ভূগোলের প্রধান উদ্দেশ্য গুলো আলোচনা কর HS Geography

 

Q. ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্য গুলি আলোচনা করো:- (মান 5)


Written By FIROZ MALLICK 

ভূগোল পাঠের উদ্দেশ্য হল সারা পৃথিবীর প্রাকৃতিক ও মানবীয় বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে জ্ঞান লাভ করা । অর্থাৎ ভূপ্রকৃতি , ভূমিরূপ , নদনদী , হিমবাহ , বায়ু , আবহাওয়া , জলবায়ু ,কৃষি,শিল্প,পরিবহন, মৃত্তিকা , স্বাভাবিক উদ্ভিদ , মৎস্য , জনসংখ্যা , জনবসতি ইত্যাদির মৌমাছি , বণ্টন , বৈশিষ্ট্য , পশুপালন , বিবর্তন , সমস্যা , সমাধানের উপায় সম্পর্কে বিশেষভাবে জানা ও পরিকল্পনা করা ভূগোলের উদ্দেশ্য ।

ভূগোল পাঠের প্রধান উদ্দেশ্যগুলি হল:-

 ( 1 ) বিভিন্ন অঞ্চলের পার্থক্য অনুধাবন করা : ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলের মধ্যে প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশের মধ্যে যেসব পার্থক্য রয়েছে তার কারণ জানাই ভূগোল পাঠের উদ্দেশ্য । 

( ii ) দৃশ্যমান ভূপৃষ্ঠকে জানা ও বোঝা : প্রাকৃতিক ও মানবিক উপাদানসমূহের ঘাত - প্রতিঘাতের ফলে আমাদের চারপাশে গড়ে ওঠা সাংস্কৃতিক দৃশ্যমান ভূচিত্রকে জানা ও বোঝাই হল ভূগোল শাস্ত্র পাঠের মূল উদ্দেশ্য । এজন্য ভূপৃষ্ঠের প্রতিটি অংশের প্রতিটি বিষয়ের বৈচিত্র্য সমীক্ষা করে,সেই বৈচিত্র্য ও সমন্বয়গুলিকে যথাসম্ভব ব্যাখ্যা ও বর্ণনা করা হয় । 

( iii ) প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ককে একটি অখণ্ড বিষয় হিসেবে বিবেচনা করা : প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক অতি নিবিড় । তাই একে একটি সম্পূর্ণ পৃথক ও অখণ্ড বা সামগ্রিক বিষয় বলে বিবেচনা করা হয় এবং এর ভিত্তিতে এই শাস্ত্র পাঠের কতকগুলি উদ্দেশ্য নির্ধারণ করা যায় । 

এগুলি হল— 1.মানুষের ওপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব এবং একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের ওপর মানুষের কর্তৃত্ব জানা ও বোঝা । 

2.কোনো অঞ্চলে প্রাপ্ত কোন সম্পদের উপর ভিত্তি করে মানুষের কর্মধারা কী রূপ নিয়েছে সেটা ভূগোলের শাস্ত্রের অধ্যয়নের মাধ্যমে জানা যায় ।

3.বিভিন্ন অঞ্চলের অবস্থান নির্ণয় এবং ওইসব অঞ্চলের প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশের বর্ণনা করা । 

4.সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও তার রূপায়ণ । 

5.জনসংখ্যা , কৃষিজ ফসল , খনিজ দ্রব্য ইত্যাদি উপাদানের স্থানগত বণ্টনের তারতম্য জানা ও বোঝা । 

6.প্রকৃতি তার নিয়ম অনুযায়ী কাজ করে , তাই তাকে সূত্র নির্ণয়ের মাধ্যমে বোঝা ও জানা । 

( iv ) জ্ঞান আহরণ : ভূগোল পাঠের মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক ও মানবীয় বিষয় সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করা যায় । 

( v ) সমস্যা সমাধানের উপায় : ভূগোলের বিভিন্ন শাখার অধ্যয়ন,চর্চা বহু সমস্যার সমাধান করতে পারে।যেমন- পরিবেশ ভূগোলের যথাযথ চর্চা বিভিন্ন পরিবেশগত দুর্যোগের মোকাবিলায় সাহায্য করে ।

(Vi) উন্নয়নের দিশা:- যে কোন ক্ষুদ্র বৃহৎ অঞ্চলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী ভূগোলের নানান শাখার সঙ্গে যুক্ত থাকে।যেমন:- জনসংখ্যা ভূগোল,সামাজিক ভূগোল রাজনৈতিক ভূগোল ইত্যাদি।

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert