UEFA EURO 2020

4 বছর অপেক্ষের অবসান ঘটিয়ে 2020 সালের 12ই জুন থেকে শুরু হবে EURO।মোট 12 টি শহরে হবে EURO CUP এর ম্যাচ গুলো। 2020 EURO এর আয়োজক দেশ গুলো হল ইংল্যান্ড, ইতালি, ডেনমার্ক,জার্মানি, আজারবাইজান, হাঙ্গেরি, স্কটল্যান্ড, স্পেন,নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, রাশিয়া। এই দেশগুলোর একটি করে শহরে হবে ইউরো কাপের ম্যাচ। এইবারের ইউরো কাপে আয়োজক হিসেবে সরাসরিভাবে বাছাই হবার সুযোগ পায়নি কোনো দলই। এই বারের ইউরো কাপে মোট অংশ নিয়েছে 24 টি দল। এই 24 টি দলকে মোট 6 টি গ্রুপে ভাগ করা হয়েছে।


Comments

Popular posts from this blog

বঙ্গভঙ্গ - বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখ madhymik history suggestions madhymik history suggestions

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM