সমস্থিতি সম্পর্কে প্র্যাটের মতবাদ আলোচনা কর

Q).সমস্থিতি সম্পর্কে প্র্যাটের মতবাদ আলোচনা কর। ............. Written by Firoz Mallick Ans: প্রেটের (Pratt) সমস্থিতি বা আইসোস্টাসি তত্ত্ব অনুসারে, পৃথিবীর ভূত্বকের বিভিন্ন অংশ (যেমন পর্বত, মালভূমি) ভিন্ন ভিন্ন ঘনত্বের এবং বিভিন্ন গভীরতায় প্রোথিত থাকে, যার ফলে তারা একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত সমানভাবে "ভাসমান" অবস্থায় থাকে। এই তত্ত্বটি ভূত্বকের বিভিন্ন অঞ্চলের বিষম ঘনত্ব (density) এবং সমগভীরতা (equal depth) এর উপর ভিত্তি করে গঠিত। • প্র্যাটের সমস্থিতি তত্ত্বের প্রাথমিক অনুমানসমূহ (Basic Assumptions) : বিজ্ঞানী প্র্যাট তাঁর ধারণার সম্পর্কে কিছু অনুমানের সাহায্য নেন। এই অনুমানগুলি হল—(1) বিজ্ঞানী প্র্যাট-এর মতে, ভূত্বকের পর্বত, মালভূমি ও সমভূমি ইত্যাদি বিভিন্ন এককগুলি বিভিন্ন ঘনত্বের হয়। (ii) যে সমস্ত এককগুলির ঘনত্ব কম, তার উচ্চতা বেশি হবে। (iii) যে সমস্ত এককগুলির ঘনত্ব বেশি, তার উচ্চতা কম হবে। (iv) ভূত্বকের এককগুলি ভূ-গভীরে নমনীয় মণ্ডলের (অ্যাসথেনোস্ফিয়ার) মধ্যে একই গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকে। •প্র্যাটের সমস্থিতি তত্ত্বের ধারণা (Main Concept): প্র্যাট উপরোক্ত ...