HS history suggestions ucchomadhymik itihas suggestions 2024 উচচমাধ্যমিক ইতিহাস সাজেশন 2024

 

*উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন 2024*

      Broad questions :- 5টি 

      (প্রতিটি প্রশ্নের মান:- 8) 



*প্রথম অধ্যায় - অতীত স্মরন* (একটি প্রশ্ন পড়ে)

1. মিথ(উপকথা )ও লিজেন্ড (পুরাকাহিনী) বলতে কী বোঝায়? অতীত বিষয়ে মানুষের ধারনাকে এরা কীভাবে রূপদান করে? 3+5 *(মাধ্যমিক 2015,2018)*

2. জাদুঘর কাকে বলে ? ও প্রকার ভেদ করো । অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো। *( মাধ্যমিক 2016,2019,2022)*

3. পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায় ? অপেশাদার ইতিহাস সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য লেখো। *( মাধ্যমিক 2020,2023)*


*দ্বিতীয় অধ্যায় :- ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার* (একটি প্রশ্ন থাকবে)

1. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের  তত্ব আলোচনা করো *(2015,2017,2019,2020)* 2. উপনিবেশবাদ বলতে কি বোঝায় ? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো । *(2016,2019)*

3. জাতি বিতর্ক ও উপনিবেশিকবাদে ভারতের প্রভাব আলোচনা করো। *(2018)*


*তৃতীয় অধ্যায়:- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি*  (একটি)

1.ক্যান্টন বন্দরের মুখ্য বৈশিষ্ট্য গুলি কী কী? এই বানিজ্যর অবসান কীভাবে হয়েছিল? *(2022)*

2. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল ? এই বন্দোবস্ত এর পেক্ষাপঠ ও সর্ত গুলি লেখো *(2022)*

3. ভারতে অবশিল্পায়নের কারন গুলি কি ছিল ? ভারতের অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো। *(2020)*


*চতুর্থ অধ্যায়:- সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া* (একটি)

1. ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান  *(2019,2023)*

2. ১৮৪২ খ্রীঃ  নানকিং সন্ধির সর্ত গুলি আলোচনা করো। *(2020)*

3. ব্রিটিশ ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের  আন্দোলনের বিবরণ দাও। *(2017,2020)*


*পঞ্চম অধ্যায়:- উপনিবেশিক ভারতের শাসন*

1.১৯৩৫ খ্রীঃ ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও সর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব লেখো। *(2016,2017,2020)*

2. জলিওয়ানবাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল ।এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। *(2016)*

3. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল? *(2018)*


*ষষ্ঠ অধ্যায়:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশ সমূহ* (একটি)

1. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র বসুর অবদান আলোচনা করো। *(2014,2018)* 

2.নৌবিদ্রোহের কারন ও তাৎপর্য লেখো। *(2019)*

3. ১৯৪২ খ্রী ভারত ছাড়ো আন্দোলন আলোচনা করো। *(2020)*


*সপ্তম অধ্যায়:- ঠান্ডা লড়াইয়ের  যুগ* (একটি)

1. হো-চি-মিনের নেতৃত্বে  ভিয়েতনামের মুক্তি যুদ্ধের বিবরণ দাও। *(2015,2022)*

2. কিউবার ক্ষেপ্তনাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও / সুয়েজ সংকট 

*(2015,2016,2017)*

3. ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়। ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক  ভিত্তি ব্যাখা করো। *(2016)*


*অষ্টম অধ্যায়:- অব- উপনিবেশিকরণ* (একটি)

1. বি- উপনিবেশিকরন বলতে  কি বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। *(2017)*

2. বাংলাদেশর মুক্তি যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? *(2015,2018,2023)*

3.সার্কের উদ্ভবের  প্রেক্ষাপট সম্পর্কে  আলোচনা করো । এর উদ্দেশ্য কি? *(2019,2020)*


Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert