ভূগোলের প্রধান উদ্দেশ্য গুলো আলোচনা কর HS Geography

 

Q. ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্য গুলি আলোচনা করো:- (মান 5)


Written By FIROZ MALLICK 

ভূগোল পাঠের উদ্দেশ্য হল সারা পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে জ্ঞান লাভ করা । অর্থাৎ ভূপ্রকৃতি , ভূমিরূপ , নদনদী , হিমবাহ , বায়ু , আবহাওয়া , জলবায়ু ,কৃষি,শিল্প,পরিবহন, মৃত্তিকা , স্বাভাবিক উদ্ভিদ , মৎস্য , জনসংখ্যা , জনবসতি ইত্যাদির মৌমাছি , বণ্টন , বৈশিষ্ট্য , পশুপালন , বিবর্তন , সমস্যা , সমাধানের উপায় সম্পর্কে বিশেষভাবে জানা ও পরিকল্পনা করা ভূগোলের উদ্দেশ্য ।

ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্যগুলি হল:-

 ( 1 ) বিভিন্ন অঞ্চলের পার্থক্য অনুধাবন করা : ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশের মধ্যে যেসব পার্থক্য রয়েছে তার কারণ জানাই ভূগোল পাঠের উদ্দেশ্য । 

( ii ) দৃশ্যমান ভূপৃষ্ঠকে জানা ও বোঝা : প্রাকৃতিক ও মানবিক উপাদানসমূহের ঘাত - প্রতিঘাতের ফলে আমাদের চারপাশে গড়ে ওঠা সাংস্কৃতিক দৃশ্যমান ভূচিত্রকে জানা ও বোঝাই হল ভূগোল শাস্ত্র পাঠের মূল উদ্দেশ্য । এজন্য ভূপৃষ্ঠের প্রতিটি অংশের প্রতিটি বিষয়ের বৈচিত্র্য সমীক্ষা করে,সেই বৈচিত্র্য ও সমন্বয়গুলিকে যথাসম্ভব ব্যাখ্যা ও বর্ণনা করা হয় । 

( iii ) প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ককে একটি অখণ্ড বিষয় হিসেবে বিবেচনা করা : প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক অতি নিবিড় । তাই একে একটি সম্পূর্ণ পৃথক ও অখণ্ড বা সামগ্রিক বিষয় বলে বিবেচনা করা হয় এবং এর ভিত্তিতে এই শাস্ত্র পাঠের কতকগুলি উদ্দেশ্য নির্ধারণ করা যায় । 

এগুলি হল— 1.মানুষের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব এবং একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের ওপর মানুষের কর্তৃত্ব জানা ও বোঝা । 

2.কোনো অঞ্চলে প্রাপ্ত কোন সম্পদের উপর ভিত্তি করে মানুষের কর্মধারা কী রূপ নিয়েছে সেটা ভূগোলের শাস্ত্রের অধ্যয়নের মাধ্যমে জানা যায় ।

3.বিভিন্ন অঞ্চলের অবস্থান নির্ণয় এবং ওইসব অঞ্চলের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের বর্ণনা করা । 

4.সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও তার রূপায়ণ । 

5.জনসংখ্যা , কৃষিজ ফসল , খনিজ দ্রব্য ইত্যাদি উপাদানের স্থানগত বণ্টনের তারতম্য জানা ও বোঝা । 

6.প্রকৃতি তার নিয়ম অনুযায়ী কাজ করে , তাই তাকে সূত্র নির্ণয়ের মাধ্যমে বোঝা ও জানা । 

( iv ) জ্ঞান আহরণ : ভূগোল পাঠের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক ও মানবীয় বিষয় সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করা যায় । 

( v ) সমস্যা সমাধানের উপায় : ভূগোলের বিভিন্ন শাখার অধ্যয়ন,চর্চা বহু সমস্যার সমাধান করতে পারে।যেমন- পরিবেশ ভূগোলের যথাযথ চর্চা বিভিন্ন পরিবেশগত দুর্যোগের মোকাবিলায় সাহায্য করে ।

(Vi) উন্নয়নের দিশা:- যে কোন ক্ষুদ্র বৃহৎ অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী ভূগোলের নানান শাখার সঙ্গে যুক্ত থাকে।যেমন:- জনসংখ্যা ভূগোল,সামাজিক ভূগোল রাজনৈতিক ভূগোল ইত্যাদি।

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর