মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

 

বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ 
শ্রেণী (1st Sem)

       Mock Test Full Marks 30

               FIROZ MALLICK 

1. প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য


2. মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য



এই দুই অধ্যায়ের ভিত্তিতে নিচে ৩০টি MCQ (Multiple Choice Questions) প্রশ্ন দেওয়া হলো।

✅ MCQ প্রশ্ন (প্রতিটি প্রশ্নে ৪টি অপশন সহ):

প্রথম অধ্যায়: প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

1. প্রাচীন বাংলায় প্রধানত কোন ভাষায় সাহিত্য রচিত হতো?
A. সংস্কৃত
B. আরবি
C. ফার্সি
D. ইংরেজি
উত্তর: A


2. পাল যুগে কোন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করে?
A. সনাতন
B. বৌদ্ধ
C. ইসলাম
D. খ্রিস্টান
উত্তর: B


3. চর্যাপদ কোন যুগের সাহিত্য?
A. মধ্যযুগ
B. আধুনিক যুগ
C. প্রাচীন যুগ
D. ঔপনিবেশিক যুগ
উত্তর: C


4. চর্যাপদের কবিদের বলা হয় —
A. মুনি
B. সিদ্ধাচার্য
C. পীর
D. অচার্য
উত্তর: B


5. চর্যাপদের ভাষা কোন রকম?
A. চলিত বাংলা
B. সংস্কৃত
C. প্রাচীন বাংলা
D. মৈথিলী
উত্তর: C


6. চর্যাপদ আবিষ্কার করেন —
A. হরপ্রসাদ শাস্ত্রী
B. রবীন্দ্রনাথ ঠাকুর
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর: A


7. চর্যাপদ রচিত হয়েছিল মূলত —
A. গদ্য আকারে
B. কাব্য আকারে
C. নাটক আকারে
D. প্রবন্ধ আকারে
উত্তর: B


8. চর্যাপদের কবিদের মধ্যে কে ছিলেন?
A. লালন
B. সরহপা
C. কালীপ্রসন্ন
D. বিদ্যাসাগর
উত্তর: B


9. চর্যাপদে ধর্মীয় বিষয়ে প্রাধান্য পায় —
A. শাক্ত ধর্ম
B. বৈষ্ণব ধর্ম
C. বৌদ্ধ ধর্ম
D. ইসলাম ধর্ম
উত্তর: C


10. চর্যাপদ বাংলা সাহিত্যের —
A. মাঝের সময়
B. শুরু
C. শেষ
D. উপসংহার
উত্তর: B






দ্বিতীয় অধ্যায়: মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য

11. মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম ধারা কোনটি?
A. বৈষ্ণব পদাবলী
B. নাট্যসাহিত্য
C. উপন্যাস
D. প্রবন্ধ
উত্তর: A


12. বৈষ্ণব পদাবলীতে প্রধানত কে বন্দিত হন?
A. রাধা
B. শিব
C. কৃষ্ণ
D. দুর্গা
উত্তর: C


13. মঙ্গলকাব্য কোন যুগের সাহিত্যের অন্তর্ভুক্ত?
A. প্রাচীন যুগ
B. মধ্যযুগ
C. আধুনিক যুগ
D. ঔপনিবেশিক যুগ
উত্তর: B


14. চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কে?
A. কৃত্তিবাস
B. মুকুন্দরাম
C. মুকুন্দরাম চক্রবর্তী
D. বড়ু চণ্ডীদাস
উত্তর: C


15. মঙ্গলকাব্যে প্রধানত কাকে বন্দনা করা হয়েছে?
A. শিব
B. বিষ্ণু
C. দেবী চণ্ডী
D. বুদ্ধ
উত্তর: C


16. বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি কে?
A. বিদ্যাপতি
B. বড়ু চণ্ডীদাস
C. চন্ডীদাস
D. জয়দেব
উত্তর: B


17. বৈষ্ণব সাহিত্যের একটি প্রধান বৈশিষ্ট্য কী?
A. প্রাকৃতিক বর্ণনা
B. রাধা-কৃষ্ণের প্রেম
C. যুদ্ধবর্ণনা
D. সামাজিক সংকট
উত্তর: B


18. বড়ু চণ্ডীদাস কোন সাহিত্যে অবদান রেখেছেন?
A. রোমান্টিক সাহিত্য
B. বৈষ্ণব পদাবলী
C. নাট্যসাহিত্য
D. উপন্যাস
উত্তর: B


19. মধ্যযুগে বাংলা সাহিত্যে কোন ভাষা প্রভাব ফেলেছিল?
A. ফার্সি
B. ইংরেজি
C. জার্মান
D. তামিল
উত্তর: A


20. মধ্যযুগে বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রভাব ছিল —
A. খ্রিস্টান
B. ইসলাম
C. বৌদ্ধ
D. ইহুদি
উত্তর: B





মিশ্র প্রশ্ন (উভয় অধ্যায় ভিত্তিক)

21. বাংলা সাহিত্যের সূচনা হয়েছে —
A. প্রাচীন যুগে
B. মধ্যযুগে
C. আধুনিক যুগে
D. ঔপনিবেশিক যুগে
উত্তর: A


22. চর্যাপদে ব্যবহৃত ‘সন্দর্শী’ শব্দের অর্থ কী?
A. চক্ষুবিশিষ্ট
B. প্রেমিকা
C. শিক্ষক
D. শত্রু
উত্তর: B


23. চর্যাপদের একটি বৈশিষ্ট্য —
A. আধ্যাত্মিকতা
B. যুদ্ধবর্ণনা
C. সমাজচিত্র
D. অলংকারবর্জিত
উত্তর: A


24. বৈষ্ণব কবিরা প্রধানত কোন কাব্যধারায় লিখতেন?
A. শৃঙ্গার
B. বীর রস
C. করুণ রস
D. হাস্যরস
উত্তর: A


25. ‘কাহারবা’, ‘দাদরা’, ‘ঝুমুর’ প্রভৃতি কী?
A. সঙ্গীতধারা
B. সাহিত্যধারা
C. নাট্যরীতি
D. মঙ্গলগান
উত্তর: A


26. মধ্যযুগে বাংলা ভাষার গঠন প্রক্রিয়ায় কোন ভাষার প্রভাব পড়ে?
A. তেলেগু
B. ফার্সি
C. মারাঠি
D. পাঞ্জাবি
উত্তর: B


27. মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে সমাজের কোন চিত্র দেখা যায়?
A. কল্পিত সমাজ
B. মধ্যযুগীয় বাস্তব সমাজ
C. ব্রিটিশ সমাজ
D. কৃষি সমাজ
উত্তর: B


28. চর্যাপদের ‘দোহা’ মূলত —
A. গল্প
B. কবিতা
C. গান
D. উপদেশ
উত্তর: B


29. মধ্যযুগে নারীর অবস্থা বোঝা যায় —
A. মঙ্গলকাব্য থেকে
B. উপন্যাস থেকে
C. নাটক থেকে
D. আইন থেকে
উত্তর: A


30. নিচের কোনটি প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন?
A. চর্যাপদ
B. আনন্দমঠ
C. দুর্গেশনন্দিনী
D. রামায়ণ
উত্তর: A





Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর