"আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে।”- কোন্ পরিস্থিতিতে, কে এই উক্তিটি করে? "আগুন জ্বলছে আমাদের পেটে”-এই উক্তিটির মধ্য দিয়ে কোন্ সমাজবাস্তবতা প্রকাশ পেয়েছে? Class 11 আগুন নাটক
Q ) "আগুন! আগুন জ্বলছে আমাদের পেটে।”- কোন্ পরিস্থিতিতে, কে এই উক্তিটি করে? "আগুন জ্বলছে আমাদের পেটে”-এই উক্তিটির মধ্য দিয়ে কোন্ সমাজবাস্তবতা প্রকাশ পেয়েছে? ২+৩ Firoz Mallick Ans) উদ্ধৃত অংশটি ভারতীয় গণনাট্য সংঘের প্রতিষ্ঠা পর্বের নাট্যকার বিজন ভট্টাচার্যের লেখা প্রথম নাটক 'আগুন' থেকে নেওয়া হয়েছে। •প্রসঙ্গ: নাট্যকার বিজন ভট্টাচার্য রচিত 'আগুন' নাটকের পঞ্চম দৃশ্যে একটা রেশনের দোকানের সামনে দেখা যায় অসংখ্য মানুষের ভিড়। চাল-ডাল ফুরিয়ে যাওয়ার আগেই সংগ্রহ করতে হবে সবাইকে। তাই সবাই উৎকণ্ঠিত ব্যতিব্যস্ত। স্বভাবতই লাইনে দাঁড়ানো মানুষগুলিও সিভিক গার্ড তক্যবিতর্কে জড়িয়ে পড়েন। এরকম পরিস্থিতিতে জনৈক যুবক হন্তদন্ত হয়ে আলোচ্য উক্তিটি করতে করতে এগিয়ে আসে। ••সমাজবাস্তবতার রূপ: সমকালীন দুর্ভিক্ষপীড়িত সমাজ: এই নাটকের পটভূমি বাংলায় ১৩৫০ বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ। মনুষ্যসৃষ্ট এই দুর্ভিক্ষে অনাহার আর অপুষ্টিতে লক্ষাধিক মানুষ প্রাণ হারায়। দরিদ্র মানুষ আরও দরিদ্র হতে থাকে, মধ্যবিত্ত শ্রেণির ঘরেও দুবেলা খাওয়ার অন্ন জোটে না। অথচ দুর্নীতিপরায়ণ, লোভী, হঠাৎ ধনী হয়ে ওঠা মানুষগ...