অগ্ন্যুদগম ও সংশ্লিষ্ট ভূমিরূপ HS GEOGRAPHY CLASS Xi (1St Semester)
HS GEOGRAPHY CLASS Xi (1St Semester) অগ্ন্যুদগম ও সংশ্লিষ্ট ভূমিরূপ written by Firoz Mallick 1. ভূ-অভ্যন্তরের গলিত পদার্থ ভুপৃষ্ঠের ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে :- অগ্নুৎপাত বলে। 2. সাধারনত অগ্নুৎপাত হলো এক ধরনের: অন্তর্জাত শক্তি ও আকস্মিক ভূ-আলোড়ন এর উদাহরণ। 3. ভূআলোড়ন, পাত সঞ্চালন, ভূ-অভ্যন্তরের গ্যাসীয় পদার্থের তারতম্যের কারণে অগ্নুৎপাত সৃষ্টি হয়। 4. ম্যাগমা ভূপৃষ্ঠের যে স্থান দিয়ে বেরিয়ে আসে তাকে বলে আগ্নেয়গিরি , এটি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ। 5. ভূ-অভ্যন্তরে শিলা যে গলিত তরল অবস্থায় থাকে তাকে ম্যাগমা বলে। ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এলে লাভা বলে। 6.অগ্নুৎপাত জাত বিভিন্ন পদার্থ গুলি তিন প্রকার ( A) গ্যাসীয় পদার্থ (B) তরল পদার্থ এবং (C) কঠিন পদার্থ। 7. আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাসের মধ্যে প্রায় 60-90% জলীয়বাষ্প। জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক। 8.অগ্ন্যুৎপাতের ফলে জলীয়বাষ্প (উৎস- ভৌমজল ও ম্যাগমার বাষ্প) বেশি বের হয় বলে বৃষ্টি হয়। 9. বিভিন্ন গ্যাস গুলির মধ্যে অগ্ন্যুৎপাতের ফলে কার্বন-ডাই-অক্সাইড (Co2) গ্যাস বেশি বের হয়। 10. লাভা হল আগ্নেয়গিরি থেক