H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর
H.S GEOGRAPHY FINAL SUGGESTION
1.ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কি ভাবে কাজ করে?
a)ধীর ভাবে।
b)আকস্মিক ভাবে।
c)ধীর ও আকস্মিক ভাবে।
d)দ্রুত গতিতে।
উত্তর)c)ধীর ও অস্মিকভাবে।
2.ভূগর্ভে মাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয়:-
a) উৎস্যন্দ জল।
b)সহজাত বা জন্মগত জল।
c)গগনাম্বু জল।
d) ভাদোস জল।
উত্তর)a)উৎসান্দ জ উত্তর)a)উৎসান্দ জল।
3.কাস্ট অঞ্চলে ফাঁদলের আকৃতি বিশিষ্ট অবনত ভূভাগকে কী বলা হয়?
a)সিঙ্কহোল।
b)সোয়ালোহোলো।
c)দ্রবণ পাইপ।
d)পোনর।
উত্তর)a)সিঙ্কহোল।
4.ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায়?
a)ওড়িশা।
b)পশ্চিমবঙ্গ।
c)মহারাষ্ট্র।
d)গোয়ায়।
উত্তর)d)গোয়ায়।
5.সুমদ্রোর জলরাশির উলম্ব সঞ্চালনকে কি বলে?
a)সমুদ্রতরঙ্গ।
b)সমুদ্রস্রোত।
c)ফেচ।
d)ব্যাকওয়াশ।
উত্তর)a)সমুদ্রতরঙ্গ।
6.প্রবল প্রাচীর গড়ে ওঠার জন্য কিরকমের উষ্ণতার প্রয়োজন হয়?
a) 20℃-21℃।
b) 0℃-15℃।
c) 35℃।
d) 50℃-54℃।
উত্তর)a) 20℃-21℃।
7.পেনিপ্লেন কথাটির অর্থ হল :-
a)পাথুরে ভূমি।
b)জলাভূমি।
c)উপকূলীয় ভূমি।
d) সমপ্রায়ভূমি।
উত্তর)d)সমপ্রায়ভুমি
8.ডেভিস তার ক্ষয়চক্রের প্রস্তাব করেন:-
a)1980 সালে।
b)1899 সালে।
c)1910 সালে।
d) 1950 সালে।
উত্তর)b)1899 সালে।
9.পুনযৌবন লাভের ফলে নদীর প্রবাহ পথের ঢালের বিচ্যুতি দেখা যায় কোথায়?
a)নিক বিন্দুতে।
b)মোহনায়।
c)সঙ্গমস্থলে।
d)উৎপত্তিস্থলে।
উত্তর)a)নিক বিন্দুতে।
10.স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ সীমাটি হল :-
a)ভৌমজলপৃষ্ঠ।
b)সমুদ্রপৃষ্ঠ।
c)পার্বত্য পাদদেশ।
d)মরুভূমি।
উত্তর)b)সমুদ্রপৃষ্ঠ।
11.মরু ক্ষয়চক্রের ফলে গঠিত অনুচ্চ টিলাকে বলা হয় :-
a) ইনসেলবাজ্।
b)পেডিমেন্ট।
c)প্লায়া।
d)মোনাডনক।
উত্তর)a)ইনসেলবাজ্।
12."বিবর্তনবাদ তত্ব" কে প্রতিষ্টা করেন?
a)ডারউইন।
b)ডেভিস।
c) এল.সি.কিং।
d)জি.টি.হ্যাক।
উত্তর)a)ডারউইন।
13."পিনেট" কথাটির অর্থ কি?
a)কৌণিক।
b)পাখির পালকের ন্যায়।
c)আংটির মতো।
d)মাছের কাঁটার ন্যায়।
উত্তর)b)পাখির পালকের ন্যায়।
14.আয়তকার জলনির্গমন প্রণালীতে সাধারণত উপনদীগুলি মূল নদীর সঙ্গে কত ডিগ্রি কোন মিলিত হয়?
a)100°।
b)90°।
c)70°।
d)180°।
উত্তর)b)90°।
15."সুবর্ণরেখা" নদীটি কোন প্রকার নদীর উদারহন :-
a)বিপরা।
b)পূর্ববর্তী।
c)অধ্যারোপিত।
d)পুনর্ভবা।
উত্তর)c)অধ্যারোপিত।
16."জাফরিরূপী" নদী নকশার নামকরণ করে কে?
a)ডেভিস।
b)পেঙ্ক।
c)হ্যাক।
d)বেইলি উইলিস।
উত্তর)d)বেইলি উইলিস।
17.হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় হেমাটাইট কোন খনিজে পরিণত হয় :-
a)জিপসাম।
b)লিমনাইট।
c)ক্রায়োলাইট।
d)অলভিন।
উত্তর)b)লিমনাইট।
18.একটি ক্ষারধর্মী মাটি হল :-
a)ল্যাটেরাইট মাটি।
b)পডসল মাটি।
c)সলানচাক।
d)পলিমাটি।
উত্তর)c)সলানচাক।
19.7.শস্য সমন্বয় পদ্ধতির প্রবর্তক কে?
a)আলফ্রেড ওয়েবার।
b)জে. সি.উইভার।
c)ভানুথুনেন।
d)এল. সি.কিং।
উত্তর)b)জে. সি.উইভার।
20.'Truck Farming' কোন কৃষি প্রণালিকে নির্দেশ করে?
a)মিশ্র কৃষি।
b)ব্যাপক কৃষি।
c)বাজার বাগান কৃষি।
d)নিবিড় কৃষি।
উত্তর) c)বাজার বাগান কৃষি।
21.ভারতে ডাল সংগ্রহ,আমদানি ও রপ্তানির কাজে যুক্ত সংস্থা কোনটি?
a)NABARD
b)ICAR
c)NAFED
d)IIPR
উত্তর)c)NAFED
22.ভেষজ গুনের জন্য "ডাব" কে শ্রীলঙ্কায় কি বলে?
a)স্বর্গের শিশির।
b)লিভিং ফার্মেসি।
c)ডিউ অফ হেভেন।
d)স্বর্গের দান।
উত্তর)b)লিভিং ফার্মেসি।
23.ওয়েবার শিল্পের অবস্থান গত তত্ব প্রকাশ করেন কবে?
a)1902 সালে।
b)1909 সালে।
c)1919 সালে।
d)1924 সালে।
উত্তর)b)1909 সালে।
24.বিশুদ্ধ কাঁচামালের দ্রব্য সূচক কত?
a)1-এর কম।
b)1-এর বেশি।
c)1
d)1বা 1-এর কম।
উত্তর)d)1 বা 1-এর কম।
25.সম পরিবহন ব্যয় রেখাকে কি বলে?
a)আইসোডোপেন
b)ক্রিটিক্যাল আইসোডোপেন।
c)আইসোটিম।
d)আইসোলাইন।
উত্তর)c)আইসোটিম।
26.ভারতে গ্রামীণ পোলট্রি ফার্ম গুলির উন্নতির দায়িত্বে রয়েছে কোন সংস্থা?
a)NAFED
b)FDI
c)FCI
d)NABARD
উত্তর)d)NABARD।
27.ভারতে প্রথম কাগজকল গড়ে ওঠে কোথায়?
a)রিষরাতে।
b)ভদ্রেস্বরে।
c)বারাণসীতে।
d)শ্রীরামপুরে।
উত্তর)d)শ্রীরামপুর।
28.'মসলিন' হল এক ধরণের:-
a)খাদ্য।
b)বস্ত্র।
c)খনিজ।
d)শস্য।
উত্তর)b)বস্ত্র।
29."নিউ ইংল্যান্ড" বস্ত্র শিল্প কেন্দ্রটি কোন দেশে অবস্থিত?
a)ইংল্যান্ড।
b)চীন।
c)জার্মানি।
d)আমেরিকা যুক্তরাষ্ট্র।
উত্তর)d)আমেরিকা যুক্তরাষ্ট্র।
30.ভারতে শিক্ষার হার সব থেকে কম কোন রাজ্যে?
a)ঝাড়খন্ড।
b)আসাম।
c)বিহার।
d)উত্তরপ্রদেশ।
উত্তর)c)বিহার।
31.ভারতের সব থেকে কম জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?
a)ঝাড়খন্ড।
b)আসাম।
c)বিহার।
d)উত্তরপ্রদেশ।
উত্তর)c)অরুনাচলপ্রদেশ।
32.জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায় বলতে কি বোঝায়?
a)প্রাক শিল্পবিপ্লবের সময়কে।
b)শিল্পবিপ্লবের সময়কে।
c)শিল্পবিপ্লবের পরবর্তী সময়কে।
d)শিল্প বিপ্লবের 50 বছর আগের সময়কে।
উত্তর)a)প্রাক শিল্পবিপ্লবের সময়কে।
33.2011 সালের আদম শুমারি অনুযায়ী ভারতের শহুরে জনসংখ্যার হার কত?
a)27.88%
b)78.27%
c)30.78%
d)31.6%
উত্তর)d)31.6%
34.ভারতে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে কত জন?
a)382 জন।
b)342 জন।
c)362 জন।
d)352 জন।
উত্তর)a)382 জন।
35.জন্মহার অনিয়ন্ত্রিত কিন্তূ মৃত্যুহার নিয়ন্ত্রিত এরূপ প্রদর্শনকারী জনসংখ্যা পিরামিডটি কোন শ্রেণীর?
a)প্রথম শ্রেণীর।
b)দ্বিতীয় শ্রেণীর।
c)তৃতীয় শ্রেণীর।
d)চতুর্থ শ্রেণীর।
উত্তর)b)দ্বিতীয় শ্রেণীর।
36.ভারতে পৌর জনবসতির নূন্যতম জনসংখ্যা কত?
a)5000
b)15,000
c)10000
d)20000
উত্তর)a)5000জন।
37.ভারতে প্রতি বছর গড় জনসংখ্যা বৃদ্ধির হার কত?
a)1.51%
b)1.64%
c)2.10%
d)1.93%
উত্তর)b)1.64%
38.অতি জনঘনত্ব লক্ষ করা যায় কোন দেশটিতে?
a)রাশিয়া।
b)আমেরিকা।
c)বাংলাদেশ।
d)সুইডেন।
উত্তর)b)বাংলাদেশ।
39.মোট জনসংখ্যা ও মোট জমির অনুপাতকে কি বলে?
a)মানুষ-জমি অনুপাত।
b)জনঘনত্ব।
c)জমি ঘনত্ব।
d)জনসংখ্যার অনুপাত।
উত্তর)b)জনঘনত্ব।
40. 'বারাণসী' শহরটি কি জন্য বিখ্যাত?
a)পর্যটন।
b)প্রশাসনিক।
c)শিল্প।
d)ধর্মীয়।
উত্তর)d)ধর্মীয়।
41.নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা কি রকম দেখতে?
a)বৃত্তাকার।
b)বর্গাকার।
c)দণ্ডাকৃতি।
d)রৈখিক।
উত্তর)d)রৈখিক।
42.মানব উন্নয়ন সূচকের সর্বাধিক মান কত?
a)1
b)2
c).5
d)1.5
উত্তর)a)1
43.হলদিয়া বন্দর কোন বন্দরের সহকারী বন্দর হিসাবে নির্মাণ করা হয়?
a)বিশাখাপত্তনম।
b)চেন্নাই।
c)কলকাতা।
d)কান্ডালা।
উত্তর)c)কলকাতা।
44.ছত্রিশগরের অন্যতম লৌহ আকরিক উৎপাদক অঞ্চল কোনটি?
a)হাজারীবাগ।
b)গুরুমহিষানী।
c)বাদাম পাহাড়।
d)দাল্লিরাজহারা।
উত্তর)a)হাজারীবাগ।
45.ভারতে পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব করেন কে?
a)প্রধানমন্ত্রী।
b)রাষ্ট্রপতি।
c)অর্থমন্ত্রী।
d)স্বরাষ্ট্রমন্ত্রী।
উত্তর)a)প্রধানমন্ত্রী।
46.ছত্রিশগরের প্রধান নদী কোনটি?
a)গোদাবরী।
b)সুবর্ণরেখা।
c)মহানদী।
d)কাবেরী।
উত্তর)c)মহানদী।
47.Indian Telephone Industry কোথায় অবস্থিত?
a)বেঙ্গালুরু।
b)মুম্বাই।
c)হায়দ্রাবাদ।
d)চেন্নাই।
উত্তর)a)বেঙ্গালুরু।
48.পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তরের থাকে কোন অঞ্চল?
a)মাইক্রো অঞ্চল।
b)ম্যাক্রো অঞ্চল।
c)মেসো অঞ্চল।
d)মিনি ম্যাক্রো অঞ্চল।
উত্তর)b)ম্যাক্রো অঞ্চল।
49.শিখর আলগা বা Foot Loose Industry কোন শিল্পকে বলা হয়?
a)লৌহ ইস্পাত শিল্পকে।
b)পেট্রো রসায়ন শিল্পকে।
c)বস্ত্র বয়ন শিল্পকে।
d)পর্যটন শিল্পকে।
উত্তর)c)বস্ত্র বয়ন শিল্পকে।
50.White Colour Labour কোন শ্রেণীর অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের বলে?
a)প্রথম স্তরের।
b)দ্বিতীয় স্তরের।
c)তৃতীয় স্তরের।
d)চতুর্থ বা নব্য আধুনিক স্তরের।
উত্তর)d)চতুর্থ বা নব্য আধুনিক স্তরের।
51.Television কে আবিষ্কার করেন?
a)জে. টি উইলসন।
b)এক্স.এল পিচো।
c)মার্কিনি।
d)জন লেগি বেয়ার্ড।
উত্তর)d)জন লেগি বেয়ার্ড।
52.মানুষের খাদ্য-বস্ত্র-বাসস্থান কোন স্তরের অর্থনৈতিক কাজ?
a)প্রাথমিক ক্ষেত্র।
b)দ্বিতীয় ক্ষেত্র।
c)সেবা ক্ষেত্র।
d)গবেষণা ক্ষেত্র।
উত্তর)a)প্রাথমিক ক্ষেত্র।
53.মিশরের নীলনদ অববাহিকায় প্রসিদ্ধ কৃষি প্রণালীটি কি প্রকার?
a)আদ্র কৃষি।
b)সেচ কৃষি।
c)শুষ্ক কৃষি।
d)মিশ্র কৃষি।
উত্তর)b)সেচ কৃষি
54.সবুজ বিপ্লবের ফলে অভাবনীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পায় কোন ক্ষেত্রটিতে?
a)দানা শস্যের।
b)মাছের।
c)দুধের।
d)আলুর।
উত্তর)a)দানা শস্যের।
55.'শখের কৃষি' কোন প্রকার কৃষির সঙ্গে যুক্ত?
a)মিশ্র কৃষি।
b)বাগিচা কৃষি।
c)বাণিজ্যিক কৃষি।
d)উদ্যান কৃষি।
উত্তর)d)উদ্যান কৃষি।
56.বিশ্বের কসাইখানা বলা হয় কাকে?
a)ডেট্রয়েট।
b)শিকাগো।
c)হুনান।
d)টোকিও।
উত্তর)b)শিকাগো।
57.ভারতে 'দ্বিতীয় সবুজ বিপ্লব' কার নেতৃত্বে হয়েছিল?
a)ডঃ নরম্যান বোরলগ।
b)ডঃ অরূপ কৃষ্ননন।
c)ডঃ স্বামীনাথন।
d)ডঃ ভার্গিস কুরিয়েন।
উত্তর)ডঃ স্বামীনাথন।
58.অতি বিরল জনবসতি অঞ্চলে প্রতি বর্গ কিমিতে কতজন মানুষ বাস করে?
a)1জনের কম।
b)10 জনের কম।
c)15 জনের কম।
d)20 জনের কম।
উত্তর)a)1জনের কম।
59.ভারতে প্রতি বছরে মৃত্যুহার প্রতি 1000 জনে কতজন?
a)16 জন।
b)26 জন।
c)21জন।
d)30 জন।
উত্তর)b)26 জন।
60.ভারতের কোন রাজ্যে পুরুষ অপেক্ষা নারীর সংখ্যা বেশি?
a)কেরালায়।
b)পশ্চিমবঙ্গে।
c)গোয়ায়।
d)অরুণাচলপ্রদেশ।
উত্তর)a)কেরালায়।
61.নিম্ন লিখিত কোন উপাদানটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রক নয়?
a)প্রজনন।
b)মরণশীলতা।
c)জনসংখ্যা পিরামিড।
d)অভিবাসন।
c)জনসংখ্যা পিরামিড।
62.মহানগরের নূন্যতম জনসংখ্যা কত?
a)1 কোটির কম।
b)1 কোটির বেশ।
c)50 লক্ষের বেশি।
d)10 লক্ষের বেশি।
উত্তর)d)10লক্ষের বেশী।
63.দুর্যোগের কোন মানদণ্ডটি UNO দ্বারা স্বীকৃত?
a)কমপক্ষে 100 জন মানুষের প্রাণহানি।
b)কমপক্ষে 1 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ক্ষতি।
c)কমপক্ষে 100 জনের মৃত্যূ ও 100 জন আহত।
d)উপরিউক্ত সব মানদন্ড গুলিই।
উত্তর)d)উপরিউক্ত সব মানদন্ড গুলিই।
64.পশ্চিমবঙ্গের খরা প্রবন জেলা কোনটি?
a)বর্ধমান।
b)পশ্চিম মেদিণিপুর।
c)বীরভূম।
d)পুরুলিয়া।
উত্তর)d)পুরুলিয়া।
65.বন্যা কি ধরণের বিপর্যয়?
a)ভূপৃষ্ঠীয়।
b)বায়ুমণ্ডলীয়।
c)পুঞ্জীভূত।
d)অস্বাভাবিক।
উত্তর)c)পুঞ্জীভূত বিপর্যয়।
66.অনিয়ন্ত্রিত চাষের জন্য পাহাড়ে ধস নাম কোন শ্রেণীর দুর্যোগ?
a)প্রাকৃতিক।
b)আধা-প্রাকৃতিক।
c)মনুষ্যসৃষ্ট।
d)অতিপ্রাকৃতিক।
উত্তর)b)আধা-প্রাকৃতিক।
67.মহামারী,কলেরা ও করোনা কোন ধরণের বিপর্যয়ের অন্তর্গত?
a)প্রযুক্তিগত।
b)অর্থনৈতিক।
c)জৈবিক।
d)যুদ্ধবিগ্রহ।
উত্তর)c)জৈবিক।
68.জীববৈচিত্র্যে নিচের কোন প্রকার প্রাণীর সংখ্যা সবথেকে বেশি?
a)সরিসৃপ।
b)কীট-পতঙ্গ।
c)পাখি।
d)স্তন্যপায়ী।
উত্তর)b)কীট-পতঙ্গ।
69.সর্বাধিক জীববৈচিত্র্য কোন অঞ্চলে দেখা যায়?
a)মরু অঞ্চলে।
b)সভানা অঞ্চলে।
c)নাতিশীতোষ্ণ অঞ্চলে।
d)নিরক্ষীয় অঞ্চলে।
উত্তর)d)নিরক্ষীয় অঞ্চলে।
70.'Biodiversity'কথাটি কে প্রথম ব্যাবহার করেন?
a)Norman Myers.
b)ওয়াল্টার রোজেন স্মিথ।
c)ওয়াল্টার উইলিসন।
d)আলফ্রেড ওয়েবার।
উত্তর)b)ওয়াল্টার রোজেন স্মিথ।
71.শিলাগাত্রে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে?
a)জেরফাইট
b)মেসোফাইট।
c)লিথোফাইট।
d)হাইড্রোফাইট।
উত্তর)c)লিথোফাইট।
72.উদ্ভিদের বণ্টনে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক কোনটি?
a)মাটি।
b)জলবায়ু।
c)জীবজন্তু।
d)মানুষ।
উত্তর)b)জলবায়ু।
73.জেট স্ট্রিম দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে?
a)ট্রপোস্ফিয়ারে ঊধ্বে।
b)স্ট্যাটোস্ফিয়ারের ঊধ্বে।
c)এক্সোস্ফিয়ারে।
d)মেসোস্ফিয়ারে।
উত্তর)a)ট্রপোস্ফিয়ারে ঊধ্বে।
74.নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি?
a)অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত।
b)অধিক উষ্ণতা ও মাঝারি বৃষ্টিপাত।
c)অধিক উষ্ণতা ও কম বৃষ্টিপাত।
d)কম উষ্ণতা ও অধিক বৃষ্টি।
উত্তর)a)অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত।
75.হ্যাডলি কোশের বিস্তার উভয় গোলার্ধে কত?
a)0°-30°
b)30°-60°
c)60°-90°
d)50°-90°
উত্তর)a)0°-60°
76.ওয়ারকার সঞ্চালন সাধারণ কয়টি কোষের মাধ্যমে হয়?
a)2টি।
b)3টি।
c)4টি।
d)5টি।
উত্তর)c)3টি।
77.নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে কোন মেঘ দেখা যায়?
a)কিউমুলাস মেঘ।
b)কিয়ামুলোনিম্বাস মেঘ।
c)স্ট্র্যাটাস মেঘ।
d)নিম্বাস মেঘ।
উত্তর)c)স্ট্র্যাটাস মেঘ।
78.পৃথিবীর বজ্রপাতের দেশ বলা হয় কোন দেশকে?
a)ইকুয়েডর।
b)পেরু।
c)চিলি।
d)ভেনিজুয়েলা।
উত্তর)d)ভেনেজুয়েলা।
79.প্রতীপ ঘূর্ণবাত সৃস্টি হয় কোথায়?
a)শীতল সমুদ্রে।
b)উপকূলবর্তী স্থলভাগে।
c)অভ্যন্তরীণ স্থলভাগে।
d)উষ্ণ সমুদ্র।
উত্তর)c)অভ্যন্তরীণ স্থলভাগে।
80.অধিক pH যুক্ত মাটি কোনটি?
a)পডসল।
b)রেনজিনা।
c)চারনোজেম।
d)ল্যটেরাইট।
উত্তর)b)রেনজিনা।
81.আবহবিকারের ফলে সৃষ্ট আলগা শিলাচুর্নকে কি বলে?
a)রোগসল।
b)রোগোলিথ।
c)ক্যাথোলিথ।
d)ব্যাথোলিথ।
উত্তর)b)রেগোলিথ।
82)মাটির ওপরের স্তর থেকে পদার্থের আধোগমন ও নীচের স্তরে সঞ্চয় হবার প্রক্রিয়াকে কি বলে?
a)ইলুভিয়েশন।
b)এলুভিয়েশন।
c)ইলুভিয়েশন&এলুভিয়েশন।
d)কৈশিক পক্রিয়া।
উত্তর)c)ইলুভিয়েশন & এলুভিয়েশন।
83.পিট বা বগ মাটি কোথায় সৃষ্টি হয়?
a)জলাভূমিতে।
b)ব্যাসাল্ট সিলাতে।
c)চুনাপাথরের ওপর।
d)গ্রানাইট সিলাতে।
উত্তর)a)জলাভূমিতে।
84.উষ্ণ আদ্র জলবায়ুতে মাটি গঠনের হার কেমন?
a)দ্রুত।
b)মাঝারি।
c)ধীর।
d)নগন্য।
উত্তর) a)দ্রুত।
85.নিচের কোনটি মাটি গঠনের মৌলিক প্রক্রিয়া নয়?
a)হিউমিফিকেশন।
b)আবহবিকার।
c)এলুভিয়েশন।
d)পডজলাইজেশন।
উত্তর)d)পডজলাইজেশন।
86.নীচের কোনটি পূর্ববর্তী নদী?
a)সিন্ধু।
b)কাবেরী।
c)মহানদী।
d) নর্মদা।
উত্তর)a)সিন্ধু।
87.মরু অঞ্চলে ছোট ছোট লবনাক্ত হ্রদ গুলিকে কি বলে?
a)লেগুন।
b)প্লায়া।
c)এসকার।
d)ইনসেলবাজ্।
উত্তর)b)প্লায়া।
88.শুষ্ক ক্ষয়চক্র কিসের দ্বারা সম্পন্ন হয়?
a)মরুর।
b)জলাভূমির।
c)বায়ুর।
d)নদীর।
উত্তর)a)বায়ু।
89.ডেভিসের তত্ত্বে কোন ক্ষয়চক্রকে স্বভাবিক ক্ষয়চক্র বলা হয়েছে?
a)মরুর।
b)জলাভূমির।
c)বায়ুর।
d)নদীর।
উত্তর)d)নদীর।
90.'পেডিপ্লেন গঠন তত্ব' কে প্রবর্তন করেন?
a)গিলবার্ট।
b)এল. সি কিং।
c)ডেভিস।
d)জি.টি হ্যাক।
উত্তর)c)ডেভিস।
91.ইউরোপের নরওয়ে ও সুইডেন উপকূল কী ধরনের উপকূল?
a)রিয়া উপকূল।
b)ফিয়র্ড উপকূল।
c)ডালমেশিয়ান উপকূল।
d)উন্থিত উপকূল।
উত্তর)b)ফিয়র্ড উপকূল।
92.প্রবল প্রাচীর সাধারণ বেশি দেখা যায় কোন অঞ্চলে?
a)মেরু।
b)ক্রান্তীয়।
c)নাতিশীতোষ্ণ।
d)ভূমধ্যসাগরীয়।
উত্তর)b)ক্রান্তীয়।
93.ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কি ভাবে কাজ করে?
a)ধীর ভাবে।
b)আকস্মিক ভাবে।
c)ধীর ও আকস্মিক ভাবে।
d)দ্রুত গতিতে।
উত্তর)c)ধীর ও আকস্মিক ভাবে।
94.ভূগর্ভে মাগমার মধ্যে সঞ্চিত জলকে কী বলে?
a) উৎস্যন্দ জল।
b)সহজাত বা জন্মগত জল।
c)গগনাম্বু জল।
d) ভাদোস জল।
উত্তর)a)উৎস্যান্দ জল।
95.কাস্ট অঞ্চলে ফাঁদলের আকৃতি বিশিষ্ট অবনত ভূভাগকে কী বলা হয়?
a)সিঙ্কহোল।
b)সোয়ালোহোলো।
c)দ্রবণ পাইপ।
d)পোনর।
উত্তর)a)সিঙ্কহোল।
96.ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায়?
a)ওড়িশা।
b)পশ্চিমবঙ্গ।
c)মহারাষ্ট্র।
d)গোয়ায়।
উত্তর)d)গোয়ায়।
97.তটভূমির ওপর সমুদ্রতরঙ্গের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিভাগকে কি বলে?
a)প্রবাল দ্বীপ।
b)লেগুন।
c)সৈকত।
d)স্পিট।
উত্তর)c)সৈকত।
98.ভূঅভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্পমোচন সহ গরম জলের উৎক্ষেপনকে কি বলে?
a)আগ্নেয় প্রস্রবন।
b)ডাইক প্রস্রবন।
c)গীজার।
d)দ্রবণ প্রস্রবন।
উত্তর)c)গীজার।
99.যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভবন হয় তাকে কি বলে?
a)আরোহন।
b)অবরোহন।
c)পর্যায়ন।
d)আবহবিকার।
উত্তর)a)আরোহন।
100.শিলাস্তরের কোন বৈশিষ্টের জন্য অ্যাকুইক্লুড গঠিত হয়?
a)সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা উভয়ই বেশি।
b)সচ্ছিদ্রতা বেশি ও প্রবেশ্যতা কম।
c)সচ্ছিদ্রতা কম ও প্রবেশ্যতা উভয়ই বেশি।
d)সচ্ছিদ্রতা ও প্রবেশ্যতা উভয়ই কম।
উত্তর)b)সচ্ছিদ্রতা বেশি ও প্রবেশ্যতা কম।
Comments
Post a Comment