অস্ট্রেলিয়ায় ইতিহাস লিখলো বিরাট বাহিনী


ইতিহাসের খাতায় নাম লিখালো ভারতীয় দল।টেস্ট সিরিজ জেতার পর ,এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ান ডে  সিরিজ জিতলো ইন্ডিয়া। 2-1 ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালো টিম ইন্ডিয়া। আজ অস্ট্রেলিয়া টিম 48.4 ওভারে 230 রান করে আলআউট হয়ে যায়। 231 রানের লক্ষমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া রোহিত শর্মা ও শিখর ধাওয়ান এর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়।তারপর ক্যাপ্টেন বিরাট কোহলি ও ধোনির পার্টনাশিপে ইন্ডিয়া জয়ের দিকে এগোতে থাকে।ক্যাপ্টেন বিরাট কোহলি ব্যাক্তিগত 46 রানের মাথায় আউট হলে ধোনি নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নেয়। ধোনির অপরাজিত 87 ও কেদার জাদভের অপরাজিত 61 রানের ভিত্তিতে ইন্ডিয়া ঐতিহাসিক সিরিজ জয়লাভ করে।

ধোনি এখনো ফুরিয়ে যায়নি আজ আবার প্রমান করলেন।পরপর 3 টি ম্যাচে অর্ধশত রান করে তিনি এই সিরিজের সেরা হলেন।এই সিরিজে ধোনির সংগৃহীত রান সংখ্যা হল 51,55*,87*. আজ অর্ধশত রান করার পর ধোনির অর্ধশত রানের সংখ্যা হল 70 টি। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে তে 1000 রানের ক্লাবে ঢুকে পড়ল ধোনি। 

আজ ভারতের জয়ের আর একজন নায়ক হলেন চাহাল।অস্ট্রেলিয়া মাটিতে প্রথম ভারতীয় বলার হিসেবে পেলেন একটি ম্যাচে 6 টি উইকেট। চাহালের ঘূর্ণিতে কুপোকাত অস্ট্রেলিয়া টিম ,মাত্র 230 রানেই অল আউট হয়ে যায়। বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার দুর্দান্ত এই পারফরম্যান্স দেখে সবাই টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের প্রধান দাবিদার মানছেন।

Comments

Popular posts from this blog

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

বঙ্গভঙ্গ - বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখ madhymik history suggestions madhymik history suggestions