পর্বতের চূড়ায় বরফ জমে কেন??



Written by Firoj Mallick

* পর্বতের চূড়ায় বরফ জমে কেন??

উত্তর:- পৃথিবীর সমস্ত পর্বত গুলোর চূড়া গুলি বরফ দ্বারা আবৃত থাকে। পর্বত গুলোর চূড়া বরফাবৃত হবার কারণ গুলি হল। যথা :- 


১. উচ্চতা জনিত কারণ :- আমরা জানি যত উচ্চতা বারে ততই তাপমাত্রা কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা ৬°C করে কমতে থাকে। তাই পর্বত গুলোর চূড়ায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। তাই জলীয়বাষ্প গুলো বরফ হয়ে পর্বতের শৃঙ্গে জমে যায়।


২. বায়ুর চাপ:- ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যাবে ততই বায়ুমণ্ডলের চাপ কম হতে থাকে। কম চাপে বাতাসের আয়তন প্রসারিত হয়, আর এই প্রসারণের সময় বাতাস ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার মাত্রা এতই বেশি যে মাত্র ১০ হাজার ফুট (তিন হাজার মিটার) ওপরে সব জলীয়বাষ্প জমে তুষারকণায় (বরফ) পরিণত হয়।


 

Comments

Popular posts from this blog

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

বঙ্গভঙ্গ - বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখ madhymik history suggestions madhymik history suggestions

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale