মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

 

বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ 
শ্রেণী (1st Sem)

       Mock Test Full Marks 30

               FIROZ MALLICK 

1. প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য


2. মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য



এই দুই অধ্যায়ের ভিত্তিতে নিচে ৩০টি MCQ (Multiple Choice Questions) প্রশ্ন দেওয়া হলো।

✅ MCQ প্রশ্ন (প্রতিটি প্রশ্নে ৪টি অপশন সহ):

প্রথম অধ্যায়: প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

1. প্রাচীন বাংলায় প্রধানত কোন ভাষায় সাহিত্য রচিত হতো?
A. সংস্কৃত
B. আরবি
C. ফার্সি
D. ইংরেজি
উত্তর: A


2. পাল যুগে কোন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করে?
A. সনাতন
B. বৌদ্ধ
C. ইসলাম
D. খ্রিস্টান
উত্তর: B


3. চর্যাপদ কোন যুগের সাহিত্য?
A. মধ্যযুগ
B. আধুনিক যুগ
C. প্রাচীন যুগ
D. ঔপনিবেশিক যুগ
উত্তর: C


4. চর্যাপদের কবিদের বলা হয় —
A. মুনি
B. সিদ্ধাচার্য
C. পীর
D. অচার্য
উত্তর: B


5. চর্যাপদের ভাষা কোন রকম?
A. চলিত বাংলা
B. সংস্কৃত
C. প্রাচীন বাংলা
D. মৈথিলী
উত্তর: C


6. চর্যাপদ আবিষ্কার করেন —
A. হরপ্রসাদ শাস্ত্রী
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: A


7. চর্যাপদ রচিত হয়েছিল মূলত —
A. গদ্য আকারে
B. কাব্য আকারে
C. নাটক আকারে
D. প্রবন্ধ আকারে
উত্তর: B


8. চর্যাপদের কবিদের মধ্যে কে ছিলেন?
A. লালন
B. সরহপা
C. কালীপ্রসন্ন
D. বিদ্যাসাগর
উত্তর: B


9. চর্যাপদে ধর্মীয় বিষয়ে প্রাধান্য পায় —
A. শাক্ত ধর্ম
B. বৈষ্ণব ধর্ম
C. বৌদ্ধ ধর্ম
D. ইসলাম ধর্ম
উত্তর: C


10. চর্যাপদ বাংলা সাহিত্যের —
A. মাঝের সময়
B. শুরু
C. শেষ
D. উপসংহার
উত্তর: B






দ্বিতীয় অধ্যায়: মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য

11. মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম ধারা কোনটি?
A. বৈষ্ণব পদাবলী
B. নাট্যসাহিত্য
C. উপন্যাস
D. প্রবন্ধ
উত্তর: A


12. বৈষ্ণব পদাবলীতে প্রধানত কে বন্দিত হন?
A. রাধা
B. শিব
C. কৃষ্ণ
D. দুর্গা
উত্তর: C


13. মঙ্গলকাব্য কোন যুগের সাহিত্যের অন্তর্ভুক্ত?
A. প্রাচীন যুগ
B. মধ্যযুগ
C. আধুনিক যুগ
D. ঔপনিবেশিক যুগ
উত্তর: B


14. চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে?
A. কৃত্তিবাস
B. মুকুন্দরাম
C. মুকুন্দরাম চক্রবর্তী
D. বড়ু চণ্ডীদাস
উত্তর: C


15. মঙ্গলকাব্যে প্রধানত কাকে বন্দনা করা হয়েছে?
A. শিব
B. বিষ্ণু
C. দেবী চণ্ডী
D. বুদ্ধ
উত্তর: C


16. বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি কে?
A. বিদ্যাপতি
B. বড়ু চণ্ডীদাস
C. চন্ডীদাস
D. জয়দেব
উত্তর: B


17. বৈষ্ণব সাহিত্যের একটি প্রধান বৈশিষ্ট্য কী?
A. প্রাকৃতিক বর্ণনা
B. রাধা-কৃষ্ণের প্রেম
C. যুদ্ধবর্ণনা
D. সামাজিক সংকট
উত্তর: B


18. বড়ু চণ্ডীদাস কোন সাহিত্যে অবদান রেখেছেন?
A. রোমান্টিক সাহিত্য
B. বৈষ্ণব পদাবলী
C. নাট্যসাহিত্য
D. উপন্যাস
উত্তর: B


19. মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ভাষা প্রভাব ফেলেছিল?
A. ফার্সি
B. ইংরেজি
C. জার্মান
D. তামিল
উত্তর: A


20. মধ্যযুগে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রভাব ছিল —
A. খ্রিস্টান
B. ইসলাম
C. বৌদ্ধ
D. ইহুদি
উত্তর: B





মিশ্র প্রশ্ন (উভয় অধ্যায় ভিত্তিক)

21. বাংলা সাহিত্যের সূচনা হয়েছে —
A. প্রাচীন যুগে
B. মধ্যযুগে
C. আধুনিক যুগে
D. ঔপনিবেশিক যুগে
উত্তর: A


22. চর্যাপদে ব্যবহৃত ‘সন্দর্শী’ শব্দের অর্থ কী?
A. চক্ষুবিশিষ্ট
B. প্রেমিকা
C. শিক্ষক
D. শত্রু
উত্তর: B


23. চর্যাপদের একটি বৈশিষ্ট্য —
A. আধ্যাত্মিকতা
B. যুদ্ধবর্ণনা
C. সমাজচিত্র
D. অলংকারবর্জিত
উত্তর: A


24. বৈষ্ণব কবিরা প্রধানত কোন কাব্যধারায় লিখতেন?
A. শৃঙ্গার
B. বীর রস
C. করুণ রস
D. হাস্যরস
উত্তর: A


25. ‘কাহারবা’, ‘দাদরা’, ‘ঝুমুর’ প্রভৃতি কী?
A. সঙ্গীতধারা
B. সাহিত্যধারা
C. নাট্যরীতি
D. মঙ্গলগান
উত্তর: A


26. মধ্যযুগে বাংলা ভাষার গঠন প্রক্রিয়ায় কোন ভাষার প্রভাব পড়ে?
A. তেলেগু
B. ফার্সি
C. মারাঠি
D. পাঞ্জাবি
উত্তর: B


27. মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে সমাজের কোন চিত্র দেখা যায়?
A. কল্পিত সমাজ
B. মধ্যযুগীয় বাস্তব সমাজ
C. ব্রিটিশ সমাজ
D. কৃষি সমাজ
উত্তর: B


28. চর্যাপদের ‘দোহা’ মূলত —
A. গল্প
B. কবিতা
C. গান
D. উপদেশ
উত্তর: B


29. মধ্যযুগে নারীর অবস্থা বোঝা যায় —
A. মঙ্গলকাব্য থেকে
B. উপন্যাস থেকে
C. নাটক থেকে
D. আইন থেকে
উত্তর: A


30. নিচের কোনটি প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন?
A. চর্যাপদ
B. আনন্দমঠ
C. দুর্গেশনন্দিনী
D. রামায়ণ
উত্তর: A





Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর