ভূগোলের প্রধান উদ্দেশ্য গুলো আলোচনা কর HS Geography
Q. ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্য গুলি আলোচনা করো:- (মান 5) Written By FIROZ MALLICK ভূগোল পাঠের উদ্দেশ্য হল সারা পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে জ্ঞান লাভ করা । অর্থাৎ ভূপ্রকৃতি , ভূমিরূপ , নদনদী , হিমবাহ , বায়ু , আবহাওয়া , জলবায়ু ,কৃষি,শিল্প,পরিবহন, মৃত্তিকা , স্বাভাবিক উদ্ভিদ , মৎস্য , জনসংখ্যা , জনবসতি ইত্যাদির মৌমাছি , বণ্টন , বৈশিষ্ট্য , পশুপালন , বিবর্তন , সমস্যা , সমাধানের উপায় সম্পর্কে বিশেষভাবে জানা ও পরিকল্পনা করা ভূগোলের উদ্দেশ্য । ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্যগুলি হল:- ( 1 ) বিভিন্ন অঞ্চলের পার্থক্য অনুধাবন করা : ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশের মধ্যে যেসব পার্থক্য রয়েছে তার কারণ জানাই ভূগোল পাঠের উদ্দেশ্য । ( ii ) দৃশ্যমান ভূপৃষ্ঠকে জানা ও বোঝা : প্রাকৃতিক ও মানবিক উপাদানসমূহের ঘাত - প্রতিঘাতের ফলে আমাদের চারপাশে গড়ে ওঠা সাংস্কৃতিক দৃশ্যমান ভূচিত্রকে জানা ও বোঝাই হল ভূগোল শাস্ত্র পাঠের মূল উদ্দেশ্য । এজন্য ভূপৃষ্ঠের প্রতিটি অংশের প্রতিটি বিষয়ের বৈচিত্র্য সমীক্ষা করে,সেই বৈচিত্...