Posts

Showing posts from October, 2023

অর্জিত গুণাবলীর বংশ অনুসরণ বলতে কী বোঝো? উদাহরণসহ বোঝাও: ল্যামার্কের মতবাদের প্রধান ত্রুটিগুলি লেখ

  3)অর্জিত গুণাবলির বংশানুসরণ উদাহরণসহ বোঝাও। ল্যামার্কের মতবাদের প্রধান ত্রুটিগুলি কী? 2+3 Answer) •অর্জিত গুণাবলির বংশানুসরণ: যে কয়েকটি প্রধান প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে ল্যামার্কবাদ গঠিত সেগুলির একটি হল “অর্জিত গুণাবলির বংশানুসরণ'। পরিবেশের প্রভাবে অভিযোজনের মাধ্যমে জীব যেসব বৈশিষ্ট্য অর্জন করে সেইসব বৈশিষ্ট্য বংশানুক্রমে সন্তানসন্ততির দেহে সঞ্চারিত হয়। অর্জিত লক্ষণের বংশপরম্পরায় সঞ্চারণকেই বলা হয় অর্জিত গুণাবলির বংশানুসরণ। উদাহরণ: বহুকাল আগে জিরাফের গলা ছোটো ছিল। কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা আহরণের চেষ্টার ফলে গলাটি ক্রমশ লম্বা হতে থাকে। এই লম্বা গলার বৈশিষ্ট্যটি বংশপরম্পরায় সঞ্চারিত হয়ে আজকের লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব হয়েছে। •• ল্যামার্কের মতবাদের প্রধান ত্রুটি: 1.ল্যামার্কের মতবাদের প্রথম প্রতিপাদ্যটি সার্বজনীন নয়। কারণ অনেকক্ষেত্রেই অভিব্যক্তির ধারায় অঙ্গের ক্ষুদ্র হওয়ার প্রবণতা দেখা যায়, বড়ো হয় না।  2.দ্বিতীয় প্রতিপাদ্যটিও সত্য নয়, কারণ, পরিবেশের কিছুটা প্রভাব থাকলেও জীবের অন্তর্নিহিত চাহিদার দ্বারা কোনো নতুন অঙ্গ সৃষ্টি হতে পারে না। যেমন— একটি

ল্যামার্কের বিবর্তন তত্ত্বের মূল বক্তব্যগুলি উদাহরণসহ ব্যাখ্যা কর

 Q) বিবর্তন সম্পর্কিত ল্যামার্কের মতবাদ : ল্যামার্ক 1809 সালে তাঁর বিখ্যাত গ্রন্থ 'ফিলজফি জুলজিক' (Philosophie Zoologique)- * বিবর্তনের বিজ্ঞানভিত্তিক মতবাদ প্রকাশ করেন। তাঁর মতবাদকে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বলে। ল্যামার্কের বিবর্তন তত্ত্বের প্রধান প্রতিপাদ্য গুলি হল— 1)অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি : জীবনের অভ্যন্তরীণ শক্তির প্রভাবে জীবের সমগ্র দেহ বা অঙ্গপ্রত্যঙ্গের আকার বৃদ্ধি পায়।  2)চাহিদা থেকে নতুন অঙ্গের সৃষ্টি : পরিবেশের পরিবর্তন সকল জীবকে প্রভাবিত করে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন চাহিদার সৃষ্টি হয়। এই চাহিদার ফলে নতুন অঙ্গপ্রত্যঙ্গ সৃষ্টি হয়। 3)ব্যবহার ও অব্যবহারের সূত্র: ল্যামার্কের মতে, জীবদেহের কোনো অঙ্গ ক্রমাগত ব্যবহৃত হতে থাকলে অঙ্গটি শক্তিশালী, সবল ও সুগঠিত হয়, পক্ষান্তরে জীবদেহের কোনো অঙ্গ দীর্ঘদিন অব্যবহৃত থাকলে সেটি ক্রমশ দুর্বল ও নিষ্ক্রিয় হয় ও অবশেষে অবলুপ্ত হয়ে যায়। •ব্যবহারের সপক্ষে উদাহরণ: বহুকাল আগে জিরাফের গলা ছোটো ছিল। কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা খাদ্যরূপে গ্রহণের চেষ্টায় গলাটি ক্রমশ লম্বা হয়ে গেছে। এটি ব্যবহারের সপক্ষে প্রমাণ দেয়

ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উন্নায়ন”----- পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়— এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো।

Q)“ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উন্নায়ন”----- পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়— এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। 3+2 [Madhyamik '19] Answer) পরিবেশের ওপর বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উয়ায়নের প্রভাব:  জনসংখ্যার ক্রমবৃদ্ধির ফলে সৃষ্ট একটি সমস্যা হল, বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উন্নায়ন। পরিবেশের ওপর এর প্রভাবগুলি হল– 1) পরিবেশে গ্রীনহাউস গ্যাসগুলির মাত্রা বৃদ্ধি পাওয়ায় বায়ুমণ্ডলের উপাদানগুলির পরিমাণ পরিবর্তিত হচ্ছে। এই গ্যাসগুলি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, ফলস্বরূপ মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। মেরু ভালুক, মেরু খ্যাঁকশিয়াল প্রভৃতি প্রাণীর বাসস্থান হারিয়ে যাওয়ায় তাদের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে।  2)বিশ্ব উন্নায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সমুদ্র পার্শ্ববর্তী নীচু স্থলভাগ সমুদ্রের গ্রাসে চলে যাচ্ছে।   3)বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উন্নায়নের ফলে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তিত হচ্ছে।  4)বিশ্ব

ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা গুলি উল্লেখ কর or ক্রমবর্ধমান জনসংখ্যা ফলে একটি অঞ্চলের কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে

 Q)ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা গুলি উল্লেখ কর:-                    or  ক্রমবর্ধমান জনসংখ্যা ফলে একটি অঞ্চলের কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে: (মাধ্যমিক 2019) Answer). উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার ক্রমবৃদ্ধির ফলে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি হয়। নিম্নে বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করা হলো:- 1. প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার এবং তার হ্রাস। 2. অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়। 3. কৃষিজমি হ্রাস। 4. মিষ্টি জলের অভাব। 5. বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন 6. বায়ু মাটি এবং জল দূষণ। 7. জলাভূমি ধ্বংস।  8.খাদ্য সংকট । 9.সমাজের উপর প্রভাব। 1)প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার এবং তার হ্রাস: পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ অফুরন্ত নয়। মানব জনসংখ্যা বৃদ্ধির জন্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সংকট দেখা দিয়েছে। অতিব্যবহারের ফলে পৃথিবীতে ব্যক্তিপিছু প্রাকৃতিক সম্পদের মাত্রা হ্রাস পাচ্ছে। 2.অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্পস্থাপন, বাসস্থান প্রতিষ্ঠা, বনজ দ্রব্য (যেমন—কাঠ, মধ) আহরণ, কৃষিজমির বিস্তার, গবাদিপশুর চারণভূমি বৃদ্ধি প্
   প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার এবং তার হ্রাস: পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ অফুরন্ত নয়। মানব জনসংখ্যা বৃদ্ধির জন্য বর্তমানে প্রাকৃতিক সম্পদের সংকট দেখা দিয়েছে। অতিব্যবহারের ফলে পৃথিবীতে ব্যক্তিপিছু প্রাকৃতিক সম্পদের মাত্রা হ্রাস পাচ্ছে। 2 অরণ্য ধ্বংস এবং বাস্তুতন্ত্রের ক্ষয়: জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিল্পস্থাপন, বাসস্থান প্রতিষ্ঠা, বনজ দ্রব্য (যেমন—কাঠ, মধু) আহরণ, কৃষিজমির বিস্তার, গবাদিপশুর চারণভূমি বৃদ্ধি প্রভৃতি নানা কারণে বর্তমানে অরণ্য ধ্বংসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ক্রমবর্ধমান 5 3 তাদের পরিবেশ, তার মানবসংখ্যা নির্বিচার ক্রিয়াকলাপের ফলে মরুভূমির বিস্তার ও বাস্তুতন্ত্রে অন্যান্য উপাদানের ক্ষয়, যেমন— ভূমিক্ষয়, জীববৈচিত্র্যের বিলুপ্তি প্রভৃতি দেখা দিচ্ছে। এর ফলে বিভিন্ন প্রাকৃতিক অরণ্য বিনাশ দুর্যোগ যেমন—বন্যা, অনাবৃষ্টি, ঝড় প্রভৃতি ঘটনা বৃদ্ধি পাচ্ছে। 3 কৃষিজমির হ্রাস: জনসংখ্যার বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মূলত শহরাঞ্চলগুলির প্রান্তভাগে অবস্থিত কৃষিজমি। বাসভূমিতে পরিবর্তিত হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নশীল স্থানে কৃষিজমি হ্রাসের হার সর্বাধিক। ফলে খাদ্য উৎ

বসুন্ধরা সম্মেলন বা earth Submit 1992

Q)বসুন্ধরা সম্মেলন 1992   1992 খ্রিস্টাব্দের 3 জুন থেকে 14 জুন পর্যন্ত রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে ব্রাজিলের রিও-ডি-জেনিরোতে'  আন্তর্জাতিক পরিবেশসংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনার জন্য যে সম্মেলন করেছিলেন তা 'আর্থ সামিট' বা ‘বসুন্ধরা ম্মেলন' নামে পরিচিত। এই সম্মেলনে ভারত সহ পৃথিবীর মোট 130টি দেশ অংশগ্রহণ করে •বসুন্ধরা সম্মেলন এর প্রধান উদ্দেশ্য গুলি হল - (i) স্বাধীনতা, সমতা, উপযুক্ত জীবনযাত্রার মান মর্যাদাসহ প্রতিটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষা করতে হবে। (ii) আগামী প্রজন্মের মানুষের কথা ভেবে পরিবেশ রক্ষার ব্যবস্থা করতে হবে।  (iii) বাতাস, জল, স্থলভাগ, উদ্ভিদ ও প্রাণীসহ সমস্ত প্রাকৃতিক সম্পদকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে রক্ষা করতে হবে। (iv) মানুষের দায়িত্ব হল বন্যপ্রাণী ও তাদের বাসস্থান রক্ষা করা। (v) অপুনর্নবীকরণযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ন্ত্রিত করতে হবে যাতে তা দ্রুত নিঃশেষিত না হয়। (vi) পরিবেশের পক্ষে ক্ষতিকারক পদার্থের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে। (vit) দূষণের বিরুদ্ধে জনসাধারণের সংগ্রামকে সমর্থন করতে হবে। (viii) দূষণ সৃষ্টিকারী রাষ্ট্রই নীতিগতভাবে দ