Posts

Showing posts from July, 2025

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

  বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ  শ্রেণী (1st Sem)        Mock Test Full Marks 30                 FIROZ MALLICK  1. প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য 2. মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই দুই অধ্যায়ের ভিত্তিতে নিচে ৩০টি MCQ (Multiple Choice Questions) প্রশ্ন দেওয়া হলো। ✅ MCQ প্রশ্ন (প্রতিটি প্রশ্নে ৪টি অপশন সহ): প্রথম অধ্যায়: প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য 1. প্রাচীন বাংলায় প্রধানত কোন ভাষায় সাহিত্য রচিত হতো? A. সংস্কৃত B. আরবি C. ফার্সি D. ইংরেজি উত্তর: A 2. পাল যুগে কোন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করে? A. সনাতন B. বৌদ্ধ C. ইসলাম D. খ্রিস্টান উত্তর: B 3. চর্যাপদ কোন যুগের সাহিত্য? A. মধ্যযুগ B. আধুনিক যুগ C. প্রাচীন যুগ D. ঔপনিবেশিক যুগ উত্তর: C 4. চর্যাপদের কবিদের বলা হয় — A. মুনি B. সিদ্ধাচার্য C. পীর D. অচার্য উত্তর: B 5. চর্যাপদের ভাষা কোন রকম? A. চলিত বাংলা B. সংস্কৃত C. প্রাচীন বাংলা D. মৈথিলী উত্তর: C 6. চর্যাপদ আবিষ্কার করেন — A. হরপ্রসাদ শাস্ত্রী B. রবীন্দ্রনাথ ঠাকুর C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় D. ঈশ্বরচন...

প্রাকৃতিক ভূগোল একাদশ শ্রেণী (SEM -1) শাস্ত্র হিসেবে ভূগোল,পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া,আবহাওয়া ও জলবায়ু

  প্রাকৃতিক ভূগোল একাদশ শ্রেণী (SEM -1)                     1st Mock Test              FULL MARKS 30               FIROZ MALLICK 🌍 প্রথম ইউনিট: শাস্ত্র হিসেবে ভূগোল 1. ভূগোল শব্দের অর্থ কী? ক) পৃথিবীর পরিমাপ খ) পৃথিবীর চিত্র গ) পৃথিবীর বর্ণনা ✅ ঘ) পৃথিবীর গঠন 2. ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন— ক) এরাতোস্থেনিস ✅ খ) টলেমি গ) হেকাটিয়াস ঘ) ইবনে বতুতা 3. ভূগোলের প্রাথমিক উদ্দেশ্য কী? ক) ভূমিকম্প ব্যাখ্যা করা খ) ভূতত্ত্ব বোঝা গ) মানব ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করা ✅ ঘ) মানচিত্র আঁকা 4. ভূগোল কত ভাগে বিভক্ত? ক) ২ ভাগ ✅ খ) ৩ ভাগ গ) ৪ ভাগ ঘ) ৫ ভাগ 5. প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হল— ক) বাণিজ্য ভূগোল খ) কৃষি ভূগোল গ) জলবায়ু ভূগোল ✅ ঘ) শিল্প ভূগোল 6. মানব ভূগোল এর শাখা কোনটি নয়? ক) জনসংখ্যা ভূগোল খ) শিল্প ভূগোল গ) ভূমিরূপ ভূগোল ✅ ঘ) পরিবহন ভূগোল 7. ভূগোলের প্রধান বৈশিষ্ট্য— ক) কেবল মানচিত্র অঙ্কন খ) ভূতাত্ত্বিক ব্যাখ্যা গ) স্থানিক বিশ্লেষণ ✅ ঘ) গাণিতিক বিশ্লেষণ 🌐 দ্বিতীয়...