H.S Geography Suggestions প্রথম অধ্যায় TOP 40 QUESTIONS উচ্চমাধ্যমিক ভূগোল 2021 suggestion



1.কাস্ট অঞ্চলে ফাঁদলের আকৃতি বিশিষ্ট অবনত ভূভাগকে বলা হয় :- 

a)সিঙ্কহোল।

 b)সোয়ালোহোলো।

 c)দ্রবণ পাইপ। 

d)পোনর।

উত্তর)a)a)সিঙ্কহোল।

2.নীচের কোনটি অবরোহন প্রক্রিয়া?

a)আবহবিকার।

b)ভুমিকম্প।

c)অগ্নুৎপাত।

d)উল্কাপাত।

উত্তর)a)আবহবিকার।

3.অন্তর্জাত শক্তির প্রধান উৎস কি?

a)তেজস্ক্রিয় পদার্থের ভাঙ্গন থেকে উৎপন্ন তাপ।

b)পাতের সঞ্চলন।

c)জোয়ার ভাটা।

d)লাভার উদগীরণ।


উত্তর)a)তেজস্ক্রিয় পদার্থের ভাঙ্গন থেকে উৎপন্ন তাপ।

4.পশ্চিমবঙ্গের বক্রেশ্বর কী ধরনের প্রস্রবন?


a)উষ্ণ।

b)সবিরাম।

c)অবিরাম।

d)শীতল।

উত্তর)a)উষ্ণ প্রস্রবন।


5.ভূগর্ভে ম‍্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কি বলে?

a)গগনাম্বু জল।

b)উৎসান্দ‍্য জল।

c)সহজাত জল।

d)মহাসাগরীয় জল।

উত্তর)b)উৎসন্দ‍্য জল।

6.প্রবাল প্রাচীর সাধারণত বেশি দেখা যায় কোন অঞ্চলে?

a)মেরু অঞ্চলে।

b)ক্রান্ত্রীয় অঞ্চলে।

c)নাতিশীতোষ্ণ অঞ্চলে।

d)ভূমধ্যসাগরীয় অঞ্চলে।

উত্তর)b)ক্রান্তীয় অঞ্চলে।

7.ভারতের কোন সমুদ্র উপকূলে স্ট‍্যাক ও স্ট‍্যাম্প দেখা যায়?

a)ওড়িশা।

b)পশ্চিমবঙ্গ।

c)মহারাষ্ট্র।

d)গোয়া।

উত্তর)d)গোয়া উপকূলে।

8.হিমবাহ উপত‍্যকা নিমজ্জিত হয়ে কোন উপকূলের সৃষ্টি হয়?

a)উন্থিত উপকূল।

b)ফিয়র্ড উপকূল।

c)রিয়া উপকূল।

d)ডালমেশিয়ান উপকূল।

উত্তর)c)রিয়া উপকূল।

9.সমুদ্র জলরাশির উলম্ব সঞ্চালনকে কি বলে?

a)সমুদ্রতরঙ্গ।

b)সমুদ্রস্রোত।

c)ফেচ।

d)ঢেউ।

উত্তর)a)সমুদ্রতরঙ্গ।

10.কর্ণাটক ও কেরলে কোন ধরণের উপকূল দেখা যায়?

a)নিমজ্জিত উপকূল।

b)উন্থিত উপকূল।

c)ডালমেশিয়ান উপকূল।

d)যৌগিক উপকূল।

উত্তর)d)যৌগিক উপকূল।

11.ভারতের পূর্ব উপকূলের একটি বিখ্যাত হ্রদের নাম কি?

a)ডাল হ্রদ।

b)উলার হ্রদ।

c)সম্বর হ্রদ।

d)চিল্কা হ্রদ।

উত্তর)d)চিল্কা হ্রদ।

12.তটভূমির ওপর সমুদ্রতরঙ্গের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিভাগকে কি বলে?

a)প্রবাল দ্বীপ।

b)লেগুন।

c)সৈকত।

d)স্পিট।

উত্তর)c)সৈকত।

13.প্রবাল কোন ধরণের জলে জন্মায়?

a)পলিময় জলে।

b)বালিময় জলে।

c)অতি শীতল জলে।

d)স্বচ্ছ জলে।

উত্তর)d)স্বচ্ছ জলে।

14.চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত দণ্ডাকৃতি ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়কে কি বলে?

a)স্ট‍্যালাকটাইট।

b)স্ট‍্যালাগমাইট।

c)স্তম্ভ।

d)হেলিকটাইট।

উত্তর)a)স্ট‍্যালাকটাইট।

15.যে প্রক্রিয়ায় ভূমিভাগকে উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে?

a)পর্যায়ন।

b)অবরোহান।

c)আরোহন।

d)আবহবিকার।

উত্তর)b)অবরোহন।

16.ভৌমজলের পরিমান বাড়ে কখন?

a)ভূমির ঢাল বেশি হলে।

b)বাষ্পীভবন বেশি হলে।

c)শিলার প্রবেশতা বেশি হলে।

d)নিরেট শিলার উপস্থিতি বেশি হলে।

উত্তর)c)শিলার প্রবেশ‍্যতা বেশি হলে।

17.মুসৌরির কেম্পটি জলপ্রপাত কী রকমের প্রস্রবন?

a)চ‍্যুতি প্রস্রবন।

b)ডাইক প্রস্রবন।

c)সংযোগ প্রস্রবন

d)দ্রবণ বা ভ্যাক্লুসীয়ান প্রস্রবন।

উত্তর)d)দ্রবণ বা ভ্যাক্লুসীয়ান প্রস্রবন।

18.একাধিক ব্লোহোলের সংযুক্তিকরণের ফলে সৃষ্ট দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়িকে কী বলে?

a)খিলান।

b)কেভ।

c)জিও।

d)সামুদ্রিক গুহা।

উত্তর)c)জিও।

19.সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খারাতলকে কি বলে?

a)স্ট‍্যাক।

b)স্ট‍্যাম্প।

c)তরঙ্গ কর্তিক মঞ্চ।

d)সমুদ্র ভৃগু।

উত্তর)d)সমুদ্র ভৃগু।

20.কাস্ট ভুমিরূপের প্রধান শিলাস্তর কোনটি?

a)কাদাপাথর।

b)বেলেপাথর।

c)চুনাপাথর।

d)মার্বেল।

উত্তর)c)চুনাপাথর।

21."ডলফিন নোজ" কি ধরণের ভুমিরূপ?

a)ব্লো হোল।

b)সমুদ্র ভৃগু।

c)গম্বুজ।

d)খিলান।

উত্তর)b)সমুদ্র ভৃগু।


22.কাস্ট ভুমিরূপে গড়ে ওঠা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত গুলিকে কি বলে?

a)সিঙ্কহোল।

b)সোয়ালোহোল।

c)ডোলাইন।

d)ওভালা।


23.ঊর্মিভঙ্গ গঠিত হয় কোন তরঙ্গ দ্বারা?

a)অনুদৈঘ‍্য তরঙ্গ।

b)অনুপ্রস্থ তরঙ্গ।

c)বিনাশকারী তরঙ্গ।

d)বৃহৎ তরঙ্গ।

উত্তর)a)অনুদৈঘ‍্য তরঙ্গ।

24.দুটি সিলাখন্ড বা নুড়ি পারস্পরিক সংঘর্ষে যে ক্ষয় হয় তাকে কি বলে?

a)অবঘর্ষ।

b)ঘর্ষণ।

c)ক্লাপটিস।

d)দ্রবণ।

উত্তর)a)অবঘর্ষ।

25.দক্ষিণ-পশ্চিম আয়ারল্যান্ডের উপকূলটি কী প্রকার উপকূল?

a)যৌগিক।

b)ডালমেশিয়ান।

c)রিয়া।

d)উন্থিত।

উত্তর)c)রিয়া উপকূল।

26.মূল ভূভাগ ও পুরোদেশীয় বাঁধের মাঝখানের অগভীর জলাভূমিকে কি বলে?

a)উপসাগর।

b)বাইট।

c)কয়াল।

d)লেগুন।

উত্তর)d)লেগুন।

27.হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কোন প্রকার উপকূল দেখা যায়?

a)রিয়া উপকূল।

b)ফিয়র্ড উপকূল।

c)উন্থিত উপকূল।

d)ডালমেশিয়ান উপকূল।

উত্তর)b)ফিয়র্ড উপকূল।


28.সমুদ্র ও স্থলভাগের সংস্থলকে কী বলে?

a)উপকূল রেখা।

b)সৈকত।

c)বালিয়াড়ি।

d)সামুদ্রিক বাঁধ।

উত্তর)a)উপকূল রেখা।

29.ভূঅভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্পমোচন সহ গরম জলের উৎক্ষেপনকে কি বলে?

a)আগ্নেয় প্রস্রবন।

b)ডাইক প্রস্রবন।

c)গীজার।

d)দ্রবণ প্রস্রবন।

উত্তর)c)গীজার।


30.স্ট‍্যালাকটাইট ও স্ট‍্যালাগমাইট যুক্ত হয়ে যে ভুমিরূপটি তৈরি হয় তার নাম কী?

a)হামাস।

b)স্তম্ভ।

c)হেলিকটাইট।

d)দোলাইন।

উত্তর)b)স্তম্ভ।

31.ভূত্বকের উঁচু ও নিচু স্থানের মধ্যে উচ্ছতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে কী বলে?

a)ইস্ট্যাটিক সঞ্চালন।

b)পর্যায়ন।

c)অবরোহান।

d)সমস্থিতি।

উত্তর)d)সমস্থিতি।

32.যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভবন হয় তাকে কি বলে?

a)আরোহন।

b)অবরোহন।

c)পর্যায়ন।

d)আবহবিকার।

উত্তর)a)আরোহন।

33.ভূমিকম্প ও অগ্নুৎপাত কি ধরণের পক্রিয়া?

a)ইউস্ট্যাটিক আলোড়ন।

b)গিরিজনি আলোড়ন।

c)আকস্মিক আলোড়ন।

d)মহিভাবক আলোড়ন।

উত্তর)c)আকস্মিক আলোড়ন।


34.নগরাঞ্চলে ভৌমজলের ভান্ডার কম হবার কারণ কী?

a)বৃষ্টিপাতের পরিমান ও স্থায়িত্ব কম বলে।

b)অধিক বাষ্পীভবন।

c)ভূমি ব্যবহারে সড়ক ও পাকা বাড়ীর প্রাধান্য।

d)উদ্ভিদের অভাব।

উত্তর)c)ভূমি ব্যবহারে সড়ক ও পাকা বাড়ীর প্রাধান্য।


35.ভূপৃষ্টে পতিত বৃষ্টির জল অনুশ্রুত হয়ে ভৌমজল স্তর গঠন করলে তাকে কি বলে?


a)সহজাত জল।

b)গগনাম্বু জল।

c)পতিত জল।

d)আবহিক জল।

উত্তর)d)আবহিক জল।

36.মুক্ত জলবাহি স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহি স্তরটি কী নামে পরিচিত?

a)অ্যাকুইটার্ড।

b)অ্যাকুইফিউজ।

c)পাচর্ড অ্যাকুইফার।

d)অ্যাকুইক্লুড।

উত্তর)c))পাচর্ড অ্যাকুইফার।

37.অ্যাকুইফারের যে অংশটি পৃষ্ট টানের প্রভাবে সিক্ত হয় তাকে কী বলে?

a)মাটি-জল স্তর।

b)কৈশিক স্তর।

c)মাটি-বায়ু স্তর।

d)সম্পৃক্ত স্তর।

উত্তর)b)কৈশিক স্তর।

38)ভৌমজলের পূরণ কোন ঋতুতে সবথেকে বেশি হয়?

a)বর্ষা।

b)শীত।

c)গ্রীষ্ম।

d)বসন্ত।

উত্তর)a)বর্ষা।

39)শিলাস্তরের কোন বৈশিষ্টের জন্য অ্যাকুইক্লুড গঠিত হয়?

a)সচ্ছিদ্রতা ও প্রবেশ‍্যতা উভয়ই বেশি।

b)সচ্ছিদ্রতা বেশি ও প্রবেশ‍্যতা কম।

c)সচ্ছিদ্রতা কম ও প্রবেশ‍্যতা উভয়ই বেশি।

d)সচ্ছিদ্রতা ও প্রবেশ‍্যতা উভয়ই কম।

উত্তর)b)সচ্ছিদ্রতা বেশি ও প্রবেশ‍্যতা কম।


40.সঞ্চিত আদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে কি বলে?

a)টেরারোসা।

b)কারেন।

c)গ্রাইক।

d)ক্লিট।

উত্তর)a)টেরারোসা।







Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert