HS geography ১st চ্যাপ্টার
1. ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে -
( a ) ধীরভাবে ।
( b ) আকস্মিকভাবে।
( c ) ধীর ও আকস্মিকভাবে।
( d ) ভূ - অভ্যন্তর থেকে ধাক্কা মেরে।
2 অন্তর্জাত শক্তির প্রধান উৎস হল ।
( a ) তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ।
( b ) পাতের চলন।
( c ) জোয়ার - ভাটা।
( d ) লাভার উদগীরণ এতে অংশ নেয়।
3. ভূপৃষ্ঠে নানারকম ভূদৃশ্য তৈরি হয়, নীচের কোন্ প্রক্রিয়াটি থেকে:-
( a ) ভূমিকম্প।
( b ) অগ্ন্যুৎপাত।
( c ) মহিভাবক আলোড়ন।
( d ) নদী প্রবাহ।
4. কোমল শিলাস্তরে সংনমন বল কার্যকরী হয় -
( a ) সমস্থিতিক আলোড়নে।
( b ) আকস্মিক ভূ - আলোড়নে।
( c ) মহিভাবক ভূআলোড়নে।
( d ) গিরিজনি ভূআলোড়নে।
5. ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত হল:-
( a ) ইউস্ট্যাটিক আলোড়ন।
(b ) গিরিজনি আলোড়ন।
( c ) আকস্মিক আলোড়ন।
( d ) মহিভাবক আলোড়ন।
6. মহাদেশের সৃষ্টি হয় যে ভূআলোড়নে তা হল –
( a ) মহিভাবক।
( b ) গিরিজনি।
( c ) সমস্থিতি।
( d ) আকস্মিক আলোড়ন।
7. অভ্যন্তরীণ শক্তির উৎস হল :
( a ) ম্যাগমার চলন।
( b ) অভিকর্ষের পার্থক্য।
( c ) পরিচলন স্রোত।
( d ) অ্যাস্পেনোস্ফিয়ারে উষ্ণতার পরিবাহিতা ।
8. ভূমিরূপ গঠনে মুখ্য ভূমিকা পালন করে :
( a ) পার্থিব প্রক্রিয়া।
( b ) মহাজাগতিক প্রক্রিয়া।
( c ) অতিপ্রাকৃতিক প্রক্রিয়া।
( d ) কোনোটাই নয়।
9. নীচের যে ভূমিরূপ অন্তর্জাত প্রক্রিয়ার ফল নয়:-
( a ) ভূমিকম্প।
( b ) নদী বাঁক বা মিয়েন্ডার।
( c ) অগ্ন্যুৎপাত।
( d ) ভঙ্গিল পর্বত।
10. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ জুড়িটি কার্য - কারণ সম্পর্কিত ?
( a ) V- আকৃতির উপত্যকা ও অবরোহণ।
( b ) V- আকৃতির উপত্যকা ও আরোহণ।
( c ) স্বাভাবিক বাঁধ ও অবরোহণ।
( d ) ঢালের পশ্চাৎ অপসরণ ও আরোহণ।
11. ভূত্বকে উঁচু ও নীচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে বলা হয় :
( a ) ইস্ট্যাটিক সঞ্চলন।
( b ) পর্যায়ণ ।
( c ) সমস্থিতি।
( d ) অবরোহণ।
12. ক্ষয়ের শেষ সীমার সাপেক্ষে ভূ - পৃষ্ঠের সমতলীকরণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় :-
( a ) সমস্থিতিক সঞ্চলন।
( b ) ইউস্ট্যাটিক সঞ্চলন।
( c ) আবহবিকার।
( d ) পর্যায়ন।
13. যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভবন হয় তা হল -
( a ) পর্যায়ন।
( b ) আরোহণ ।
( c ) অবরোহণ।
( d ) ভর অপসরণ।
14. যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তা হল -
( a ) অবরোহণ।
( b ) আরোহণ।
( c ) পর্যায়ণ।
( d ) আবহবিকার ।
15. পাহড়ের ঢালে স্ক্রি বা ট্যালাস ঢাল গঠনে নীচের কোন্ প্রক্রিয়া সক্রিয় ?
( a ) অবরোহণ।
( b ) আরোহণ।
( e ) আবহবিকার।
( d ) পুঞ্জিত স্খলন।
16. পড়ে থাকা অবশেষ রূপে বক্সাইট বা লৌহ অক্সাইড যে প্রক্রিয়ার ফল তা হল –
( a ) অবরোহণ।
( b ) আরোহণ।
( c ) ভর অপসরণ।
( d ) আবহবিকার।
17. বহির্জাত প্রক্রিয়ার প্রকৃতি হল:-
(a) আকস্মিক।
(b) ধীর।
(c) মাঝারি।
(d) অত্যান্ত ধীর।
18. গ্রেড (GRADE) কথাটি সর্বপ্রথম ব্যাবহার করেন:-
Comments
Post a Comment