Madhyamik Life Science suggestions

 

জীবন বিজ্ঞান 


৪.১.মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো—(ক) কোরয়েড,(খ) লেন্স,(গ) কর্নিয়া অথবা,(ঘ) ভিট্রিয়াস হিউমর(3+2=5)

৪.২.প্রাণীকোশের মাইটোসিস কোশবিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো(ক) সেন্ট্রোমিয়ার (খ) অপত্য ক্রোমোজোম (গ) মেরু অঞ্চল (ঘ) বেমতত্ত্ব   3+2=5

৪.২. কোশবিভাজনের নিম্নলিখিত তিনটি তাৎপর্য ব্যাখ্যা করো-বৃদ্ধি ,ক্ষয়পূরণ,প্রজনন

অথবা,জীবজগতে মিয়োসিস কোশবিভাজনের সংঘটনস্থানগুলো সারণির সাহায্যে লেখো।

or মাইক্রোপ্রপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো—জনিতৃ জীবের সংখ্যা,কোশ বিভাজন,ভেদ বা প্রকরণের উৎপত্তি   ২+৩=৫

৪.৩ বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংগে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ণ ঘটালে দ্বিতীয় অপত্য বংশে সৃষ্ট অপত্যগুলোর ফিনোটাইপ অনুপাত চেকারবোর্ডের সাহায্যে দেখাও। “সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই মুখ্য”-একটি চেকারবোর্ডের সাহায্যে বক্তব্যটির সত্যতা যাচাই করো। 3+2=5

or মেন্ডেলের সাফল্যের তিনটি কারণ লেখো। উপযুক্ত উদাহরণসহ ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো।3+2=5

৪.৪. জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইন-এর মতবাদ ব্যাখ্যা করো। ‘হট ডাইলিউট স্যুপ' কী?

or একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলির ক্রমটি নির্মাণ করো। শিম্পাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও।

৪.৫. ভাসমান ক্ষুদ্র কণা প্রশ্বাসের মাধ্যমে শ্বাসনালীতে প্রবেশ করলে সৃষ্টি হতে পারে এমন দুটি ব্যাধির একটি করে উপসর্গ লেখো। কৃষিক্ষেত্রের বর্জ্য জলাশয়ে মিশলে যে যে ঘটনাগুলো ঘটে তার ক্রম নির্মাণ করো।

or জীববৈচিত্র্য হ্রাসের একটি অন্যতম কারণ হলো চোরাশিকার—এর ফলে যে সকল বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে তাদের যে কোনো তিনটির একটি তালিকা তৈরি করো। জীববৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতিগুলো একটি সারণির সাহায্যে দেখাও ।

৪.৬. সুন্দরবনের তিনটি পরিবেশগত সমস্যা হলো-• খাদ্য-খাদকের সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত • নগরায়নের জন্য লবণাম্বু উদ্ভিদ ধ্বংস • সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি।

or সমস্যা তিনটির সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করো। ভারত ও ভারতের বাইরে ভৌগোলিক অঞ্চলে ব্যাপ্ত এমন একটি জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান ও ওই হটস্পটের একটি বিপন্ন জীবের নাম লেখো।


অথবা


শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে যে সমস্যা সৃষ্টি হতে পারে তার দুটি বিশ্লেষণ করো।




 2017

৪.১ একটি আদর্শ নিউরোনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:a) অ্যাক্সন,(b) ডেনড্রন(c) মায়োলিন আবরণী,(d) স্বোয়ান কোশ ৩+২=৫

Or একটি আদর্শ ইউক্যারিওটিক কোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো:(a) ক্রোমাটিড(b) সেন্ট্রোমিয়ার(c) নিউক্লিওলার অরগানাইজার(d) টেলোমিয়ার ৩+২ = ৫

৪.২ উদ্ভিদকোশ ও প্রাণীকোশের সাইটোকাইনেসিসের মধ্যে দুটি পার্থক্য লেখো। উদ্ভিদ দেহে মাইটোসিস কোশ বিভাজন ঘটে এমন তিনটি দেহাংশের নাম লেখো।

Or অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো:২+৩=৫•জনিতু জীবের সংখ্যা •গ্যামেট উৎপাদন •অপত্য জনুর প্রকৃতি,উদাহরণসহ অযৌন জননের দুটি পদ্ধতির নাম লেখো।৩+২ = ৫

৪.৩ অনেক সময় দেখা যায় যে, বাবা ও মা উভয়েই স্বাভাবিক। কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে। এটি কীভাবে সম্ভব হয়,তা একটি চেকার বোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো।

Or থ্যালাসেমিয়া রোগে মানবদেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? বংশগত রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং-এর ভূমিকা কী?৩+২ = ৫

৪.৪ ডারউইনের মতবাদ অনুসারে কীভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ৫

0r'হট ডাইলিউট স্যুপ' ও 'কোয়াসারভেট' কী? সুন্দরীগাছের লবণ সহনের তিনটি অভিযোজন উল্লেখ করো।২+৩ = ৫

৪.৫ বায়ুদূষক রূপে গ্রিনহাউস গ্যাসসমূহ ও SPM-এর একটি করে উৎসের নাম লেখো। পশ্চিমঘাট, শ্রীলঙ্কা এবং পূর্ব হিমালয় হটস্পটে পাওয়া যায় এমন জীববৈচিত্র্যের উদাহরণ দাও।২+৩ = ৫

Or জীববৈচিত্র্যের তিনটি তাৎপর্য লেখো। মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন দুটি উদাহরণ দাও।

৪.৬ নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।৫

Or মানুষের ওপর শব্দদূষণের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। সুন্দরবনের দুটি পরিবেশগত সমস্যা হলো- খাদ্য-খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত ও সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। এর সম্ভাব্য ফলাফলগুলি ব্যাখ্যা করো।2+3 =5

2018


(i) একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো- (a) গ্রাহক, (b) সংজ্ঞাবহ স্নায়ু, (c) স্নায়ুকেন্দ্র, (d) চেষ্টীয় স্নায়ু। 3+2=5


Or একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (a) ক্রোমাটিড, (b) সেন্ট্রোমিয়ার, (c) নিউক্লিওলার অরগানাইজার, (d) টেলোমিয়ার। 3+2=5


(ii) একটি কোশচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে? 3+2=5.


Or একটি ফার্নের জনুক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। "প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে”- এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। 3+2=5


(iii) মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার-এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F2 জনতে যে-কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয়, তাদের জিনোটাইপগলি লেখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চালন সূত্রটি বিবৃত করো। 2+3=5


Or মেন্ডেল মটর গাছের ফুলের যে যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। "বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী"- এই পরীক্ষাগলিতে তার সাফল্যের তিনটি কারণ উল্লেখ করো। কাতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার (RBC) 2+3=5


(iv) উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের ললাহিত রক্তকণিকার (RBC) বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত? খাদ্য সংগ্রহ ও খাদ্য প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও।2+3=5


Or একটি উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যখ্যা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী? 3+2=5


(v) "মানুষের লাগামছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে"- এর স্বপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করা। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বাইয়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। 3+2=5


Or নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও।


(vi) পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যানসার হতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধীক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যর কী কী সমস্যা হতে পারে? 3+2=5


Or সিংহ সংরক্ষণের জন্য ভারতের গির জাতীয় উদ্যানে যে যে ইন সিটু ব্যবস্থা নেওয়া হয়েছে আ উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে? 2+3=5


2019


৪.১ একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো :(ক) গ্রাহক,(খ) সংজ্ঞাবহ স্নায়ু,(গ) স্নায়ুকেন্দ্র,(ঘ) চেষ্টীয় স্নায়ু ৩ +২ = ৫

Or,একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো : (ক) ক্রোমাটিড,(খ) সেন্ট্রোমিয়ার,(গ) নিউক্লিওলার অরগানাইজার,(ঘ) টেলোমিয়ার ৩ +২ = ৫


৪.২ একটি কোশ চক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোশচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কী ঘটতে পারে? ৩ +২ = ৫

Or একটি ফার্নের জনুঃক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। "প্রোফেজ এবং টেলোেফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে" পরিবর্তন লেখো। এরূপ দুটি বিপরীতধর্মী ৩+২ = ৫


৪.৩ মটরগাছের বীজের বর্ণ ও বীজের আকার -এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেণ্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F2 জনুতে যে-কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটরগাছ উৎপন্ন হয়, তাদের জিনোটাইপগুলি লেখো। মেণ্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত করো। ২+৩=৫

Or মেণ্ডেল মটরগাছের ফুলের যে যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। "বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেণ্ডেলের মটরগাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী" -এই পরীক্ষাগুলিতে তাঁর সাফল্যের তিনটি কারণ উল্লেখ করো। 


৪.৪ উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সাথে এদের লোহিত রক্তকণিকার (RBC) বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত? খাদ্যসংগ্রহ ও রোেগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সাথে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও।২+৩=৫


Or,একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী?৩+২=৫


৪.৫ "মানুষের লাগামছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে"- এর স্বপক্ষে তিনটি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও ৩+২=৫

Or নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। ৫


৪.৬ পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে? ৩+২=৫


Or সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে যে ইন-সিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে? ২+৩=৫


2020

৪.১ মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদ -এর একটি পরিচ্ছন্ন চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত কর :ক) কোরয়েড,খ) অপটিক স্নায়ু,গ) আইরিশ,ঘ) পীতবিন্দু


Or একটি প্রাণীকোশের মাইটোসিস কোশ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো :ক) ক্রোমাটিড,খ) সেন্ট্রোমিয়ার,গ) মেরু অঞ্চল,ঘ) বেমতন্ত্র


৪.২ নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিয়োসিস কোশ বিভাজনের মধ্যে পার্থক্য নিরূপণ করো :a) সম্পাদনের স্থান,b) ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি,c) উৎপন্ন কোশের সংখ্যা, মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। ৩+২=৫

Or একটি ইউক্যারিওটিক ক্রোমোেজামের নিম্নলিখিত অংশগুলোর গুরুত্ব ব্যাখ্যা করো :

a) সেন্ট্রোমিয়ার,b) টেলোমিয়ার,*জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কীভাবে কোশবিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। ২+৩=৫


৪.৩ মেন্ডেল দ্বারা নির্বাচিত মটরগাছের তিনজোড়া প্রকট- প্রচ্ছন্ন গুণ সারণির সাহায্যে লেখো। এক-সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো।৩+২=৫

Or একজন বর্ণান্ধ মহিলা, একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাঁদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কীভাবে প্রকাশিত হয় তা একটি ক্রশের মাধ্যমে দেখাও।৩+২=৫


৪.৪ প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও।

Or ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত তিনটি বিষয়ে আলোচনা করো :(a) অধিকহারে হারে বংশবৃদ্ধি,(b) প্রকরণের উদ্ভব,c) প্রাকৃতিক নির্বাচন

'জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন হলো অভিযোজন' -যে কোনো দুটি উদাহরণসহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো৩+২=৫


৪.৫ নিম্নলিখিত দূষকগুলো পরিবেশ ও মানববাস্থ্যের কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো : a) অভঙ্গুর কীটনাশক,b) পরাগরেণু,c) ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার,d) স্বাস্থ্যকেন্দ্রের জীবাণুসমৃদ্ধ আবর্জনা,e) ক্লোরোফ্লুরোকার্বন


Or নিম্নলিখিত ঘটনাগুলোর প্রত্যেকটির সম্ভাব্য কারণ কী হতে পারে তা অনুমান করো :a)নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা,b) জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা,c) কুমিরের সংখ্যা হ্রাস,d) ফুসফুসের বায়ুচলাচল পথে প্রদাহ,e) পরাগমিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস

৪.৬ 'ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরী করেছে'- তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলছে তার একটি ধারণা মানচিত্র নির্মাণ করো,৩+২=৫

Or পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাসভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর সংখ্যাবৃদ্ধি করার জন্য কী কী সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্তসার লেখো। নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো,৩+২=৫

2022

৪.১ একটি নিউরোনের বিজ্ঞানসম্মত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগলো চিহ্নিত করো।ক) অ্যাক্সন,খ) র‍্যানভিয়ারের পর্ব,গ) ডেনড্রন,ঘ) সোয়ান কোশ ৩+২=৫


Or একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অংগসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অংকন করো এবং নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো :ক) ক্রোমাটিড,খ) টেলোমিয়ার, গ) সেন্ট্রোমিয়ার ঘ) নিউক্লিওলার অর্গানাইজার


৪.২ মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিখিত তিন জোড়া হরমোনের কাজের তুলনা করো।• ইনসুলিন ও গ্লুকাগন• ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন • FSH ও LH,পশ্চাৎ মস্তিষ্কের সংগে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের কার্যের সম্পর্ক ব্যাখ্যা করো,৩+২=৫

Or কোনো দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির নিম্নলিখিত শারীরিক কাজগুলো ব্যাহত হলো। কাজগুলোর সংগে সংশ্লিষ্ট মস্তিষ্কের অংশগুলোর নাম লেখো:• বাকশক্তি• ক্ষুধা, তৃষ্ণা ও নিদ্রা• দেহভঙ্গি ও দেহের ভারসাম্য• জিহ্বা সঞ্চালন ও খাদ্য গলাধঃকরণ

হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। ৩+২=৫


৪.৩ কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকাগুলোর একটি তালিকা তৈরি করো। মানবদেহের গ্লুকোজ শোষণ ও বিপাকের ওপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলো কী কী?২+৩=৫

Or দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির নিম্নলিখিত বিষয়ে তিনটি পার্থক্য লেখো:• বস্তুর প্রতিবিম্ব গঠন• দৃষ্টিক্ষেত্র• গভীরতা

সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে নিম্নলিখিত যে কোনো দুটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো – • প্রকৃতি• শর্ত• পূর্ব অভিজ্ঞতা• স্নায়ুপথ২+৩=৫


৪.৪ ফার্ণের জনুক্রম একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। ৫

Or শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি দেখাও। ৫

৪.৫ মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে নিম্নলিখিত তিনটি বিষয়ে পার্থক্য নিরূপণ করো:• সম্পাদনের স্থান• ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি• উৎপন্ন কোশের সংখ্যা

*মিয়োসিস কোশবিভাজন সম্পর্কিত নীচের ঘটনাগুলো ব্যাখ্যা করো:• ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথকিকরণ• ক্রসিং-ওভার

Or উদ্ভিদকোশের সাইটোকাইনেসিস ও প্রাণীকোশের সাইটোকাইনেসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য নিরূপণ করোঃ• পদ্ধতি• সূচনার সময়কাল• গলগি বস্তুর ভূমিকা

জিন, DNA ও ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। ৩+২=৫

৪.৬ নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে বংশগতি সংক্রান্ত ফলাফল কী হতে পারে :• বাবা বা মায়ের এর একজন থ্যালাসেমিক ও অন্যজন থ্যালাসেমিয়ার জিন বাহক• বাবা ও মা উভয়ই থ্যালাসেমিয়ার জিন বাহক থ্যালাসেমিয়ার লক্ষণগুলো কী কী?২+৩=৫

Or মেণ্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত তিনজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণির সাহায্যে দেখাও। মানুষের ক্ষেত্রে লিঙ্গ-নির্ধারণ পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও,৩+২=৫


Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর