Posts

Showing posts from April, 2024

অগ্ন্যুদগম ও সংশ্লিষ্ট ভূমিরূপ HS GEOGRAPHY CLASS Xi (1St Semester)

  HS GEOGRAPHY CLASS Xi (1St Semester)               অগ্ন্যুদগম ও সংশ্লিষ্ট ভূমিরূপ written by Firoz Mallick 1. ভূ-অভ্যন্তরের গলিত পদার্থ ভুপৃষ্ঠের ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে :- অগ্নুৎপাত বলে। 2. সাধারনত অগ্নুৎপাত হলো এক ধরনের:  অন্তর্জাত শক্তি ও আকস্মিক ভূ-আলোড়ন এর উদাহরণ।  3. ভূআলোড়ন, পাত সঞ্চালন, ভূ-অভ্যন্তরের গ্যাসীয় পদার্থের তারতম্যের কারণে অগ্নুৎপাত সৃষ্টি হয়। 4. ম্যাগমা ভূপৃষ্ঠের যে স্থান দিয়ে বেরিয়ে আসে তাকে বলে আগ্নেয়গিরি , এটি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ।  5. ভূ-অভ্যন্তরে শিলা যে গলিত তরল অবস্থায় থাকে তাকে ম্যাগমা বলে। ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এলে লাভা বলে।  6.অগ্নুৎপাত জাত বিভিন্ন পদার্থ গুলি তিন প্রকার ( A) গ্যাসীয় পদার্থ (B) তরল পদার্থ এবং (C) কঠিন পদার্থ। 7. আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাসের মধ্যে প্রায় 60-90% জলীয়বাষ্প। জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক।  8.অগ্ন্যুৎপাতের ফলে জলীয়বাষ্প (উৎস- ভৌমজল ও ম্যাগমার বাষ্প) বেশি বের হয় বলে বৃষ্টি হয়। 9. বিভিন্ন গ্যাস গুলির মধ্যে অগ্ন্যুৎপাতের ফলে কার্বন-ডাই-অক্সাইড (Co2) গ্যাস বেশি বের হয়। 10. লাভা হল আগ্নেয়গিরি থেক

ভূমিকম্প & সুনামি HS GEOGRAPHY CLASS Xi (1St Semester

  HS GEOGRAPHY CLASS Xi (1St Semester)                  ভূমিকম্প & সুনামি Written by........ FIROZ MALLICK 1. ভূমিকম্প হল একটি :- আকস্মিক বা দ্রুত অন্তর্জাত শক্তির উদাহরণ। 2. ভূমিভাগের আকস্মিক কম্পন হলো ভূমিকম্প। ভূমিকম্প একটি :- আকস্মিক আলোড়ন।  3. চ্যুতিরেখা বরাবর:- সাধারণত ভূমিকম্পের কেন্দ্র সবচেয়ে বেশি অবস্থান করতে দেখা যায়। 4. ভূমিকম্পের কেন্দ্র থেকে চারিদিকে কম্পন ছড়িয়ে পড়ে সেই তরঙ্গায়িত কম্পন হলো :- ভূমিকম্প তরঙ্গ ।  5. পর্তুগালের লিসবনে জন মিসেল 1755 সালে 1লা নভেম্বর :- সর্বপ্রথম ভূমিকম্প তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন। 6.ভূমিকম্পের সময় ভূমিভাগের কম্পনের মাত্রাকে:- ভূমিকম্পের তীব্রতা বলে। 7.ভূকম্পনের সময় যে পরিমান শক্তি নির্গত হয়, সেই শক্তির পরিমাণকে :- ভূমিকম্পের মাত্রা বলে। 8. যে সকল ভুকম্পন তরঙ্গ ভূ-অভ্যন্তরের বিভিন্ন স্তর দিয়ে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় সে গুলোকে দেহ তরঙ্গ বলা হয়।যেমন :- P, S তরঙ্গ। 9.যেসব ভূমিকম্প তরঙ্গ ভূমিকম্পের কেন্দ্র থেকে সর্বপ্রথম উপকেন্দ্রে পেঁৗঁছায় তাকে প্রাথমিক তরঙ্গ বলে।যেমন : P তরঙ্গ। 10. যে সকল ভূমিকম্প তরঙ্গ P তরঙ্গের পরে উপকেন্দ্রে এসে পৌঁছায় সেগ

জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ HS Geography

  জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ Written by FIROZ MALLICK  1)চিরহরিৎ বৃক্ষ- অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে চিরসবুজ বৃক্ষ জন্মায়। যেমন- নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় বলে চিরসবুজ উদ্ভিদ রোজউড, আয়রনউড, মেহগনি দেখা যায়। 2.পর্ণমোচী উদ্ভিদ- মাঝারি বৃষ্টি যুক্ত ক্রান্তীয়, উপক্রান্তীয় অঞ্চলে পাতাঝরা উদ্ভিদ জন্মায়। যেমন- আম, জাম, পলাশ, কাঁঠাল। 3. জেরোফাইট - খুব কম বৃষ্টিপাত যুক্ত মরুভূমি অঞ্চলে কাঁটাযুক্ত জেরোফাইট উদ্ভিদ জন্মায়। 4.রাজস্থান মরুভূমিতে জেরোফাইট উদ্ভিদ দেখা যায়। 5. হাইড্রোফাইট - অধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে হাইড্রোফাইট উদ্ভিদ জন্মায়। 6. মেসোফাইট - মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে মেসোফাইট উদ্ভিদ জন্মায়। 7. জেরোফাইট - খুব কম বৃষ্টিপাত যুক্ত, শুষ্ক মরু অঞ্চলে জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ জন্মায়। 8. ট্রপোফাইট - আর্দ্র ও শুষ্ক পরিবেশে ট্রপোফাইট উদ্ভিদ জন্মায়। 9. হ্যালোফাইট -সমুদ্র উপকূলের জলাভূমির লবণাক্ত মাটিতে হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদ জন্মায়। (ম্যানগ্রোভে হল হ্যালোফাইট উদ্ভিদ) 10. মেগাথার্মস [উচ্চ তাপযুক্ত উদ্ভিদ]- যেসব উদ্ভিদের সারা বছর বেশি উষ্ণতার প্রয়োজন হয়, তাদের মেগাথার্মস বলে। ব