড়খণ্ড , পশ্চিমবঙ্গ , মধ্যপ্রদেশ ও ওডিশা ইত্যাদি ) জনবহুলতা , উন্নত কৃষি ও শিল্পজাত দ্রব্যর চাহিদা হলদিয়া বন্দর গড়ে তুলতে সাহায্য করেছে ।
6. উন্নত পরিবহণ ব্যবস্থা : হলদিয়া বন্দর উন্নত সড়ক ও রেল পরিবহণ দ্বারা যুক্ত । 41 নং জাতীয় সড়কপথ এবং দক্ষিণ - পূর্ব রেলপথের একটি শাখা পাঁশকুড়া থেকে সরাসরি এই বন্দরকে যুক্ত করেছে । বর্তমানে অনেক জাহাজ কলকাতা বন্দরে না এসে হলদিয়া বন্দরে পণ্য খালাস করে । সেখান থেকে পণ্য সড়ক ও রেলপথের মাধ্যমে কলকাতা বন্দরে পৌঁছায় ।
7. বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল : হলদিয়াতেই সর্বপ্রথম ভারতের বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে তোলা হয় । ফলে শিল্পাঞ্চলকে কেন্দ্র করে হলদিয়া বন্দরের বিকাশ দ্রুত হয় ।
8. সরকারি আনুকূল্য : হলদিয়া বন্দর গড়ে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকারের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য ।
9. আধুনিক ব্যবস্থাসমূহ : জাহাজে মাল ওঠানো - নামানোর জন্য আধুনিক কন্টেনার সার্ভিস - সহ যান্ত্রিক পরিবহণ ব্যবস্থার উপস্থিতি হলদিয়া বন্দর গড়ে ওঠার অন্যতম কারণ ।
এছাড়াও সমভাবাপন্ন জলবায়ু, কলকাতার বিশাল বাজারের চাহিদা, সুলভ শ্রমিকের যোগান, জমির সহজলভ্যতা হলদিয়া বন্দর গড়ে ওঠার অন্যতম কারণ।
Comments
Post a Comment