Posts

Showing posts from September, 2025

সমস্থিতি সংক্রান্ত এইরির মতবাদটি লেখ HS Geography Hons Geography

  Q) সমস্থিতি সংক্রান্ত এইরির মতবাদটি লেখ :-  Class xi ,2nd Sem & 1st sem Geography Hons. Written by FIROZ MALLICK Ans) ভূপৃষ্ঠের বিভিন্ন  উচ্চতার পাহাড়-পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি স্থিতিশীল অবস্থায় ভূত্বকের নিচের ভারী পদার্থের পরিপ্রেক্ষিতে ভেসে থাকাকে সমস্থিতি বলা হয়।  ১৮৫৫ খ্রিস্টাব্দে স্যার জর্জ এইরি ট্রান্সেলসন অফ রয়েল সোসাইটি পত্রিকায় সংস্কৃতি সংক্রান্ত তার মতবাদটি প্রকাশ করেন।  1.এইরির সমস্থিতি তত্ত্বের ভিত্তি:  এইরির সমস্থিতিস সংক্রান্ত মতবাদটি পদার্থের ভাসমানতার ধর্মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে।  2.এইরির মতবাদের মূল বিষয়বস্তু ও ব্যাখ্যা:   i)ধ্রুব ঘনত্ব (Constant Density):  আইরির তত্ত্ব অনুসারে, পৃথিবীর ভূত্বকের শিলা বা কঠিন স্তরের ঘনত্ব সর্বত্র সমান থাকে।  ii)পরিবর্তনশীল গভীরতা (Variable Depth):  ভূমিরূপের উচ্চতার ওপর নির্ভর করে তার গভীরতা পরিবর্তিত হয়। অর্থাৎ, উচ্চ ভূমিরূপ (যেমন পর্বত) বেশি গভীরে প্রোথিত থাকে, আর সমভূমি কম গভীরতায় থাকে।  iii)ভাসমান বস্তুর নীতি (Principle of Buoyancy):  এই তত্...