বিভিন্ন কৃষিজ সম্পদ & খনিজ সম্পদ ও বিভিন্ন কারখানায় উৎপাদিত দ্রব্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ সমূহ


🌎বিভিন্ন দ্রব্য উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী দেশ সমূহ🌍





* গৃহপালিত পশুর সংখ্যাই বিশ্বে প্রথম : ব্রাজিল

* ধান উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : চীন।

* গম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : চীন।

* কফি উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : ব্রাজিল।

* চা উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : চীন।

* কার্পাস উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : চীন।

* আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে  : ব্রাজিল।

* পাট উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : বাংলাদেশ।

* চিনাবাদাম উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে : ভারত।

* সোয়াবিন উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে  : আমেরিকা যুক্তরাষ্ট্র।

* রাবার উৎপাদনে বিশ্বে প্রথম : ব্রাজিল।

* লৌহ ও ইস্পাত উৎপাদনে বিশ্বে প্রথম : চীন।

* গাড়ি উৎপাদনে বিশ্বে প্রথ আমেরিকা যুক্তরাষ্ট্র।

* দ্বি চক্র যান  উৎপাদনে বিশ্বে প্রথম : চীন।

* দুধ উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* মহিষের সংখ্যাই উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* কার্পাস বস্ত্র উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* নারকেল উৎপাদনে বিশ্বে প্রথম : ফিলিপাইন ।

* কলা উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* আম উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* কাজুবাদাম উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* আঙ্গুর উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* কাজু উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* ফুলকপি উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* বেগুন উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* রেডিমেড পোশাক উৎপাদনে বিশ্বে প্রথম : জাপান

* পাটজাত দ্রব্য উৎপাদনে বিশ্বে প্রথম : ভারত।

* কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম : চীন।

* খবরের কাগজ উৎপাদনে বিশ্বে প্রথম : কানাডা।








Comments

Post a Comment

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর