Posts

Showing posts from 2020

Beauty Of Rainbow

Image
 

H.S Geography Suggestions প্রথম অধ্যায় TOP 40 QUESTIONS উচ্চমাধ্যমিক ভূগোল 2021 suggestion

1.কাস্ট অঞ্চলে ফাঁদলের আকৃতি বিশিষ্ট অবনত ভূভাগকে বলা হয় :-  a)সিঙ্কহোল।  b)সোয়ালোহোলো।  c)দ্রবণ পাইপ।  d)পোনর। উত্তর)a)a)সিঙ্কহোল। 2.নীচের কোনটি অবরোহন প্রক্রিয়া? a)আবহবিকার। b)ভুমিকম্প। c)অগ্নুৎপাত। d)উল্কাপাত। উত্তর)a)আবহবিকার। 3.অন্তর্জাত শক্তির প্রধান উৎস কি? a)তেজস্ক্রিয় পদার্থের ভাঙ্গন থেকে উৎপন্ন তাপ। b)পাতের সঞ্চলন। c)জোয়ার ভাটা। d)লাভার উদগীরণ। উত্তর)a)তেজস্ক্রিয় পদার্থের ভাঙ্গন থেকে উৎপন্ন তাপ। 4.পশ্চিমবঙ্গের বক্রেশ্বর কী ধরনের প্রস্রবন? a)উষ্ণ। b)সবিরাম। c)অবিরাম। d)শীতল। উত্তর)a)উষ্ণ প্রস্রবন। 5.ভূগর্ভে ম‍্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কি বলে? a)গগনাম্বু জল। b)উৎসান্দ‍্য জল। c)সহজাত জল। d)মহাসাগরীয় জল। উত্তর)b)উৎসন্দ‍্য জল। 6.প্রবাল প্রাচীর সাধারণত বেশি দেখা যায় কোন অঞ্চলে? a)মেরু অঞ্চলে। b)ক্রান্ত্রীয় অঞ্চলে। c)নাতিশীতোষ্ণ অঞ্চলে। d)ভূমধ্যসাগরীয় অঞ্চলে। উত্তর)b)ক্রান্তীয় অঞ্চলে। 7.ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট‍্যাক ও স্ট‍্যাম্প দেখা যায়? a)ওড়িশা। b)পশ্চিমবঙ্গ। c)মহারাষ্ট্র। d)গোয়া। উত্তর)d)গোয়া উপকূলে। 8.হিমবাহ উপত‍্যকা নিমজ্জিত হয়ে কোন উপকূলের সৃষ্টি হয়? a)উন্থিত উপকূল। b)ফিয়র

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর

Image
H.S GEOGRAPHY FINAL SUGGESTION 1.ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কি ভাবে কাজ করে? a)ধীর ভাবে। b)আকস্মিক ভাবে। c)ধীর ও আকস্মিক ভাবে। d)দ্রুত গতিতে। উত্তর)c)ধীর ও অস্মিকভাবে। 2.ভূগর্ভে মাগমার মধ্যে সঞ্চিত জলকে বলা হয়:- a) উৎস্যন্দ জল। b)সহজাত বা জন্মগত জল। c)গগনাম্বু জল। d) ভাদোস জল। উত্তর)a)উৎসান্দ জ উত্তর)a)উৎসান্দ জল।  3.কাস্ট অঞ্চলে ফাঁদলের আকৃতি বিশিষ্ট অবনত ভূভাগকে কী বলা হয়? a)সিঙ্কহোল। b)সোয়ালোহোলো।  c)দ্রবণ পাইপ। d)পোনর। উত্তর)a)সিঙ্কহোল। 4.ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট্যাক ও স্ট্যাম্প দেখা যায়? a)ওড়িশা। b)পশ্চিমবঙ্গ। c)মহারাষ্ট্র। d)গোয়ায়। উত্তর)d)গোয়ায়। 5.সুমদ্রোর জলরাশির উলম্ব সঞ্চালনকে কি বলে? a)সমুদ্রতরঙ্গ। b)সমুদ্রস্রোত। c)ফেচ। d)ব্যাকওয়াশ। উত্তর)a)সমুদ্রতরঙ্গ। 6.প্রবল প্রাচীর গড়ে ওঠার জন্য কিরকমের উষ্ণতার প্রয়োজন হয়? a) 20℃-21℃। b) 0℃-15℃। c) 35℃। d) 50℃-54℃। উত্তর)a) 20℃-21℃। 7.পেনিপ্লেন কথাটির অর্থ হল :- a)পাথুরে ভূমি। b)জলাভূমি। c)উপকূলীয় ভূমি। d) সমপ্রায়ভূমি। উত্তর)d)সমপ্রায়ভুমি 8.

পৃথিবীর চুম্বক শক্তি কমে যাচ্ছে, ধ্বংসের মুখে পৃথিবী,বন্ধ হয়ে যাবে ইন্টারনেট, স্যাটেলাইট সিস্টেম সহ আপনার মোবাইল ফোনও, জীবজগত ধ্বংস হয়ে যাবে,The magnetism of the earth is decreasing, What is "SOUTH ATLANTIC ANOMALY "

Image
  🌍🌍নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর চুম্বকশক্তি🌍🌍 ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর অস্তিত্বের ওপর সংকট সৃষ্টি হয়েছে। আমাদের পৃথিবী হলো একটি বৃহৎ প্রাকৃতিক চুম্বক। আর বর্তমানে এই পৃথিবীর একটি অংশ প্রতিনিয়ত কমে যাচ্ছে চুম্বকশক্তি। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যেবর্তী বিশাল এলাকায় চুম্বকত্ব কমে যাচ্ছে প্রতিনিয়ত। জানা গেছে লাস্ট 200 বছরে ওই অঞ্চলের চুম্বকশক্তি প্রায় 9% কমে গেছে।  ■ SOUTH ATlANTIC ANOMALY :- আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যেবর্তী বিশাল অঞ্চল জুড়ে পৃথিবীর চুম্বকশক্তি কমে যাবার ঘটনাকে বিজ্ঞানীরা South Atlantic Anomaly বলছেন। ◆ বিজ্ঞানীদের মতে পৃথিবীর চুম্বকশক্তি কমে যাবার ঘটনা এর আগেও হয়েছিল। আজ থেকে প্রায় 2.5 লক্ষ বছর আগে এমনটা ঘটে ছিল।  ◆তবে কি কারণে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী অঞ্চলটির মাধ্যাকর্ষণ শক্তি কমে যাচ্ছে তার কারণ এখনো বিজ্ঞানীদের কাছে অজানাই রয়েছে। বিজ্ঞানীরা স্যাটেলাইট ডাটার মাধ্যমে জানতে পেরেছেন যে পৃথিবীর "আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার" মধ্যবর্তী অংশে কমছে চুম্বকশক্তি।