পশ্চিমবঙ্গের_কোন_জেলায়_কি_কি_বিখ্যাত??


:পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিখ্যাত জিনিস:

★আম 👉 মালদা।
★আলু 👉 হুগলী।
★আনারস 👉 জলপাইগুড়ি।
★সরভাজা, সরপুরিয়া 👉 নদীয়ার কৃষ্ণনগর ।
★মাটির পুতুল👉 নদীয়ার কৃষ্ণনগর ।
★ধান 👉 বর্ধমান[ধানের গোলা]
★গামছা 👉 মুর্শিদাবাদের বেলডাঙ্গা, উঃ ২৪ পরগনার বসিরহাট, বাঁকুড়া ।
★লঙ্কা 👉  মুর্শিদাবাদের বেলডাঙ্গা ।
★টেরাকোটা 👉 বাঁকুড়ার বিষ্ণুপুর ।
★পিতল কাঁসা 👉 বাঁকুড়ার বিষ্ণুপুর ।
★ল্যাংচা 👉 বর্ধমান এর শক্তিগড়।
★রেশম 👉 মুর্শিদাবাদ, মালদা ।
★তামাক 👉 কুচবিহার ।
★কাজুবাদাম 👉 মেদিনীপুর ।
★মিহিদানা, সীতাভোগ👉 বর্ধমান ।
★লিচু 👉 মুর্শিদাবাদ ।
★চা 👉 দার্জিলিং ।
★পেয়ারা, লিচু 👉 দঃ ২৪ পরগনার বারুইপুর ।
★সব্জী 👉 নদীয়া।
★মনোহরা 👉হুগলির জনাই ।
★ছানাবড়া 👉 মুর্শিদাবাদের বহরমপুর।
★মোরব্বা 👉 বীরভূম।
★মোয়া 👉 দঃ ২৪ পরগনার জয়নগর।
★রসগোল্লা 👉 কলকাতা।
★মাদুর 👉 মেদিনীপুর।
★ কাঁসার 👉 মুর্শিদাবাদ ।
★দই 👉 নদীয়ার নবদ্বীপ।
★জলভরা সন্দেশ 👉 হুগলির চন্দনগর।
★তুলাইপাঞ্জি চাল 👉 উত্তর দিনাজপুর।
★ছৌ নাচ 👉 পুরুলিয়া।

Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর