জ্বলছে অস্ট্রেলিয়া 50 কোটি পশুপাখির মৃত্যু Australia's forest fires kill more than 50 million animals



প্রথমে আমাজন জঙ্গল, তারপরে কঙ্গো জঙ্গল আর এখন অস্ট্রেলিয়ার বনাঞ্চলকে গ্রাস করল ধ্বংসরূপী দাবানল। সমস্ত কিছু জ্বলে শেষ হয়ে যাচ্চে অস্ট্রেলিয়ার। কোটি কোটি উদ্ভিদ পুড়ে শেষ হয়ে গেছে। এখন অবদি 50 কোটি পশু পাখি পুড়ে মরেছে এই বিধ্বংসী দাবানলে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে 112 টি জায়গায় এবং ভিক্টরিয়ায় 48 টি জায়গায় দাবানল জ্বলছে। তীব্র গতিতে ছড়িয়ে পড়া আগুনের হাত থেকে বাঁচতে ওই অঞ্চলের মানুষজন সুমুদ্র উপুকুলবর্তী অঞ্চলে চলে যাচ্চে। 24 জন মানুষ প্রাণ হারিয়েছে এই দাবানলে এবং 200 টিরও বেশি বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে । আমাদের পৃথিবী আজ ধ্বংসের মধ্যে প্রবেশ করে গেছে। পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্চে, হটাৎ হটাৎ ঘূর্ণিঝড় সৃষ্ঠি হচ্চে, গত একবছরে 42% ঘূর্ণিঝড়ের পরিমান বৃদ্ধি পেয়েছে, বন্যা ও খরার পরিমান অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা নিজেরাই পৃথিবীকে ধ্বংস করার জন্য দায়ী।


অস্ট্রিলিয়ার বনাঞ্চলে আগুন লাগার কারণ হিসেবে মনে করা হচ্চে যে অতিরিক্ত গরম ও লু প্রবাহ। এই বছর অস্ট্রেলিয়ার তাপমাত্রা 47℃ ছুঁয়ে ফেলেছে। যারফলে বনুভূমির দাবানল আরো দ্রুত ছড়িয়ে পড়েছে। এই দাবানলের ফলে বহু প্রজাতির প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি হবার সম্ভবনা দেখা দিয়েছে।
অস্ট্রেলিয়া সরকার এই দাবানল নেভানোর সমস্ত রকম চেষ্টা করছে। অস্ট্রেলিয়া সরকার বনাঞ্চল নিকটবর্তী জনসাধারণকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন এবং দাবানল নেভানোর জন্য 5000 সেনাকর্মীকে নিয়োগ করেছেন।
সমস্ত অস্ট্রেলিয়াবাসী ও পৃথিবীর সমস্ত মানুষ এবং দাবানল কবলিত সমস্ত অবলা পশুপাখিদের প্রার্থনা ভগবান শুনেছেন.. বৃষ্টির উপহার দিয়েছেন ভগবান। এই বৃষ্টি অতি কম মাত্রায় হলেও অমৃতের তুল্য ।

Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর