জ্বলছে অস্ট্রেলিয়া 50 কোটি পশুপাখির মৃত্যু Australia's forest fires kill more than 50 million animals
অস্ট্রিলিয়ার বনাঞ্চলে আগুন লাগার কারণ হিসেবে মনে করা হচ্চে যে অতিরিক্ত গরম ও লু প্রবাহ। এই বছর অস্ট্রেলিয়ার তাপমাত্রা 47℃ ছুঁয়ে ফেলেছে। যারফলে বনুভূমির দাবানল আরো দ্রুত ছড়িয়ে পড়েছে। এই দাবানলের ফলে বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি হবার সম্ভবনা দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়া সরকার এই দাবানল নেভানোর সমস্ত রকম চেষ্টা করছে। অস্ট্রেলিয়া সরকার বনাঞ্চল নিকটবর্তী জনসাধারণকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন এবং দাবানল নেভানোর জন্য 5000 সেনাকর্মীকে নিয়োগ করেছেন।
সমস্ত অস্ট্রেলিয়াবাসী ও পৃথিবীর সমস্ত মানুষ এবং দাবানল কবলিত সমস্ত অবলা পশুপাখিদের প্রার্থনা ভগবান শুনেছেন.. বৃষ্টির উপহার দিয়েছেন ভগবান। এই বৃষ্টি অতি কম মাত্রায় হলেও অমৃতের তুল্য ।
Comments
Post a Comment