সাধারণ বিজ্ঞান


* বায়ু এক প্রকার – মিশ্র পদার্থ ।
* লোহার উপর দস্তার প্রলেপ দেয়াকে বলে – গ্যালভানাইজিং ।
* আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে – মরিচিকায় 

*  জলে বরফে পরিণত হলে – আয়তনে বাড়ে ।
*  জলে কঠিন, তরল ও বায়বীয় অবস্থায় থাকতে পারে ।
* বৈদুতিক বাল্বের ফিলামেন্ট তৈরী – টাংস্টেন দিয়ে ।
* CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ধ্বংস করে – ওজন স্তর ।
* ডুবোজাহাজ হতে জলের উপরে দেখার জন্য ব্যবহৃত হয় – পেরিস্কোপ ।
* ব্যাটারি হতে পাওয়া যায় – ডিসি কারেন্ট ।
* সর্বোত্তম তড়িৎ পরিবাহক – তামা ।
* ডিনামাইট আবিস্কার করেন – আলফ্রেড নোবেল ।
*  পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় – গ্রাফাইট ।
* শব্দের চেয়ে দ্রুত গতিতে চলে – সুপারসনিক বিমান ।
*  বায়ুতে শব্দের গতি – ৩x১০^১০ সে. মি/সে. ।
* কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট – চুম্বক পদার্থ ।
*  আলোর নিয়মিত প্রতিফলণ ঘটে – দর্পনে ।
* স্টিফেন হকিন্স একজন – পদার্থবিদ ।
* পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি – জীবাস্ম জালানি ।
*  জীব-জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি – অতি বেগুণী রশ্মি ।
* এক্সরে এর একক – রনজেন ।
*  তেজস্ক্রীয়তার একক কুরি ও এর আবিস্কারক – হেনরী বেকুইরেল ।
* রেডিয়াম আবিস্কার করেন – মাদাম কুরি ।
* পারমাণবিক বোমা উৎপন্ন হয় – ফিশন পদ্ধতিতে ।
* হাইড্রোজেন বোমা উৎপন্ন হয় – ফিউশন পদ্ধতিতে ।
* পারমানবিক ওজন = প্রোটন ও নিউট্রনের ওজন ।
* প্লবতা সূত্র আবিস্কার করেন – আর্কিমিডিস ।

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর