"আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে।”- কোন্ পরিস্থিতিতে, কে এই উক্তিটি করে? "আগুন জ্বলছে আমাদের পেটে”-এই উক্তিটির মধ্য দিয়ে কোন্ সমাজবাস্তবতা প্রকাশ পেয়েছে? Class 11 আগুন নাটক

 Q )"আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে।”- কোন্ পরিস্থিতিতে, কে এই উক্তিটি করে? "আগুন জ্বলছে আমাদের পেটে”-এই উক্তিটির মধ্য দিয়ে কোন্ সমাজবাস্তবতা প্রকাশ পেয়েছে? ২+৩ Firoz Mallick 

Ans)  উদ্ধৃত অংশটি ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা পর্বের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা প্রথম নাটক 'আগুন' থেকে নেওয়া হয়েছে।

•প্রসঙ্গ: নাট্যকার বিজন ভট্টাচার্য রচিত 'আগুন' নাটকের পঞ্চম দৃশ্যে একটা রেশনের দোকানের সামনে দেখা যায় অসংখ্য মানুষের ভিড়। চাল-ডাল ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করতে হবে সবাইকে। তাই সবাই উৎকণ্ঠিত ব্যতিব্যস্ত। স্বভাবতই লাইনে দাঁড়ানো মানুষগুলিও সিভিক গার্ড তক্যবিতর্কে জড়িয়ে পড়েন। এরকম পরিস্থিতিতে জনৈক যুবক হন্তদন্ত হয়ে আলোচ্য উক্তিটি করতে করতে এগিয়ে আসে।


••সমাজবাস্তবতার  রূপ:

সমকালীন দুর্ভিক্ষপীড়িত সমাজ: এই নাটকের পটভূমি বাংলায় ১৩৫০ বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ। মনুষ্যসৃষ্ট এই দুর্ভিক্ষে অনাহার আর অপুষ্টিতে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। দরিদ্র মানুষ আরও দরিদ্র হতে থাকে, মধ্যবিত্ত শ্রেণির ঘরেও দুবেলা খাওয়ার অন্ন জোটে না। অথচ দুর্নীতিপরায়ণ, লোভী, হঠাৎ ধনী হয়ে ওঠা মানুষগুলো বহাল তবিয়তে থাকে। তাদের পাশবিকতার জন্যই তো এই দুর্ভিক্ষ। দুর্ভিক্ষে মানুষের মৃত্যুমিছিল দেখে সরকার কিছু কিছু জায়গায় রেশনের মাধ্যমে স্বল্পমূল্যে চাল-ডাল বিক্রি করতে বাধ্য হয়। তবে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। ভোর হতে না হতেই মানুষ লাইনে দাঁড়ায়। তারপরেও যে রেশন পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই।


নাটকের কাহিনিতে সমকালের প্রতিচ্ছবি : 'আগুন'নাটকেও আমরা দেখি প্রথম দৃশ্যে নেত্যর বাবা তার স্ত্রী ও ছেলেকে সকাল সকাল ঘুম থেকে উঠতে বলছে। কলমি শাক, দাঁতন কাঠি বিক্রি করে যা রোজগার হবে তাই দিয়ে কিনতে হবে রেশনের চাল-ডাল। দ্বিতীয় দৃশ্যের কৃষাণ, তৃতীয় দৃশ্যের সতীশ সকলের একই অবস্থা। দারিদ্র্য আর অন্নাভাবে সতীশ ও তার স্ত্রী ক্ষিরির তীব্র বাদানুবাদ হয়,সতীশ ক্রোধে স্ত্রীকে লাথি মারে। চতুর্থ দৃশ্যে অপেক্ষাকৃত মধ্যবিত্ত হরেকৃষ্ণও রেশনের লাইনে দাঁড়ানোর জন্য রওনা হয়। পঞ্চম দৃশ্যে লাইনে মানুষের ঠেলাঠেলি, নাদুসনুদুস দোকানদার, সিভিক গার্ডের খবরদারি, তর্কাতর্কির মাঝে জনৈক যুবকের "আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে” বলে আর্তনাদ সমকালীন সমাজবাস্তবতার প্রত্যক্ষ দলিল হয়ে ওঠে।










Comments

Popular posts from this blog

বঙ্গভঙ্গ - বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখ madhymik history suggestions madhymik history suggestions

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM