Posts

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

  বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ  শ্রেণী (1st Sem)        Mock Test Full Marks 30                 FIROZ MALLICK  1. প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য 2. মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই দুই অধ্যায়ের ভিত্তিতে নিচে ৩০টি MCQ (Multiple Choice Questions) প্রশ্ন দেওয়া হলো। ✅ MCQ প্রশ্ন (প্রতিটি প্রশ্নে ৪টি অপশন সহ): প্রথম অধ্যায়: প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য 1. প্রাচীন বাংলায় প্রধানত কোন ভাষায় সাহিত্য রচিত হতো? A. সংস্কৃত B. আরবি C. ফার্সি D. ইংরেজি উত্তর: A 2. পাল যুগে কোন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করে? A. সনাতন B. বৌদ্ধ C. ইসলাম D. খ্রিস্টান উত্তর: B 3. চর্যাপদ কোন যুগের সাহিত্য? A. মধ্যযুগ B. আধুনিক যুগ C. প্রাচীন যুগ D. ঔপনিবেশিক যুগ উত্তর: C 4. চর্যাপদের কবিদের বলা হয় — A. মুনি B. সিদ্ধাচার্য C. পীর D. অচার্য উত্তর: B 5. চর্যাপদের ভাষা কোন রকম? A. চলিত বাংলা B. সংস্কৃত C. প্রাচীন বাংলা D. মৈথিলী উত্তর: C 6. চর্যাপদ আবিষ্কার করেন — A. হরপ্রসাদ শাস্ত্রী B. রবীন্দ্রনাথ ঠাকুর C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় D. ঈশ্বরচন...

প্রাকৃতিক ভূগোল একাদশ শ্রেণী (SEM -1) শাস্ত্র হিসেবে ভূগোল,পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া,আবহাওয়া ও জলবায়ু

  প্রাকৃতিক ভূগোল একাদশ শ্রেণী (SEM -1)                     1st Mock Test              FULL MARKS 30               FIROZ MALLICK 🌍 প্রথম ইউনিট: শাস্ত্র হিসেবে ভূগোল 1. ভূগোল শব্দের অর্থ কী? ক) পৃথিবীর পরিমাপ খ) পৃথিবীর চিত্র গ) পৃথিবীর বর্ণনা ✅ ঘ) পৃথিবীর গঠন 2. ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন— ক) এরাতোস্থেনিস ✅ খ) টলেমি গ) হেকাটিয়াস ঘ) ইবনে বতুতা 3. ভূগোলের প্রাথমিক উদ্দেশ্য কী? ক) ভূমিকম্প ব্যাখ্যা করা খ) ভূতত্ত্ব বোঝা গ) মানব ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করা ✅ ঘ) মানচিত্র আঁকা 4. ভূগোল কত ভাগে বিভক্ত? ক) ২ ভাগ ✅ খ) ৩ ভাগ গ) ৪ ভাগ ঘ) ৫ ভাগ 5. প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হল— ক) বাণিজ্য ভূগোল খ) কৃষি ভূগোল গ) জলবায়ু ভূগোল ✅ ঘ) শিল্প ভূগোল 6. মানব ভূগোল এর শাখা কোনটি নয়? ক) জনসংখ্যা ভূগোল খ) শিল্প ভূগোল গ) ভূমিরূপ ভূগোল ✅ ঘ) পরিবহন ভূগোল 7. ভূগোলের প্রধান বৈশিষ্ট্য— ক) কেবল মানচিত্র অঙ্কন খ) ভূতাত্ত্বিক ব্যাখ্যা গ) স্থানিক বিশ্লেষণ ✅ ঘ) গাণিতিক বিশ্লেষণ 🌐 দ্বিতীয়...

Nature beautiful photos of sunset

Image
 

বিজ্ঞান ও কুসংস্কার মাধ্যমিক বাংলা রচনা HS Bengali madhymik rochona

                   বিজ্ঞান ও কুসংস্কার written by FIROZ MALLICK   •ভূমিকা:- সভ্যতার আদিলগ্ন থেকেই মানুষ বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে দুর্লভের খোঁজ চালিয়েছে।মানুষ এর মাধ্যমেই সভ্যতার ইতিহাসকে গৌরবময় করতে পেরেছে ।আবিষ্কারের এক নেশা তার মধ্যে  প্রতিনিয়ত বয়ে চলেছে ,অজানাকে জানতে তাই প্রতিমুহূর্তে সে নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছে।আর এই সংগ্রামী প্রাণে সমৃদ্ধির সঞ্চার ঘটেছে বিজ্ঞানের জয়যাত্রার মাধ্যমে । আর ঠিক বিজ্ঞানের বিপরীত অবস্থা হল কুসংস্কার। যা মানুষের চেতনা শক্তির অবনমন ঘটায়,মানুষকে হাজার হাজার বছর পিছিয়ে দেয়। বিজ্ঞানের অগ্রগতির পথের বাধা হয়ে দাঁড়ায় এই কুসংস্কার। •কুসংস্কারের ধারণা :- কুসংস্কার হলো মানুষের যুক্তি বিচারহীন অন্ধবিশ্বাস যা প্রাচীনকাল থেকেই মানুষের অন্তরে প্রোথিত হয়ে আছে।এমন অন্ধবিশ্বাস মানুষের অজ্ঞতার কারণে কুসংস্কারে পরিণত হয়েছে । যেমন :- বিজ্ঞানের যুগেও মানুষ অসুখ সারাতে ওষুধ না খেয়ে ঝাঁড়ফুক করে ,ভুত-প্রেত ,ডাইনি ইত্যাদির ভয়ে মরে । •কুসংস্কারের সূচনা বা উৎপত্তি :- এই পৃথিবীতে প্রাণের...

বায়ুমন্ডল HS Geography 1St sem

        Unit 4 - বায়ুমণ্ডল   HS Geography 1St SEM class xi Written by Firoz Mallick   1. ভূপৃষ্ঠের উপরে অদৃশ্য গ্যাসীয় আবরণ হলো- - বায়ুমণ্ডল ।  2. বায়ুমণ্ডলের উচ্চতা- ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 হাজার কিলোমিটার পর্যন্ত।** 3. মানুষ ও জীবজগৎ বেঁচে থাকার জন্য :- বায়ুমণ্ডল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. বায়ুমন্ডলের প্রধান তিনটি উপাদান হলো- গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প ও ধূলিকণা।  5. বায়ুমণ্ডল থাকার ফলে পৃথিবীর গড় উষ্ণতা :- 15 ডিগ্রী সেলসিয়াস বজায় থাকে। 6. বায়ুমণ্ডলের উপাদান গুলির- প্রায় 97 শতাংশ পদার্থ ভূপৃষ্ঠ থেকে 29 কিমির মধ্যে অবস্থান করে।   7. হিলিয়াম, জেনন, আগান প্রভৃতি হল বায়ুমণ্ডলের :- নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ। ৪. কার্বন-ডাই-অক্সাইড :-  বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি কারক প্রধান গ্যাস।***  9. ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস হলো:- ক্লোরোফ্লোরো কার্বন (CFC)। *** 10. টিভি, এসি, ফ্রিজ থেকে- ক্লোরোফ্লোরো কার্বন নির্গত হয়।** 11. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ:- 0 - 4 শতাংশ ।*** 12. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের 90%  :- ভূপৃষ্ঠ থেকে 6 কিমির ম...

ভৌমজল HS Geography

  1. পৃথিবীজুড়ে জলের ভারসাম্য বজায় থাকে জলচক্রের মাধ্যমে। জলচক্রের প্রধান অংশ হল সমুদ্র। 2. জলের চাপ, অভিকর্ষজ টান, প্রভৃতির উপর ভৌমজলের চলন নির্ভর করে। 3. মৃত্তিকার কনাগুলির মধ্যে শূন্যস্থান বা রঞ্জগুলিকে সচ্ছিদ্রতা বলে। এটি উদ্ভিদের বিকাশে সহায়ক। 4. শিলা বা মৃত্তিকার মধ্যে জল প্রবেশের ক্ষমতাকে প্রবেশ্যতা বলে। 5. ভুঅভ্যন্তরীণ যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে বলে অপ্রবেশ্য স্তর। (সংসদ মডেল প্রশ্ন) 6. সচ্ছিদ্র না হলেও প্রবেশ এরকম কিছু শিলার উদাহরণ হল কোয়ার্টজাইট, গ্রানাইট। 7. ভূমির গঠন, ভূমির ঢাল, শিলার প্রবেশ্যতা, বৃষ্টিপাত, উদ্ভিদের অবস্থান প্রভৃতি ভৌমজলের নিয়ন্ত্রক। ৪. ভৌমজলের মূল উৎস হল আবহিক জল বা মিটিওরিক জল (Meteoric water)। (সংসদ মডেল প্রশ্ন) 9. পাললিক শিলা গঠনের সময় কখনো-কখনো জল তার মধ্যে আবদ্ধ জলকে বলে সহজাত জল। [HS-2016] 10. অগ্ন্যুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তা হল উৎস্যন্দ জল [HS-2019, 2022] 11. উৎস্যন্দ জল অতি গভীরে সৃষ্টি হলে তাকে বলে প্লুটনিক জল। (সংসদ মডেল প্রশ্ন, HS-2022) 12 . ভাদোস কথার অর্থ অগভীর স্তর। ক্রিয়েটিক কথার অর্থ কৃত্রিম কূপ...

অগ্ন্যুদগম ও সংশ্লিষ্ট ভূমিরূপ HS GEOGRAPHY CLASS Xi (1St Semester)

  HS GEOGRAPHY CLASS Xi (1St Semester)               অগ্ন্যুদগম ও সংশ্লিষ্ট ভূমিরূপ written by Firoz Mallick 1. ভূ-অভ্যন্তরের গলিত পদার্থ ভুপৃষ্ঠের ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসলে তাকে :- অগ্নুৎপাত বলে। 2. সাধারনত অগ্নুৎপাত হলো এক ধরনের:  অন্তর্জাত শক্তি ও আকস্মিক ভূ-আলোড়ন এর উদাহরণ।  3. ভূআলোড়ন, পাত সঞ্চালন, ভূ-অভ্যন্তরের গ্যাসীয় পদার্থের তারতম্যের কারণে অগ্নুৎপাত সৃষ্টি হয়। 4. ম্যাগমা ভূপৃষ্ঠের যে স্থান দিয়ে বেরিয়ে আসে তাকে বলে আগ্নেয়গিরি , এটি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ।  5. ভূ-অভ্যন্তরে শিলা যে গলিত তরল অবস্থায় থাকে তাকে ম্যাগমা বলে। ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে এলে লাভা বলে।  6.অগ্নুৎপাত জাত বিভিন্ন পদার্থ গুলি তিন প্রকার ( A) গ্যাসীয় পদার্থ (B) তরল পদার্থ এবং (C) কঠিন পদার্থ। 7. আগ্নেয়গিরি থেকে বের হওয়া গ্যাসের মধ্যে প্রায় 60-90% জলীয়বাষ্প। জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক।  8.অগ্ন্যুৎপাতের ফলে জলীয়বাষ্প (উৎস- ভৌমজল ও ম্যাগমার বাষ্প) বেশি বের হয় বলে বৃষ্টি হয়। 9. বিভিন্ন গ্যাস গুলির মধ্যে অগ্ন্যুৎপাতের ফলে কার্বন-...