প্রাকৃতিক ভূগোল একাদশ শ্রেণী (SEM -1) শাস্ত্র হিসেবে ভূগোল,পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া,আবহাওয়া ও জলবায়ু
প্রাকৃতিক ভূগোল একাদশ শ্রেণী (SEM -1)
1st Mock Test
FULL MARKS 30
FIROZ MALLICK
🌍 প্রথম ইউনিট: শাস্ত্র হিসেবে ভূগোল
1. ভূগোল শব্দের অর্থ কী?
ক) পৃথিবীর পরিমাপ
খ) পৃথিবীর চিত্র
গ) পৃথিবীর বর্ণনা ✅
ঘ) পৃথিবীর গঠন
2. ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন—
ক) এরাতোস্থেনিস ✅
খ) টলেমি
গ) হেকাটিয়াস
ঘ) ইবনে বতুতা
3. ভূগোলের প্রাথমিক উদ্দেশ্য কী?
ক) ভূমিকম্প ব্যাখ্যা করা
খ) ভূতত্ত্ব বোঝা
গ) মানব ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করা ✅
ঘ) মানচিত্র আঁকা
4. ভূগোল কত ভাগে বিভক্ত?
ক) ২ ভাগ ✅
খ) ৩ ভাগ
গ) ৪ ভাগ
ঘ) ৫ ভাগ
5. প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হল—
ক) বাণিজ্য ভূগোল
খ) কৃষি ভূগোল
গ) জলবায়ু ভূগোল ✅
ঘ) শিল্প ভূগোল
6. মানব ভূগোল এর শাখা কোনটি নয়?
ক) জনসংখ্যা ভূগোল
খ) শিল্প ভূগোল
গ) ভূমিরূপ ভূগোল ✅
ঘ) পরিবহন ভূগোল
7. ভূগোলের প্রধান বৈশিষ্ট্য—
ক) কেবল মানচিত্র অঙ্কন
খ) ভূতাত্ত্বিক ব্যাখ্যা
গ) স্থানিক বিশ্লেষণ ✅
ঘ) গাণিতিক বিশ্লেষণ
🌐 দ্বিতীয় ইউনিট: পৃথিবীর উৎপত্তি ও ভূ-অভ্যন্তর
8. পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যায় নেবুলা তত্ত্বের প্রবক্তা—
ক) জেমস জিন্স
খ) ইমানুয়েল কান্ট ✅
গ) হুইলার
ঘ) ডারউইন
9. পৃথিবীর গঠনের সবচেয়ে উপরের স্তর—
ক) ম্যান্টল
খ) ক্রাস্ট ✅
গ) কোর
ঘ) বাইন্ডার
10. পৃথিবীর অভ্যন্তরে সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত স্তর—
ক) কোর ✅
খ) ক্রাস্ট
গ) অ্যাসথেনোস্পিয়ার
ঘ) লিথোস্ফিয়ার
11. পৃথিবীর মোট ভলিউমের কত শতাংশ কোরে রয়েছে?
ক) ১৬%
খ) ৮৩%
গ) ১৫%
ঘ) ১৬% ✅
12. ভূকম্পনে সর্বপ্রথম যে তরঙ্গ অনুভূত হয়—
ক) S-তরঙ্গ
খ) L-তরঙ্গ
গ) P-তরঙ্গ ✅
ঘ) ভূ-আঘাত
13. ভূ-অভ্যন্তর জানতে প্রধান উৎস—
ক) আগ্নেয়গিরি
খ) খনিজ
গ) ভূকম্পন ✅
ঘ) বায়ুমণ্ডল
14. পৃথিবীর কেন্দ্রে প্রধান উপাদান—
ক) সিলিকা ও ম্যাগনেশিয়া
খ) লোহা ও নিকেল ✅
গ) সিলিকা ও লোহা
ঘ) অক্সিজেন ও হাইড্রোজেন
🗻 তৃতীয় ইউনিট: ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া
15. অন্তর্গত প্রক্রিয়ার মধ্যে পড়ে—
ক) নদী ক্ষয়
খ) ভূমিকম্প ✅
গ) বায়ু ক্ষয়
ঘ) গ্লেসিয়ার ক্ষয়
16. বহিঃস্থ প্রক্রিয়া কোনটি?
ক) আগ্নেয়গিরি
খ) টান
গ) বৃষ্টি ✅
ঘ) প্লেট সংঘর্ষ
17. টেকটনিক প্লেটের সঞ্চালন হয়—
ক) ভূত্বকের কারণে
খ) কোরের কারণে
গ) অ্যাসথেনোস্পিয়ারের কারণে ✅
ঘ) বায়ু প্রবাহের কারণে
18. পর্বতের গঠন হয়ে থাকে—
ক) স্রোতের কারণে
খ) জলবায়ুর কারণে
গ) প্লেট সংঘর্ষের কারণে ✅
ঘ) গ্লেসিয়ারের কারণে
19. আগ্নেয়গিরি হল—
ক) বহিঃস্থ প্রক্রিয়া
খ) অন্তর্গত প্রক্রিয়া ✅
গ) ক্ষয় প্রক্রিয়া
ঘ) গঠিত ভূমি
20. ভূমিরূপ গঠনের প্রধান বাহ্যিক উপাদান—
ক) ভূ-কম্পন
খ) জল ✅
গ) ম্যাগমা
ঘ) প্লেট
21. ভূমিকম্পের কেন্দ্রস্থলকে বলে—
ক) ফোকাস ✅
খ) এপিসেন্টার
গ) রিখটার পয়েন্ট
ঘ) গঠন বিন্দু
☁️ চতুর্থ ইউনিট: আবহাওয়া ও জলবায়ু
22. আবহাওয়া হল—
ক) দীর্ঘমেয়াদি অবস্থা
খ) স্বল্পমেয়াদি বায়ুমণ্ডলীয় অবস্থা ✅
গ) গড় তাপমাত্রা
ঘ) জলবায়ুর রূপ
23. জলবায়ু বলতে বোঝায়—
ক) একটি দিনের তাপমাত্রা
খ) একটি এলাকার গড় আবহাওয়া ✅
গ) শুধু বর্ষা
ঘ) সারা বছরের বৃষ্টি
24. তাপমাত্রা পরিমাপ করা হয়—
ক) ব্যারোমিটার
খ) হাইজ্রোমিটার
গ) থার্মোমিটার ✅
ঘ) অ্যানিমোমিটার
25. বায়ুর চাপ পরিমাপের যন্ত্র—
ক) থার্মোমিটার
খ) ব্যারোমিটার ✅
গ) সাইক্লোনোমিটার
ঘ) হাইজ্রোমিটার
26. বাতাস চলাচলের প্রধান কারণ—
ক) সূর্যের আলো
খ) চাপ পার্থক্য ✅
গ) বৃষ্টি
ঘ) ঘূর্ণিঝড়
27. বায়ুমণ্ডলের ওজন কত?
ক) ৫.৫ × ১০¹⁸ কেজি
খ) ৫.১৫ × ১০¹⁸ কেজি ✅
গ) ৪.৮ × ১০¹⁷ কেজি
ঘ) ৬.৫ × ১০¹⁹ কেজি
28. জলীয়বাষ্প বেশি থাকে—
ক) মেরু অঞ্চলে
খ) সমুদ্র অঞ্চলে ✅
গ) মরুভূমিতে
ঘ) পাহাড়ে
29. ওজোনস্তর অবস্থিত হল—
ক) ট্রপোস্ফিয়ার
খ) স্ট্রাটোস্ফিয়ার ✅
গ) মেসোস্ফিয়ার
ঘ) এক্সোস্ফিয়ার
30. ওজোনস্তরের কাজ—
ক) অক্সিজেন উৎপাদন।
খ)অতি বেগুনি রশ্মি শোষণ।✅
গ)ঝড়বৃষ্টি সৃষ্টি।
ঘ) কোনটাই নয়।
ক) অক্সিজেন উৎপন্ন
খ) অতিবেগুনি রশ্মি শোষণ ✅
গ) বাতাস গরম করা
ঘ) কার্বন নিয়ন্ত্রণ
Comments
Post a Comment