(👩‍👩‍👧‍👦👨‍👨‍👦‍👦 POPULATION বা জনসংখ্যা👩‍👩‍👧‍👦👨‍👨‍👦‍👦 )

 INDIAN & WORLD🌍POPULATION 👩‍👩‍👧‍👦2021)




1. সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল___:-121 কোটি এক লক্ষ 99 হাজার 422 জন।

2. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত জন?___:- 382 জন প্রতি বর্গ কিমি।

4 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?___:- প্উত্তর প্রদেশ(19,98,12,341জন)

5. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি?___:- সিকিম।(6,10,577 জন)

6 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?___:-বিহার।(1102 প্রতি বর্গ কিমি)

7. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি___:-অরুণাচল প্রদেশ।(১৭ জন/বর্গ কিমি).

8 বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? According to census 2011)___:-1.76%

9.ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সর্বাধিক জনবহুল অঞ্চল কোনটি___:-দিল্লি।(16,349,831 জন)

10.ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সবচেয়ে কম জনবহুল অঞ্চল কোনটি___:-লাক্ষা দ্বীপপুঞ্জ।

11..ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে  জনঘনত্ব সবচেয়ে বেশি কোনটির?___:-দিল্লি।

12.ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ অঞ্চল কোনটি?___:-লাক্ষা দ্বীপপুঞ্জ।

13. ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে?___:-1871

14. ভারতে জনগণনা বা আদমশুমারি বা সেন্সাস শেষ কবে হয়েছিল?___:-2011

15. ভারতে বর্তমান সময় পর্যন্ত মোট কতগুলি জনগণনা হয়েছে?___:-15 টি।

16.জনসংখ্যার পরিমাণ এর ভিত্তিতে ভারতের স্থান পৃথিবীতে কত নম্বর?___:-দ্বিতীয়।

17. ভারতে বয়স লিঙ্গ অনুপাত কত?___: প্রতি 1000 জন পুরুষ 940 জন নারী।

18. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে "মানুষ- জমি" অনুপাত কত জন?___:- 428 জন প্রতি বর্গ কিমি।

19.আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত জন?___:-1029 জন প্রতি বর্গ কিমি।

20. 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ কত নম্বর স্থানে রয়েছে?___:-চতুর্থ

21. বর্তমানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার কত (২০২০-২০২১)?

___:-1.03%,

22. বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা কত?

Ans.7.9 billion.

23. পৃথিবীর সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি?___:-এশিয়া 


24. এশিয়া মহাদেশের সবথেকে জনবহুল দেশ কোনটি?(2021) ___:-চীন

25. এশিয়া মহাদেশের সবচেয়ে কম জনবহুল দেশ কোনটি?2021 ____:- মালদ্বীপ( 345,000 জন).


26.মহাদেশের সবচেয়ে জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি? (2021) ___:-ম্যাকাও (21,645 জন প্রতি বর্গ কিমি)

27.এশিয়া মহাদেশের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?___:-মঙ্গোলিয়া

28.কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি?(2021)___:- আফ্রিকা (2.5%)


29. আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?___:-নাইজেরিয়া 

30.আফ্রিকা মহাদেশের সবচেয়ে কম জনবহুল দেশ কোনটি?___:-সিসিলিস(Seychelles)

31.মহাদেশের সবচেয়ে জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?___:- মরিশাস

32.আফ্রিকা মহাদেশের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?___:-নামিবিয়া।

33. ইউরোপ মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?___:রাশিয়া।

34. ইউরোপ মহাদেশের সবচেয়ে কম জনবহুল দেশ কোনটি?___:-ভাটিকান সিটি

35.ইউরোপ মহাদেশের সবচেয়ে বেশি জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?___:- 


36.ইউরোপ মহাদেশের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?___:-আইসল্যান্ড

37. দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?___:-ব্রাজিল

38. দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে কম জনবহুল দেশ কোনটি?__:-সুরিনাম (Suriname)।

39. দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বেশি জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?___:-ইকুয়েডর

40. দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?___:-ফকল্যান্ড আইল্যান্ড।

41. উত্তর আমেরিকা মহাদেশে সর্বাধিক জনবহুল দেশ কোনটি?___:-ইউনাইটেড স্টেট অফ আমেরিকা।

42.পৃথিবীর সবচেয়ে জনঘনত্ব পূর্ণ দেশ হলো কোনটি?___:-মোনাকো

43. পৃথিবীর সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?___:-গ্রিনল্যান্ড.

44." SEX RATIO" সবথেকে বেশি ভারতবর্ষের কোন রাজ্যে?___:-কেরালা(1084 females par 1000 males).

45. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের " SEX RATIO"  সবচেয়ে কম কোন রাজ্যে?___:-হরিয়ানা (861 females per 1000 males)

46. ভারতের কোন মেগাসিটির জনসংখ্যা সবচেয়ে বেশি?__:-মুম্বাই

47. কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশনের প্রবক্তা কে?___:-এডউইন ক্যানন

48. জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রবক্তা কে?___:-ওয়ার্নার থম্পসন

49. ভারতের জনগণনার জনক কে?___:-ডব্লু.ডব্লু হান্টার

50." শূন্য বা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি" দেখা যায় নিচের কোন দেশটিতে?___:- সুইজারল্যান্ড



























Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert