বিভিন্ন কৃষিজ সম্পদ & খনিজ সম্পদ ও বিভিন্ন কারখানায় উৎপাদিত দ্রব্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ সমূহ


🌎বিভিন্ন দ্রব্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ সমূহ🌍





* গৃহপালিত পশুর সংখ্যাই বিশ্বে প্রথম : ব্রাজিল

* ধান উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : চীন।

* গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : চীন।

* কফি উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : ব্রাজিল।

* চা উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : চীন।

* কার্পাস উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : চীন।

* আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে  : ব্রাজিল।

* পাট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : বাংলাদেশ।

* চিনাবাদাম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : ভারত।

* সোয়াবিন উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে  : আমেরিকা যুক্তরাষ্ট্র।

* রাবার উৎপাদনে বিশ্বে প্রথম : ব্রাজিল।

* লৌহ ও ইস্পাত উৎপাদনে বিশ্বে প্রথম : চীন।

* গাড়ি উৎপাদনে বিশ্বে প্রথ আমেরিকা যুক্তরাষ্ট্র।

* দ্বি চক্র যান  উৎপাদনে বিশ্বে প্রথম : চীন।

* দুধ উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* মহিষের সংখ্যাই উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* কার্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* নারকেল উৎপাদনে বিশ্বে প্রথম : ফিলিপাইন ।

* কলা উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* আম উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* কাজুবাদাম উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* আঙ্গুর উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* কাজু উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* ফুলকপি উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* বেগুন উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* রেডিমেড পোশাক উৎপাদনে বিশ্বে প্রথম : জাপান

* পাটজাত দ্রব্য উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম : চীন।

* খবরের কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম : কানাডা।








Comments

Post a Comment

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর