Population World population & Indian population Top 100 MCQ (জনসংখ্যা ) H.S Geography & B.A, B.Sc Geography & Competitive exams


  (👩‍👩‍👧‍👦👨‍👨‍👦‍👦 POPULATION বা জনসংখ্যা👩‍👩‍👧‍👦👨‍👨‍👦‍👦 )

 INDIAN & WORLD🌍POPULATION 👩‍👩‍👧‍👦2021)

Written By

                FIROJ MALLICK




1. সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল?

A.121 কোটি এক লক্ষ 99 হাজার 422 জন.

B.120 কোটি 4 লক্ষ্য 97 হাজার 525 জন.

C.123 কোটি 95 হাজার চারশ জন.

D.125 কোটি 96 হাজার 222 জন.

2. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত জন?

A.382 জন প্রতি বর্গ কিমি.

B.380 জন প্রতি বর্গ কিমি. 

C.422 জন প্রতি বর্গ কিমি. 

D.527 জন প্রতি বর্গ কিমি.


3. 2011সালের আদম শুমারি অনুযায়ী ভারতের "মানুষ - জমি অনুপাত " কত?

A.382 জন প্রতি বর্গ কিমি.

B.380 জন প্রতি বর্গ কিমি. 

C.428 জন প্রতি বর্গ কিমি. 

D.527 জন প্রতি বর্গ কিমি.

4 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?

A.বিহার। 

B. উত্তর প্রদেশ।(19,98,12,341জন)

C.মধ্যপ্রদেশ।

D.পশ্চিমবঙ্গ।

5. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি?

 A.অরুণাচলপ্রদেশ। 

B.মনিপুর।

C.গোয়া।

D. সিকিম।(6,10,577 জন)

6 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি? 

A. বিহার।(1102 প্রতি বর্গ কিমি)

B.ঝাড়খণ্ড। 

C.পশ্চিমবঙ্গ। 

D.রাজস্থান।

7. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?

A.মিজোরাম। 

B.সিকিম। 

C.গোয়া। 

D.অরুণাচল প্রদেশ।(১৭ জন/বর্গ কিমি).

8 বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? According to census 2011)

A.1.70%

B.1.76%

C.1.80%

D.1.90%

9.ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সর্বাধিক জনবহুল অঞ্চল কোনটি?

A.চণ্ডীগড়।

B.লাদাখ।

C.দিল্লি।(16,349,831 জন)

D.পুদুচেরি।

10.ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সবচেয়ে কম জনবহুল অঞ্চল কোনটি?

A. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।

B. লাক্ষা দ্বীপপুঞ্জ।

C. পুদুচেরি।

D. দমন ও ডিউ।

11..ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে  জনঘনত্ব সবচেয়ে বেশি কোনটির?

A.চণ্ডীগড়।

B.লাদাখ।

C.দিল্লি।

D.পুদুচেরি।

12.ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ অঞ্চল কোনটি?

A. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।(46 জন প্রতি বর্গ কিমি)

B. লাক্ষা দ্বীপপুঞ্জ।

C. পুদুচেরি।

D. দমন ও ডিউ।

13. ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে?

A.1851

B.1861

C.1871

D.1881

14. ভারতে জনগণনা বা আদমশুমারি বা সেন্সাস শেষ কবে হয়েছিল?

A.2001

B.2011

C.2015

D.2021

15. ভারতে বর্তমান সময় পর্যন্ত মোট কতগুলি জনগণনা হয়েছে?

A.12 টি।

B.13 টি।

C.14 টি।

D.15 টি।

16.জনসংখ্যার পরিমাণ এর ভিত্তিতে ভারতের স্থান পৃথিবীতে কত নম্বর?

A. প্রথম।

B.দ্বিতীয়।

C.তৃতীয়।

D. চতুর্থ।

17. ভারতে বয়স লিঙ্গ অনুপাত কত?

A. প্রতি 1000 জন পুরুষ 940 জন নারী।

B.প্রতি 1000 জন পুরুষ 950 জন নারী।

C.প্রতি 1000 জন পুরুষ 960 জন নারী।

D.প্রতি 1000 জন পুরুষ 960 জন নারী।

18. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে "মানুষ- জমি" অনুপাত কত জন?

A. 382 জন প্রতি বর্গ কিমি।

B. 428 জন প্রতি বর্গ কিমি।

C. 442 জন প্রতি বর্গ কিমি।

D. 452 জন প্রতি বর্গ কিমি।

19.আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত জন?

A. 1000 জন প্রতি বর্গ কিমি।

B. 1029 জন প্রতি বর্গ কিমি।

C. 1050 জন প্রতি বর্গ কিমি।

D.1120 জন প্রতি বর্গ কিমি।

20. 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গ কত নম্বর স্থানে রয়েছে?

A. প্রথম।

B. দ্বিতীয়।

C. তৃতীয়।

D. চতুর্থ।

21. বর্তমানে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির হার কত (২০২০-২০২১)?

A.1.03%,

B 1.5%,

C.2.0%,

D.2.3%,

22. বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যা কত?

Ans.7.9 billion.

23. পৃথিবীর সবচেয়ে জনবহুল মহাদেশ কোনটি?

A.এশিয়া 

B.আফ্রিকা 

C.উত্তর আমেরিকা 

D.ইউরোপ

24. এশিয়া মহাদেশের সবথেকে জনবহুল দেশ কোনটি?(2021)

A.ভারত 

B.ইন্দোনেশিয়া 

Cপাকিস্তান 

D.চীন

25. এশিয়া মহাদেশের সবচেয়ে কম জনবহুল দেশ কোনটি?2021

A.কাতার 

B.বাহরাইন 

C.মালদ্বীপ( 345,000 জন).

D.জাপান

26.মহাদেশের সবচেয়ে জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি? (2021)

A.সিঙ্গাপুর 

B.বাংলাদেশ 

C.হংকং 

D.ম্যাকাও (21,645 জন প্রতি বর্গ কিমি)

27.এশিয়া মহাদেশের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?

A.আফগানিস্তান 

B.ইরান 

C.বাহারিন 

D.মঙ্গোলিয়া

28. মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি?(2021)

A.এশিয়া 

B.ইউরোপ 

C.আফ্রিকা (2.5%)

D.দক্ষিণ আমেরিকা

29. আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

A.ইজিপ্ট 

B.নাইজেরিয়া 

C.কঙ্গো 

D.সাউথ আফ্রিকা

30.আফ্রিকা মহাদেশের সবচেয়ে কম জনবহুল দেশ কোনটি?

A.সেনেগাল 

B.কঙ্গো 

C.ঘানা 

D.সিসিলিস(Seychelles)

31.মহাদেশের সবচেয়ে জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি? 

A. নাইজেরিয়া 

B.মিশর 

C.ইথিওপিয়া 

D.মরিশাস

32.আফ্রিকা মহাদেশের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?

A.নামিবিয়া 

B.লিবিয়া 

C.মালি 

D.নাইজার

33. ইউরোপ মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

A.রাশিয়া 

B.তুর্কি 

C.জার্মানি 

D.ফ্রান্স

34. ইউরোপ মহাদেশের সবচেয়ে কম জনবহুল দেশ কোনটি?

A.মোনাকো 

B.আইসল্যান্ড 

C.মালটা 

D.ভাটিকান সিটি

35.ইউরোপ মহাদেশের সবচেয়ে বেশি জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?

Aমোনাকো 

B.মালটা 

C.তুর্কি 

D.ইংল্যান্ড

36.ইউরোপ মহাদেশের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?

A.আইসল্যান্ড 

B.ভাটিকান 

C.সিটি স্পেন  

D.পর্তুগাল

37. দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

A.আর্জেন্টিনা 

B.মেক্সিকো 

C.ব্রাজিল 

D.ভেনিজুয়েলা

38. দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে কম জনবহুল দেশ কোনটি?

A.উরুগুয়ে 

B.বলিভিয়া 

C.সুরিনাম (Suriname.

D.গুয়ানা

39. দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বেশি জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?

A.ব্রাজিল 

B.ভেনিজুয়েলা 

C.ইকুয়েডর 

D.চিলি

40. দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?

A.বলিভিয়া 

B.গুয়ানা 

C.ফকল্যান্ড আইল্যান্ড 

D.সুরিনাম

41. উত্তর আমেরিকা মহাদেশে সর্বাধিক জনবহুল দেশ কোনটি?

A.ইউনাইটেড স্টেট অফ আমেরিকা 

B.কানাডা 

C.মেক্সিকো 

D.জামাইকা

42.পৃথিবীর সবচেয়ে জনঘনত্ব পূর্ণ দেশ হলো কোনটি?

A.বাংলাদেশ 

B.মোনাকো 

C.চীন 

D.ভারত

43. পৃথিবীর সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ দেশ কোনটি?

A.মঙ্গোলিয়া 

B.ফকল্যান্ড 

C.আইল্যান্ড ভাটিকান সিটি 

D.গ্রিনল্যান্ড.

44." SEX RATIO" সবথেকে বেশি ভারতবর্ষের কোন রাজ্যে?

A. মহারাষ্ট্র 

B.তামিলনাড়ু 

C.কেরালা(1084 females par 1000 males)

D.গুজরাট

45. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের " SEX RATIO"  সবচেয়ে কম কোন রাজ্যে?

A.উত্তর প্রদেশ 

B.হরিয়ানা (861 females per 1000 males)

C.পাঞ্জাব 

D.বিহার

46. ভারতের কোন মেগাসিটির জনসংখ্যা সবচেয়ে বেশি?

A.দিল্লী 

B.মুম্বাই 

C.বেঙ্গালুরু 

D.কলকাতা

47. কাম্য জনসংখ্যা বা অপটিমাম পপুলেশনের প্রবক্তা কে?

A.এডউইন ক্যানন

B. ডব্লু.ডব্লু হান্টার

C. ওয়ার্নার থম্পসন

D. প্যাট্রিক গেডেস

48. জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রবক্তা কে?

A.এডউইন ক্যানন

B. ডব্লু.ডব্লু হান্টার

C. ওয়ার্নার থম্পসন

D. প্যাট্রিক গেডেস

49. ভারতের জনগণনার জনক কে?

A.এডউইন ক্যানন

B. ডব্লু.ডব্লু হান্টার

C. ওয়ার্নার থম্পসন

D. প্যাট্রিক গেডেস

50." শূন্য বা স্থিতিশীল জনসংখ্যা বৃদ্ধি" দেখা যায় নিচের কোন দেশটিতে?

A. বাজিল

B. সুইজারল্যান্ড

C. পাকিস্তান

D. ইন্দোনেশিয়া

















/>







Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর