KNOWS ABOUT INDIA (ভারতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য) H.S Geography


                      🇮🇳INDIA🇮🇳


* India শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ "indoi" থেকে।

*ভারতের বিস্তৃতি: ভারতের উত্তরে কাশ্মীরের উত্তরতম সীমা থেকে দক্ষিনে মূল ভূখণ্ডের দক্ষিনতম সীমা কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তার হল 3214 km ও গুজরাটের কচ্ছের রন থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত পূর্ব-পশ্চিমে বিস্তৃতি হলো  2933 km

*ভারতের আয়তন হলো : 3287263 বর্গ কিমি।
(আয়তনে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ)

* ভারতের সীমানা : উত্তরে হিমালয় ও চীন, দক্ষিনে ভারত মহাসাগর ও শ্রীলংকা,পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর এবং পূর্বে মায়ানমার বাংলাদেশ ও বঙ্গোপসাগর।
*ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৫ ই আগস্ট।

*ভারতবর্ষের অপর নাম গুলি হলো ইন্ডিয়া, হিন্দুস্থান ।

*ক্ষেত্রফল অনুযাযী ভারতের স্থান বিশ্বে সপ্তম।

* Geographical Location: 68°7’E থেকে 97°25’ E এবং8°4' N থেকে 37°6' N.
       
*ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র গুলি হলো : পাকিস্তান, চিন,নেপাল,ভুটান,শ্রীলঙ্কা,বাংলাদেশ,মায়ানমার।

*ভারতের রাজধানী হলো : নিউ দিল্লি ।

*ভারতের সব থেকে বড় শহর হলো : মুম্বাই।

*ভারতের বসবাসকারী মানুষেরা ভারতীয় (INDIAN)নামে পরিচিত।

*ভারতের প্রধান ভাষা : হিন্দি।

*ভারতের মুদ্রার নাম : Rupee.

*ভারতের মত রাজ্যের সংখ্যা :28

*ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হলো : 8 টি।

*ভারতের বৃহত্তর রাজ্য: রাজস্থান।

*ভারতের ক্ষুদ্রতম রাজ্য : গোয়া।

*ভারতের নবীনতম রাজ্য : তেলেঙ্গানা।

*ভারতের সর্বোচ্চ শৃঙ্গ : Godwin- Austin (K2).(8611 মিটার 2 nd highest peak in the world).

*ভারতের প্রধান নদী : গঙ্গা (2525 km)।

*ভারতের বৃহত্তম হ্রদ : উলার হ্রদ ( মিষ্টি জলের হ্রদ )।

*ভারতের জনসংখ্যা : 121 কোটি 1 লক্ষ 95 হাজার 422 জন (2011 সালের আদম সুমারি অনুযাযী)।

*ভারতের জনঘণত্ব : 382 জন / বর্গ কিলোমিটার।(২০১১ আদমশুমারি).

*ভারতের মানুষ জমির অনুপাত : 432.21জন /বর্গ কিমি।

*জনসংখ্যার পরিমাণ অনুসারে ভারতের স্থান বিশ্বে : দ্বিতীয় ।

*ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য হলো :বিহার ( 2011সালের আদম সুমারি অনুসারে)

*ভারতের সর্বাধিক জনসংখ্যা পূর্ণ রাজ্য : উত্তরপ্রদেশ।

* ভারতের পুরুষের তুলনায় নারির সংখ্যা বেশি : কেরালা রাজ্যে।

ভারতের পুরুষের তুলনায় নারির সংখ্যা কম: হরিয়ানাতে ।

*ভারতের জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার : 1.76%.

*ভারতের সবচেয়ে কম জনসংখ্যা পূর্ণ রাজ্য: সিকিম।

*ভারতের সবচেয়ে কম জনঘনোত্ব পূর্ণ রাজ্য : অরুণাচল প্রদেশ।

*ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক : NH7 (3745 km).

*ক্ষুদ্রতম জাতীয় সরক : NH 47 ( 6 km).

*বর্তমানে ভারতের মোট জাতীয় সড়কে র দৈর্ঘ্য : 10548 km.

*ভারতের সর্বো উত্তর রেলস্টেশন : বরাসুলা ( কাশ্মীর)

* ভারতের সর্ব দক্ষিণ রেলস্টেশন : কন্যাকুমারীকা।

* ভারতের সর্ব পূর্ব রেলস্টেশন : লেডো।

* হিমালয় পর্বত শৃঙ্গে র মধ্যে 7 টি ভারতের অবস্থিত।

* ওড়িশার চিলকা হ্রদ হলো ভারতের বৃহত্তম হ্রদ।

* ভারত কে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়।

* ভারতের তথা বিশ্বের সর্বাধিক বৃষ্টি বহুল স্থান হলো : মৌসিনরাম ।

* ভারতের একমাত্র মরুভূমির নাম হলো : থর ।

* ভারতের সরকারি ভাবে স্বীকৃত ভাষার সংখ্যা হলো : 22 টি।

* ভারতের সাক্ষরতার হার : 78.04%

* 1968 খ্রিস্টাব্দে ভারতের সবুজ বিপ্লব ঘটে।

* ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র ওড়িশার পুষায় অবস্থিত।











Comments

Post a Comment

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর