Posts

Showing posts from May, 2024

বিজ্ঞান ও কুসংস্কার মাধ্যমিক বাংলা রচনা HS Bengali madhymik rochona

                   বিজ্ঞান ও কুসংস্কার written by FIROZ MALLICK   •ভূমিকা:- সভ্যতার আদিলগ্ন থেকেই মানুষ বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে দুর্লভের খোঁজ চালিয়েছে।মানুষ এর মাধ্যমেই সভ্যতার ইতিহাসকে গৌরবময় করতে পেরেছে ।আবিষ্কারের এক নেশা তার মধ্যে  প্রতিনিয়ত বয়ে চলেছে ,অজানাকে জানতে তাই প্রতিমুহূর্তে সে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে।আর এই সংগ্রামী প্রাণে সমৃদ্ধির সঞ্চার ঘটেছে বিজ্ঞানের জয়যাত্রার মাধ্যমে । আর ঠিক বিজ্ঞানের বিপরীত অবস্থা হল কুসংস্কার। যা মানুষের চেতনা শক্তির অবনমন ঘটায়,মানুষকে হাজার হাজার বছর পিছিয়ে দেয়। বিজ্ঞানের অগ্রগতির পথের বাধা হয়ে দাঁড়ায় এই কুসংস্কার। •কুসংস্কারের ধারণা :- কুসংস্কার হলো মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস যা প্রাচীনকাল থেকেই মানুষের অন্তরে প্রোথিত হয়ে আছে।এমন অন্ধবিশ্বাস মানুষের অজ্ঞতার কারণে কুসংস্কারে পরিণত হয়েছে । যেমন :- বিজ্ঞানের যুগেও মানুষ অসুখ সারাতে ওষুধ না খেয়ে ঝাঁড়ফুক করে ,ভুত-প্রেত ,ডাইনি ইত্যাদির ভয়ে মরে । •কুসংস্কারের সূচনা বা উৎপত্তি :- এই পৃথিবীতে প্রাণের...

বায়ুমন্ডল HS Geography 1St sem

        Unit 4 - বায়ুমণ্ডল   HS Geography 1St SEM class xi Written by Firoz Mallick   1. ভূপৃষ্ঠের উপরে অদৃশ্য গ্যাসীয় আবরণ হলো- - বায়ুমণ্ডল ।  2. বায়ুমণ্ডলের উচ্চতা- ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 হাজার কিলোমিটার পর্যন্ত।** 3. মানুষ ও জীবজগৎ বেঁচে থাকার জন্য :- বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. বায়ুমন্ডলের প্রধান তিনটি উপাদান হলো- গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প ও ধূলিকণা।  5. বায়ুমণ্ডল থাকার ফলে পৃথিবীর গড় উষ্ণতা :- 15 ডিগ্রী সেলসিয়াস বজায় থাকে। 6. বায়ুমণ্ডলের উপাদান গুলির- প্রায় 97 শতাংশ পদার্থ ভূপৃষ্ঠ থেকে 29 কিমির মধ্যে অবস্থান করে।   7. হিলিয়াম, জেনন, আগান প্রভৃতি হল বায়ুমণ্ডলের :- নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। ৪. কার্বন-ডাই-অক্সাইড :-  বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি কারক প্রধান গ্যাস।***  9. ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হলো:- ক্লোরোফ্লোরো কার্বন (CFC)। *** 10. টিভি, এসি, ফ্রিজ থেকে- ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হয়।** 11. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ:- 0 - 4 শতাংশ ।*** 12. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের 90%  :- ভূপৃষ্ঠ থেকে 6 কিমির ম...

ভৌমজল HS Geography

  1. পৃথিবীজুড়ে জলের ভারসাম্য বজায় থাকে জলচক্রের মাধ্যমে। জলচক্রের প্রধান অংশ হল সমুদ্র। 2. জলের চাপ, অভিকর্ষজ টান, প্রভৃতির উপর ভৌমজলের চলন নির্ভর করে। 3. মৃত্তিকার কনাগুলির মধ্যে শূন্যস্থান বা রঞ্জগুলিকে সচ্ছিদ্রতা বলে। এটি উদ্ভিদের বিকাশে সহায়ক। 4. শিলা বা মৃত্তিকার মধ্যে জল প্রবেশের ক্ষমতাকে প্রবেশ্যতা বলে। 5. ভুঅভ্যন্তরীণ যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে বলে অপ্রবেশ্য স্তর। (সংসদ মডেল প্রশ্ন) 6. সচ্ছিদ্র না হলেও প্রবেশ এরকম কিছু শিলার উদাহরণ হল কোয়ার্টজাইট, গ্রানাইট। 7. ভূমির গঠন, ভূমির ঢাল, শিলার প্রবেশ্যতা, বৃষ্টিপাত, উদ্ভিদের অবস্থান প্রভৃতি ভৌমজলের নিয়ন্ত্রক। ৪. ভৌমজলের মূল উৎস হল আবহিক জল বা মিটিওরিক জল (Meteoric water)। (সংসদ মডেল প্রশ্ন) 9. পাললিক শিলা গঠনের সময় কখনো-কখনো জল তার মধ্যে আবদ্ধ জলকে বলে সহজাত জল। [HS-2016] 10. অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তা হল উৎস্যন্দ জল [HS-2019, 2022] 11. উৎস্যন্দ জল অতি গভীরে সৃষ্টি হলে তাকে বলে প্লুটনিক জল। (সংসদ মডেল প্রশ্ন, HS-2022) 12 . ভাদোস কথার অর্থ অগভীর স্তর। ক্রিয়েটিক কথার অর্থ কৃত্রিম কূপ...