H.S Geography Theory Suggestion 2019-2020 উচ্চমাধ্যমিক ভূগোল suggestion

     
SUGGESTION QUESTION SET-ii
                 
    HS GEOGRAPHY
              FM - 70 
           CLASS - XII 
       TIME : 3hr.15Min
Part - A ( Marks - 35 ) 

1 ) a ) আবােহন ও অবহেন পদ্ধতির পার্থক্য লেখাে। চিত্রসহ চুনাপাথর গঠিত অঞ্চলের তিনটি ভূমিরূপ বর্ণনা করাে । উদােলাে কাকে বলে ? 
2 + 3 + 2


 অথবা “ Landfamisa fucntion of stages , process and tirme " ব্যাখ্যা কর । Davis এর মতবাদ অনুযায়ী যেকোন দুটি জলনির্গমন প্রণালী বর্ণনা কর । 5 + 2 

b ) সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ ব্যাখ্যা করাে । শুষ্ক ও অন্ধ উপত্যকার মধ্যে পার্থক্য কী ? 5+2 অথবা মাটি সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা কী ? ক্রান্তীয় ঘূর্ণতের উৎপত্তি ব্যাখ্যা করাে । 

c ) স্থানান্তর কৃষি পরিবেশের পক্ষে কেন ক্ষতিকর ? সবুজ বিপ্লবের উপদানগুলি আলােচনা করাে । শসা সমন্বয় ( Crop Combination ) বলতে কী বােঝ ? 
2 + 3 + 2 
                       অথবা 
কোয়াটারনারি ও কুইনারি কার্যাবলীর পার্থক্য করে । উত্তর - পশ্চিম ভারতের গমচাষ বর্ণনা করাে । শ্রীলঙ্কায় কোথায় নারকেল চাষ হয় ? 2 + 4 + 1 

d ) খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প বলতে কী বােঝ ? ভারতে মােটরগাড়ি শিল্পের উন্নতির কারণ লেখ । ভারতে রেডিমেড পােশাক শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও ।2 + 3 + 2 

অথবা 

আইসােডেপেন কী ? পন্যসূচক কিভাবে দূরা হয় ? পশ্চি ভারতে পেট্ররসায়ন শিল্পের উন্নতির কারণ কী ? 1 + 1 + 5 

e ) WT0 বলতে কী বােঝ ? ইন্টারনেটের গুরুত্ব লেখ । জনজীবনে রেলপথের গুরুত্ব কী ? 2 + 2 + 3 
                         অথবা 
সুয়েজ খাল ও পানামা খালের পার্থক্য দেখাও । পরিবহণ ও যােগাযােগের পার্থক্য লেখ । হ্যামলেট গ্রাম কাকে বলে ? 3 + 3 + 1 |

                  Part - B ( Marks - 35 ) 

1 . সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : 1 x 21 = 21

i ) ভৌম জলতলের উপর প্রবেশ শিলাস্তর দিয়ে জল বাহিত হয় তাকে বলে - a ) কৈশিক b ) উৎস্যন্দ e ) ভাদোস d ) সহজজল ।


ii ) হিমবাহ অঞ্চলে যে উপকূল দেখা যায় তা হল - a ) রিয়া ৮ ) ফিয়র্ড c ) ডালমেশিয়ান d ) যৌগিক - উপকূল।

 iii ) প্লায়াদকে কেন্দ্র করে গড়ে উঠবে a ) কেন্দ্রমুখী 
b ) কেন্দ্রবিমুখ c ) অঙ্গুরীয় d ) জাফরূপী জল নির্গমন প্রণালী।

 iv ) মাটি সৃষ্টির নিষ্ক্রিয় উপাদান হল - a ) উষ্ণতা b ) ভূপ্রকৃতি c ) বৃষ্টি d ) উদ্ভিদ

v ) ওজোনস্তর ক্ষয় প্রথম আবিস্কার করেন - 
a ) ডবসন b ) ফারমেন c ) স্কোনৰি d ) ফেরেল ।

vi ) পৃথিবীতে মেগা জীববৈচিত্র্য দেখা যায় যে জলবায়ুতে :-
a ) নিরক্ষীয় b ) ক্রান্তীয় g ) ভূ - মধ্যসাগরীয় 
d ) সাভানাতে । 

vii ) একটি মনুষ্যসৃষ্ট ৰিপৰ্ষয় - a ) সুনামী b ) খরা g ) ভূপালগ্যাস ৰিপর্যয় d ) ধস।

 
viii ) অউপকূলে কোন ঝড় আছড়ে পড়ে - a ) হেলেন b ) প্রিয় c ) ফাইলিন d ) চপলা সামনে । 

1X ) মার্কিন যুক্তরাষ্ট্রে টর্পেডাে কে কি নামে ডাকা হয় ) টুইষ্টার b ) টাইফুন c ) হ্যারিকেন d ) সাইক্লোন ।

x ) নীলগিরি Biosphere reserve কোন রাজ্যে অবস্থিত a ) অসম b ) তামিলনাড়ু e ) উত্তৰাখণ্ড d ) মেঘালয়।

 xi ) শিক্ষকের শিক্ষাদান কোন স্তরের অর্থনীতি - a ) প্রথম b ) থিতীয় c ) হঠীয় d ) চতুর্থ । 

xii ) কোকোনাট ট্রাম্রাজাল আছে , যে দেশে - a ) ফ্রান্স b ) ব্রাজিল ) শ্রীলঙ্কা d ) মালয়েশিয়া । 
xiii ) মালয়েশিয়ার স্থানান্তর কৃষিকে বলা হয় - a ) লাদাখ , ৮ ) মিল c ) ঝুম d ) নােকা।

 xiv ) Milkroan of India হলেন - a ) ৰােরলগ , b ) স্বামীনাথন c ) কৃরিনি - 41 ) উইভার।

 xv ) BMW গাড়ি কোন দেশের উৎপাদন - a ) জার্মানী b ) জাপান c ) মার্কিন d ) ফ্রান্স।

 xvi ) শিল্প স্থাপনের ন্যূনতম তত্ত্ব কে প্রবর্তন করুন -   a ) লস b ) ওয়েবার ) কেনার d ) জিমারম্যান।

 Xvii ) পন্য সূচক
 1 এর কম হলে শিল্পটি স্থাপিত হবে । a ) ৰাজার b ) শিয়কেন্দ্র c ) কাঁচামাল d ) কাচামাল ও বাজারের মাঝখানে । 

xviii ) কোনাে বড় শহরের কেন্দ্রীয় অংশকে বলে - a ) পৌরবসতি b ) হ্যামলেট c ) CBD d ) বাজার ।

xix ) ভারতের কম স্বাক্ষর রাজ্যটি হল - a ) মিজোয়ান b) নিহার c ) কেরালা d ) পশ্চিমবঙ্গ ।

XX ) মানব উন্নয়নে পিছিয়ে পড়া দেশ - a ) রিওয়ে b ) ভারত ৫ ) নাইজেরিয়া d ) পাকিস্ত্রান ।

XXi ) সিলিকন ভ্যালি বলা হয় - a ) কলকাতা b ) মুম্বাই c ) পুনে ) ব্যাঙ্গালাের ।

2 ) অতি সংক্ষিপ্ত উত্তর দাও : 1x 14 = 14 ]


i) ডোলাইন কাকে বলে ? 

( ii ) নিকবিন্দু কেন হয় ? 
               Or 
হিউমাস কাকে বলে ? 

iii) MONEX কী ? 

iv ) ভারতের দুটি Hotspot এর উদাহর দাও । 

vi ) সুনামী কাকে বলে ? 

Vii ) নীলবিপ্লব কাকে বলে ?

Viii ) শিকড় আলগা শিল্পের উদাহরণ দাও ।

 iX ) ল্যাটেক্স কী ? 

x) ভিটিকালচার কাকে বলে ? 

xi ) ফুলের চাষকে কি বলে ? 

Xii) মিলেট কি ?

Xiii) Red Collar Worker কারা ? 

xiv ) Global city র উদাহরণ দাও । 



















Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর