সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর

 Q).সমস্থিতি সম্পর্কে প্র‍্যাটের মতবাদ আলোচনা কর।

.............Written by Firoz Mallick 

Ans: প্রেটের (Pratt) সমস্থিতি বা আইসোস্টাসি তত্ত্ব অনুসারে, পৃথিবীর ভূত্বকের বিভিন্ন অংশ (যেমন পর্বত, মালভূমি) ভিন্ন ভিন্ন ঘনত্বের এবং বিভিন্ন গভীরতায় প্রোথিত থাকে, যার ফলে তারা একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত সমানভাবে "ভাসমান" অবস্থায় থাকে। এই তত্ত্বটি ভূত্বকের বিভিন্ন অঞ্চলের বিষম ঘনত্ব (density) এবং সমগভীরতা (equal depth) এর উপর ভিত্তি করে গঠিত। 


• প্র্যাটের সমস্থিতি তত্ত্বের প্রাথমিক অনুমানসমূহ (Basic Assumptions) : বিজ্ঞানী প্র্যাট তাঁর ধারণার সম্পর্কে কিছু অনুমানের সাহায্য নেন। এই অনুমানগুলি হল—(1) বিজ্ঞানী প্র্যাট-এর মতে, ভূত্বকের পর্বত, মালভূমি ও সমভূমি ইত্যাদি বিভিন্ন এককগুলি বিভিন্ন ঘনত্বের হয়।


(ii) যে সমস্ত এককগুলির ঘনত্ব কম, তার উচ্চতা বেশি হবে। (iii) যে সমস্ত এককগুলির ঘনত্ব বেশি, তার উচ্চতা কম হবে।


(iv) ভূত্বকের এককগুলি ভূ-গভীরে নমনীয় মণ্ডলের (অ্যাসথেনোস্ফিয়ার) মধ্যে একই গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকে।


•প্র্যাটের সমস্থিতি তত্ত্বের ধারণা (Main Concept): প্র্যাট উপরোক্ত অনুমানের ওপর ভিত্তি করে বলেন, ভূত্বকের বিভিন্ন এককগুলি বিভিন্ন পদার্থ দ্বারা তৈরি, তাই তাদের ঘনত্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই বিভিন্ন ঘনত্বের এককগুলির ওজন প্রায় একই হয়। ফলে এই এককগুলি একই ধরনের চাপ প্রয়োগ করে। একই চাপের ফলে ভূত্বকেরএককগুলি নমনীয় মণ্ডলের (Asthenosphere) একটি নির্দিষ্ট গভীরতাযুক্ত তল পর্যন্ত বিস্তৃত থাকে। একে তিনি প্রতিবিধানতল বা Level of Compensation বলে উল্লেখ করেন।


•প্র্যাটের তত্ত্বের সমর্থনে পরীক্ষা :


প্র্যাট তাঁর এই তত্ত্বের সমর্থনে একটি পরীক্ষা করেন। একটি পাত্রের মধ্যে পারদ নিয়ে তিনি একই ওজনের কিছু বিভিন্ন ঘনত্বের ধাতব ব্লক ভাসিয়ে দেন। দেখা যায়, লোহা, সীসা, দস্তা, টিন প্রভৃতি ধাতব টুকরোগুলির ঘনত্ব


আলাদা হলেও তাদের ওজন এক হওয়ার কারণে তারা পারদের মধ্যে একটি নির্দিষ্ট গভীরতা পর্যন্ত ভেসে রয়েছে।


এইপরীক্ষা দ্বারা তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে, ভূত্বকের এককগুলিও একই ওজনের হওয়ার কারণে ভূ-অভ্যন্তরে সমগভীরতা পর্যন্ত বিস্তৃত।


•প্র্যাটের সমস্থিতি মতবাদের গুরুত্ব: 


1.প্র্যাটের এই মতবাদটি সমস্থিতি অধ্যয়নের জন্য গুরুত্বপূর্ণ প্রাথমিক অবদান রাখে।


2. এই তত্ত্ব থেকে ভূত্বকের উপাদান ও বৈশিষ্ট্য গুলি জানা যায়।


3.এই তত্ত্বের মাধ্যমে অভিকর্ষ এবং ভূত্বকের মধ্যে ভরের বণ্টনের সম্পর্ক ব্যাখ্যা করা হয়। 


4. এই তথ্যের মাধ্যমে প্রতিবিধান তলের ধারণা দেওয়া হয়।


•প্র্যাটের সমস্থিতি তত্ত্বের সমালোচনা : বিজ্ঞানী প্র্যাটের ধারণা বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। যেমন-

(i) প্রতিবিধান তল সম্পর্কিত • প্ল্যাট যে Level of Compensation বা প্রতিবিধানতলের কথা বলেছেন, তা সঠিক নয়। কারণ পরবর্তীকালে ভূকম্পীয় তরঙ্গ বিশ্লেষণ করে জানা গেছে, নবীন ভঙ্গিল পর্বতগুলির নীচে ভূত্বক প্রায় 70 কিমি পর্যন্ত বিস্তৃত। অপরদিকে মহাসাগরীয় অংশ 10-110 কিমি পর্যন্ত বিস্তৃত।


(ii) ঘনত্ব সম্পর্কিত : ভূত্বকের এককগুলি সম্বন্ধে বিভিন্ন ঘনত্বের যে ধারণা তিনি নিয়েছেন, তা সবসময় সঠিক নয়।

•মূল্যায়ন :- সমস্থিতি ধারণার ক্ষেত্রে বিজ্ঞানী প্র্যাট একটি স্বতন্ত্র দিকনির্দেশ করেছেন। পরবর্তীকালে প্রচলিত ধারণার থেকে পৃথক বলে প্র্যাট-এর ধারণা সমস্থিতির ব্যাখ্যায় একটি গুরুত্বপূর্ণ ধারণারূপে বিবেচিত হয়।








Comments

Popular posts from this blog

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

বঙ্গভঙ্গ - বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখ madhymik history suggestions madhymik history suggestions