ব দ্বীপ
•বদ্বীপ• নদীবাহিত ক্ষয়জাত পদার্থ গুলি (যেমন পলি বালি নুড়ি কাদা প্রভৃতি) নদীর বার্ধক্য প্রবাহ অর্থাৎ মোহনা নিকট এসে নদীর গতিবেগ এবং খরস্রোত কম হয়ে যাওয়ার ফলে মোহনার নিকট সঞ্চিত হয়ে যে উঁচু ভূমি ভাগের সৃষ্টি হয় যা মাত্রাহীন বয়ের মত আকৃতির হয় তাকে ব দ্বীপ বলে। {One notable definition of a delta comes from Gilbert, a renowned geologist. Grove Karl Gilbert defined a delta as "a landform composed of sediment that accumulates where a river flows into a lake or ocean, creating a fan-shaped pattern of land."} •উৎপত্তি: সুদীর্ঘ উচ্চ ও মধ্য গতি থেকে নদী বিপুল পরিমাণে পলি,বলি,কাদা বয়ে আনে।নিম্নগতি ভূমিধাল কমে যাওয়ায় মোহনাতে নদীর বেগ প্রায় থাকে না ফলে সমুদ্রে নদী বাহিত পদার্থ গুলি জমা হতে থাকে। লবণাক্ত জলের সংস্পর্শে এসে সেগুলি সহজে জোট বদ্ধ হয়ে নতুন ভূভাগ বা দ্বীপ জলতলের ওপর জেগে ওঠে যা কিছুটা ত্রিভূজের বা মাত্রাহীন "ব" এর মতো হয় এবং এর শীর্ষ স্থলভাগের দিকে থাকে এরপর নদী ওই ভূভাগে বাধা পেয়ে বহু শাখায় বিভক্ত হয়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় এবং আরো পলি,বালি ভূ...