সমস্থিতি সংক্রান্ত এইরির মতবাদটি লেখ HS Geography Hons Geography

 

Q) সমস্থিতি সংক্রান্ত এইরির মতবাদটি লেখ :- Class xi ,2nd Sem & 1st sem Geography Hons.

Written by FIROZ MALLICK

Ans) ভূপৃষ্ঠের বিভিন্ন উচ্চতার পাহাড়-পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি স্থিতিশীল অবস্থায় ভূত্বকের নিচের ভারী পদার্থের পরিপ্রেক্ষিতে ভেসে থাকাকে সমস্থিতি বলা হয়। 

১৮৫৫ খ্রিস্টাব্দে স্যার জর্জ এইরি ট্রান্সেলসন অফ রয়েল সোসাইটি পত্রিকায় সংস্কৃতি সংক্রান্ত তার মতবাদটি প্রকাশ করেন। 

1.এইরির সমস্থিতি তত্ত্বের ভিত্তি: এইরির সমস্থিতিস সংক্রান্ত মতবাদটি পদার্থের ভাসমানতার ধর্মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। 


2.এইরির মতবাদের মূল বিষয়বস্তু ও ব্যাখ্যা: 

i)ধ্রুব ঘনত্ব (Constant Density): আইরির তত্ত্ব অনুসারে, পৃথিবীর ভূত্বকের শিলা বা কঠিন স্তরের ঘনত্ব সর্বত্র সমান থাকে। 

ii)পরিবর্তনশীল গভীরতা (Variable Depth): ভূমিরূপের উচ্চতার ওপর নির্ভর করে তার গভীরতা পরিবর্তিত হয়। অর্থাৎ, উচ্চ ভূমিরূপ (যেমন পর্বত) বেশি গভীরে প্রোথিত থাকে, আর সমভূমি কম গভীরতায় থাকে। 

iii)ভাসমান বস্তুর নীতি (Principle of Buoyancy): এই তত্ত্বটি পানিতে ভাসা বস্তুর নীতির ওপর ভিত্তি করে তৈরি। একটি বস্তু পানিতে যতখানি ডুবে থাকে, তা তার মোট ওজনের ওপর নির্ভর করে। ঠিক তেমনই, ভূমিরূপের ওপরিতল যত উঁচু, তার নিচের অংশ ততটাই গভীরে প্রবেশ করে। 

iv)ভারসাম্য রক্ষা (Maintaining Equilibrium): লিথোস্ফিয়ার (ভূত্বক) ভারসাম্য বজায় রাখার জন্য নিজের উচ্চতাকে সামঞ্জস্য করে। উঁচু পর্বত যতখানি উপর দিকে ওঠে, তার চেয়ে বেশি অংশই নিচের দিকে গভীরে প্রোথিত থাকে, যা সামগ্রিকভাবে একটি ভারসাম্য সৃষ্টি করে। 

সংক্ষেপে, আইরির মতবাদ অনুযায়ী, ভূমিরূপের ঘনত্ব একই থাকলেও উচ্চতা ও গভীরতার ভিন্নতার মাধ্যমে সমস্থিতি (Isostasy) রক্ষা হয়।

3.সমস্থিতির সাপেক্ষে এইরির পরীক্ষা:- এইরি সম ঘনত্বের ও সম ওজনের কিন্তু ভিন্ন আয়তনের কিছু তমার খণ্ড নিলেন এবং সেগুলোকে পারদের পাত্রে ভাসিয়ে দিলেন। তারপর দেখলেন অধিক আয়তন যুক্ত তমার খণ্ডটি বেশি উচ্চতায় ভাসছে।

আবার তিনি সম ঘনত্বের এবং ভিন্ন উচ্চতার কতগুলি কাঠের টুকরো কে জলের মধ্যে ভাসিয়ে দিলেন। দেখলেন জলের ওপর কাঠের যে টুকরো টি বেশি উচ্চতায় ভাসছে আনুপাতিক(১:৯) হারে সে তত বেশি গভীরতায় ডুবে আছে.

এই পরীক্ষা 2 টি থেকে এইরি বলেন যে পর্বতের উচ্চতা বেশি কারণ এর শিখর বেশি এবং মালভূমি ও সমভূমির উচ্চতা কম এদের শিখর কম বলে।


        ছবি এখানে আকবি


4.এইরির মতবাদের গুরুত্ব:- 

i )ভূত্বকের ভারসাম্য ব্যাখ্যা: আইরি-র মতবাদ ব্যাখ্যা করে যে কেন পৃথিবীর বিভিন্ন অংশে ভূত্বকের উচ্চতা ভিন্ন হয়। এই মতবাদ অনুসারে, ভূত্বকের পুরুত্ব বা বেধের পরিবর্তনের মাধ্যমে এই ভারসাম্য বজায় থাকে। 

ii)ভূত্বকের আচরণ বোঝা: এই তত্ত্বটি পৃথিবীর ভূত্বক কীভাবে কাজ করে এবং বিভিন্ন ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় এর ভূমিকা কী, তা বুঝতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, এটি পর্বতমালা এবং সমভূমি-এর মতো উচ্চ ভূত্বকীয় কাঠামো তৈরি ও ক্ষয়কে ব্যাখ্যা করে। 

iii)আধুনিক ভূতত্ত্বের ভিত্তি: জর্জ আইরি-র কাজ আইসোস্ট্যাসি সম্পর্কে আধুনিক বোঝার ভিত্তি তৈরি করেছে। তাঁর মডেলটি ভূত্বক ও আবরণের মধ্যে সম্পর্ক এবং তাদের গতিশীলতা বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

5.এইরির সমস্থিতি মতবাদের প্রধান সমালোচনাগুলো হলো:

i)ভূত্বকের ঘনত্ব ধ্রুবক ধরে নেওয়া: এইরির মডেলে ধরে নেওয়া হয় যে ভূত্বকের ঘনত্ব ধ্রুবক, যা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বাস্তব ক্ষেত্রে ভূত্বকের শিলার ঘনত্ব বিভিন্ন রকম হয়। 

ii)ভূত্বকের পুরুত্বের সীমাবদ্ধতা: এইরি মডেল অনুসারে, ভূত্বকের বিভিন্ন অংশের পুরুত্বের তারতম্যের মাধ্যমে ভারসাম্য বজায় থাকে, কিন্তু এটি ভূত্বকের উল্লম্ব প্রসারণের (vertical extension) সম্ভাব্যতাকে উপেক্ষা করে। 

iii)সমস্থিতির সীমাবদ্ধতা: এইরি মডেল শুধুমাত্র ভূত্বকীয় অংশগুলোর ভার্টিকেল (vertical) ভার্সাম্য ব্যাখ্যা করতে পারে, কিন্তু ভূত্বকের অনুভূমিক (horizontal) প্রসারণের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। 

iv)বাস্তবতার সাথে অসামঞ্জস্য: প্র্যাকটিক্যাল উদাহরণ হিসেবে হিমশৈলের (iceberg) ক্ষেত্রে, এইরির মডেল অনুসারে জলের উপরে থাকা হিমশৈলের ১/১০ ভাগ ভাসে এবং বাকি ৯/১০ ভাগ জলের নিচে ডুবে থাকে। কিন্তু বাস্তবে দেখা যায় যে, ভূত্বকের বিভিন্ন অংশের ভার্টিকেল অংশের অনুপাত ভিন্ন হয়।

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM