বঙ্গোপসাগরে সৃষ্ট সবচেয়ে বিধ্বংসী ঝড় "FANI" আছড়ে পড়তে চলেছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব ভারতের রাজ্য গুলিতে
ভারতে প্রবেশ করতে চলেছে সবচেয়ে ধ্বংসাত্মক ঝড় "FANI". পরিস্থিতি রীতিমতো উদ্বিগ্ন হয়ে উটছে। আবহাওয়াবিদদের মত অনুযায়ী আগামী 3শে মে ওড়িশা উপকূলে প্রবেশ করবে বিধ্বংসী ঝড় "FANI". এই সময় ঝড়ের গতিবেগ থাকবে 170 to 200km/h. ভারতের তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ,ওড়িশা,এবং পশ্চিমবঙ্গ এই 4টি উপকূলীয় রাজ্য গুলির ওপর এই ঝড়ের তান্ডব চলবে। FANI বর্তমানে তামিলনাড়ুর বিশাখাপত্তনমের পূর্ব উপকূল থেকে ৬০০ কিলোমিটার ও পুরী থেকে ৮০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে অবস্থান করছে। গত ৪৩ বছরে অর্থাৎ ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত এপ্রিল মাসে বঙ্গোপসাগরে যত ঘূর্ণিঝড় হয়েছে তারা এতটা শক্তিশালী আকার নেয়নি৷ পরিসংখ্যান জানাচ্ছে, ১৯৬৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত বঙ্গোপসাগর এবং আরব সাগরে মোট ৪৬টি প্রবল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে।
Comments
Post a Comment