ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উন্নায়ন”----- পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়— এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো।


Q)“ক্রমবর্ধমান জনসংখ্যার একটি সমস্যা হল বায়ুমন্ডলের পরিবর্তন এবং বিশ্ব উন্নায়ন”----- পরিবেশে এর কী কী প্রভাব পড়তে পারে তার সারসংক্ষেপ করো। শীতকালে শিশু ও বয়স্কদের নানা শ্বাসজনিত সমস্যা দেখা যায়— এরূপ দুটি সমস্যার নাম লেখো এবং তাদের একটি করে উপসর্গ বিবৃত করো। 3+2 [Madhyamik '19]


Answer) পরিবেশের ওপর বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উয়ায়নের প্রভাব: 

জনসংখ্যার ক্রমবৃদ্ধির ফলে সৃষ্ট একটি সমস্যা হল, বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উন্নায়ন। পরিবেশের ওপর এর প্রভাবগুলি হল–

1) পরিবেশে গ্রীনহাউস গ্যাসগুলির মাত্রা বৃদ্ধি পাওয়ায় বায়ুমণ্ডলের উপাদানগুলির পরিমাণ পরিবর্তিত হচ্ছে। এই গ্যাসগুলি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, ফলস্বরূপ মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। মেরু ভালুক, মেরু খ্যাঁকশিয়াল প্রভৃতি প্রাণীর বাসস্থান হারিয়ে যাওয়ায় তাদের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে। 

2)বিশ্ব উন্নায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে সমুদ্র পার্শ্ববর্তী নীচু স্থলভাগ সমুদ্রের গ্রাসে চলে যাচ্ছে।  

3)বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উন্নায়নের ফলে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তিত হচ্ছে। 

4)বিশ্ব উন্নায়নের ফলে বহু জীব তথা সমগ্র বাস্তুতন্ত্র বিনষ্ট হচ্ছে, জীববৈচিত্র্যও হ্রাস পাচ্ছে। যেমন—অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ ক্রমশ ধ্বংসপ্রাপ্ত হয়ে চলেছে। 

5)জলবায়ুর পরিবর্তনের ফলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খাদ্যসংকট দেখা দিচ্ছে। 

6 পরিবর্তিত তাপমাত্রায় নানা রোগজীবাণু অধিক সক্রিয় হচ্ছে এবং বিভিন্ন রোগ (যেমন—মশাবাহিত রোগ)-এর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।


••শীতকালে শিশু ও বয়স্কদের মধ্যে পরলক্ষিত শ্বাসযনিত সমস্যা হলো:- 

1) এলার্জি জনিত অ্যাজমা:-  ব্রংকিওলের সংকোচন ও ফলস্বরূপ প্রবল শ্বাসকষ্ট

2. ব্রংকাইটিস: প্রজনতা ভোরের দিকে প্রবল কাশি ও কাশির সঙ্গে শ্লেষ্মা নির্গত হয়।








Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert