HS Geography শাস্ত্র রূপে ভূগোল (প্রথম অধ্যায়, একাদশ শ্রেণী) Geography As a Discipline

            প্রথম অধ্যায় 

        (শাস্ত্র রূপে ভূগোল)

    Written By:-

        FIROJ MALLICK

 


1. ভূগােলের জনক:- এরাটোসথেনিস

2. ভূগোলের প্রকৃত জনক:- হ্যাকাটিয়াস । 

3.আধুনিক ভূগােলের জনক:-  আলেকজান্ডার ভন হামবোল্ড

 4.ভারতীয় ভূগােলের জনকঃ- ডঃ শিবপ্রসাদ চট্টোপাধ্যায়

5. ভূতত্ত্ববিদ্যার জনক :- টলেমি । 

6.ভূমিরূপবিদ্যার জনক :- জেমস্ হাটন । 

7.সমুদ্রবিদ্যার জনক :- পসিডােনিয়াস । 

8.জীব ভূগােলের জনক:-  আলফ্রেড রাসেল ওয়ালেস

9.সাংস্কৃতিক ভূগােলের জনক:-  কার্ল - ও - শয়ার ।  

10.সামাজিক ভূগােলের জনক :- ডেমােল্যা

 11.মানচিত্র অঙ্কনবিদ্যার জনক :-  অ্যানাক্সিমিন্ডার । 

12. রাজনৈতিক ভূগােলের জনক :-  ফ্রেডরিক র্যাটজেল

 13.মানবীয় ভূগােলের জনক :- ভিদাল দে লা ব্লাশ

14.আঞ্চলিক ভূগােলের জনক : কার্ল রিটার

 15.প্রণালীবদ্ধ ভূগােলের জনক : আলেকজান্ডার ভন হামবােল্ট ।  

16.মানবীয় বাস্তুসংস্থানের জনক : হেনরি থােরেও

17. "KOSMOS" গ্রন্থ টির লেখক :- আলেকজান্ডার ভন হামবোল্ড

18. "ERDKUNDE" গ্রন্থটির লেখক :- কার্ল রিটার

19. "জিওগ্রাফিয়া" বইটির লেখক :- এরাটোস্থেনিস

20. "জিওগ্রাফিকা" বইটির লেখক হলেন :- স্ট্রাবো

21. "ম্যান এন্ড নেচার" বইটির লেখক হলেন :- জি.পি মার্স

22. "ইকোলজি" বইটির লেখক হলেন :- এ.জি.ট্যান্সলে

23. "মহাভাষ্য" বইটির লেখক হলেন :- পতঞ্জলি

24. "অষ্টাধ্যায়ী" বইটির লেখক হলেন :- পাণিনি

25. "কিতাব-উল-হিন্দ" বইটির লেখক হলেন :- আল-বিরুনী

26. "অরিজিন অফ স্পিসিস" বইটি লেখক হলেন :- চার্লস ডারউইন

27. "Dictionary of geography" বইটির লেখক হলেন :- "ডাডলে স্ট্যাম্প"।

28."আলমাগাস্ট" বইটির লেখক হলেন:- টলেমি

29. "Geography is the study of Earth" উক্তিটি করেছেন :- ইমানুয়েল কান্ট

30."Geography is the science related nature.... in it are studied and described all things found on earth"উক্তিটি করেছেন :- আলেকজান্ডার ভন হামবোল্ড

31. "ভূগোল হল বিজ্ঞানের সেই বিভাগ যা সমগ্র পৃথিবীর যাবতীয় রূপ, দৃশ্যমান ঘটনাবলী এবং সম্বন্ধ সমূহকে একটি স্বতন্ত্র একক গ্রুপে অনুসন্ধান করে এবং মানুষ ও মানুষের স্রষ্টার সঙ্গে এই সার্বিক ঐক্যের সম্বন্ধে দেখায়" উক্তিটি কার :- কার্ল রিটার

32."ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান" উক্তিটি :- এমরিস জোন্স

33. ভূগোলে "স্থান বা Space" শব্দটি প্রথম কে ব্যবহার করেন? :- এমরিস জোন্স

34."আঞ্চলিক ভূগোল বা রিজিওনাল জিওগ্রাফির" স্রষ্টা হলেন :- কার্ল রিটার

35. "প্রণালীবদ্ধ বা সিস্টেমেটিক জিওগ্রাফি" র স্রষ্টা হলেন :- আলেকজান্ডার ভন হামবোল্ড

36.ভূপর্যবেক্ষণ ব্যবস্থা ( Global Positioning Systern - GPS ) :- মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের যে - কোনাে স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয় করে অবস্থান নির্দেশের সহজ ও সরল পদ্ধতিকে GPS বলে । যুক্তরাষ্ট্র ২৪ টি উপগ্রহ প্রেরণ করে এই ব্যবস্থা চালু করেছে । 

37. দূরসংবেদন ( Remote Sensing - RS ):-যে কোনো  লক্ষ্যবস্তুর সঙ্গে কোনাে রকম ভৌত সংযােগ ছাড়াই দূর থেকে বস্তুটি সম্পর্কে তথ্য সংগ্রহ করার ব্যবস্থাকে Rs বলে । বিমান অথবা কৃত্রিম উপগ্রহের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করে তথ্য সংগ্রহ করা হয় ।

38. ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা ( Geographical Information Systern - GIS ) :- যে কম্পিউটার ভিত্তিক পদ্ধতির সাহায্যে বিভিন্ন বস্তু ও ঘটনার ভৌগােলিক অবস্থান নির্ভর তথ্য সংগ্রহ , সংরক্ষণ , বিশ্লেষণ , ব্যবস্থাপনা ও পরীক্ষা - নিরীক্ষা করা হয় এবং শেষে ফলাফল পাওয়া যায় ,তাকে GIS বলে ।

39. ভূগোল হল "মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বিবরণ" উক্তিটি হল :- এরাটোস্থেনিস এর।

40. মৃত্তিকা ভূগোলের একজন প্রবক্তা হলেন :- ডকুচেভ

41. ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি হল :- পরিবর্তনশীল

42. ভূগোলের মধ্যে মানচিত্রায়ন এর পদ্ধতিকে বলা হয় :- কার্টোগ্রাফি

43. প্রণালীবদ্ধ ভূগোল ও আঞ্চলিক ভূগোলের মধ্যে সর্বপ্রথম পার্থক্য লক্ষ্য করেন :- ভ্যারেনিয়াস

44. চিত্রিত পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম কারা প্রস্তুত করেছিলেন? :- গ্রীকরা

45. কোন বিখ্যাত ভৌগোলিক পৃথিবীর বিভিন্ন বিষয়ের গণনা অবস্থান নির্ণয় করেছিলেন? :- থেলেস

46.কোন ভৌগলিক সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র স্কেল অনুযায়ী আঁখেন ? :- অ্যানাক্সিমিন্ডার

47. শব্দ নীতির সাহয্যে কে নিরক্ষরেখার দৈর্ঘ্য মাপেন?:- এরাটোসস্থেনিস

48. ভারতের মানচিত্র অঙ্কন করেন:- টলেমি

49. "নব্য নিয়ন্ত্রণবাদের" প্রবক্তা :- গ্রিফিথ টেলর

50. জলবায়ুগত নিয়ন্ত্রণে বাদের জনক বলা হয়:- এডওয়ার্ড হান্টিংটন কে।

51. "সম্ভাবনাবাদের" জনক হলেন :- ভিদাল-দা-লা ব্লাস

52. "পরিবেশগত নিয়ন্ত্রণবাদ" এর জনক হলেন:- এডমন্ড ডোঁমেলা

53. কে প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন ? :- হেরোডোটাস

54. জলবায়ু বিদ্যা কোন শাস্ত্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত? :- আবহবিদ্যা বা Meteorology










Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর