Posts

Showing posts from December, 2025

চ্যুতি কাকে বলে ? চ্যুতির বৈশিষ্ট্য গুলি লেখ:-

 Q) চ্যুতি কাকে বলে ? চ্যুতির বৈশিষ্ট্য গুলি লেখ:-      Firoz Mallick Ans) চ্যুতির সংজ্ঞা: পীড়নের মান যখন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখন ভঙ্গুর পদার্থের মধ্যে ফাটলের উৎপত্তি হয়। আর শিলাস্তরের কোনো ফাটল বরাবর যখন দু-পাশের শিলার বিচ্যুতি বা অপসারণ বা স্থানান্তর ঘটে তখন তাকে চ্যুতি বলে।  • সুতরাং, ভূঅভ্যন্তরীণ শক্তি বা বলের প্রভাবে ভূপৃষ্ঠের শিলাগাত্রে যে ফাটলের সৃষ্টি হয়, ওই ফাটল বরাবর তার দু-পাশের শিলাস্তূপের যে-কোনো দিকে স্থানচ্যুতি বা অপসারণ বা সরণ ঘটলে তাকে চ্যুতি বলা হয়।  ••চ্যুতির বৈশিষ্ট্য গুলি হল:- ① ছেদক ফাটল: চ্যুতি একপ্রকার ছেদক ফাটল। ② অপসারণযুক্ত ফাটল: শিলাস্তরের মধ্যে লক্ষণীয় হয় এমন অপসারণযুক্ত ফাটল। ③ অপসারণ : পার্শ্বচাপ ও প্রসারণ বলের প্রভাবে শিলাস্তরের অপসারণ বা স্থানান্তর ঘটে। ④ উল্লম্ব অপসারণ: শিলাস্তূপের অপসারণ কখনো-কখনো উল্লম্বভাবে ঘটে। অর্থাৎ ফাটল বরাবর শিলাস্তূপ উত্থিত বা অবনমিত হয়। ⑤ অনুভূমিক অপসারণ : কখনো-কখনো শিলাস্তূপের অপসারণ অনুভূমিকভাবে অর্থাৎ ভূপৃষ্ঠের সমান্তরালে ঘটে। ⑥ উচ্চতাগত পরিরর্তন : ফাটল বরাবর শিলাস্তূপের চলনের...