Posts

Showing posts from 2021

পর্বতের চূড়ায় বরফ জমে কেন??

Image
Written by Firoj Mallick * পর্বতের চূড়ায় বরফ জমে কেন?? উত্তর:- পৃথিবীর সমস্ত পর্বত গুলোর চূড়া গুলি বরফ দ্বারা আবৃত থাকে। পর্বত গুলোর চূড়া বরফাবৃত হবার কারণ গুলি হল। যথা :-  ১. উচ্চতা জনিত কারণ :- আমরা জানি যত উচ্চতা বারে ততই তাপমাত্রা কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা ৬°C করে কমতে থাকে। তাই পর্বত গুলোর চূড়ায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। তাই জলীয়বাষ্প গুলো বরফ হয়ে পর্বতের শৃঙ্গে জমে যায়। ২. বায়ুর চাপ:- ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যাবে ততই বায়ুমণ্ডলের চাপ কম হতে থাকে। কম চাপে বাতাসের আয়তন প্রসারিত হয়, আর এই প্রসারণের সময় বাতাস ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা হওয়ার মাত্রা এতই বেশি যে মাত্র ১০ হাজার ফুট (তিন হাজার মিটার) ওপরে সব জলীয়বাষ্প জমে তুষারকণায় (বরফ) পরিণত হয়।  

নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ, মাধ্যমিক ভূগোল,Madhymick Geography, B.A & B.Sc Geography,Landforms caused by river erosion

Image
  নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সমূহ     Written By... FIROZ MALLICK                                  •নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি হল:- 1.'V' আকৃতির উপত্যকা(V Shaped Valley) 2. I আকৃতির উপত্যকা(I Shaped Valley) 3. গিরিখাত (Gorge) 4.ক্যানিয়ন(Canyon) 5. শৃঙ্খলিত শৈলশিরা(Interloking Spur) 6. খরস্রোত(Rapids) 7. জলপ্রপাত(Waterfalls) 8. প্রপাত কূপ(Plung Pool) 9. মন্থকূপ(Pothole) 1. V আকৃতির উপত্যকা V Shaped Valley:-  নদী তার পার্বত্য প্রবাহের সময় অববাহিকা ও জলপ্রবাহ দ্বারা পার্শ্ব ক্ষয় ও নিম্ন ক্ষয় যখন খুব বেশি করে তখন নদী উপত্যকাটি ইংরেজি V অক্ষরের মত সৃষ্টি হয়, একেই V আকৃতির নদী উপত্যকা বলা হয়।   উদাহরণ:- নেপালের কালি নদীর গিরিখাত। বৈ...

HS Geography শাস্ত্র রূপে ভূগোল (প্রথম অধ্যায়, একাদশ শ্রেণী) Geography As a Discipline

Image
            প্রথম অধ্যায়           (শাস্ত্র রূপে ভূগোল)     Written By:-         FIROJ MALLICK   1. ভূগােলের জনক:- এরাটোসথেনিস । 2. ভূগোলের প্রকৃত জনক:- হ্যাকাটিয়াস ।  3.আধুনিক ভূগােলের জনক:-  আলেকজান্ডার ভন হামবোল্ড ।  4.ভারতীয় ভূগােলের জনকঃ- ডঃ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় । 5. ভূতত্ত্ববিদ্যার জনক :- টলেমি ।  6.ভূমিরূপবিদ্যার জনক :- জেমস্ হাটন ।  7.সমুদ্রবিদ্যার জনক :- পসিডােনিয়াস ।  8.জীব ভূগােলের জনক:-  আলফ্রেড রাসেল ওয়ালেস । 9.সাংস্কৃতিক ভূগােলের জনক:-  কার্ল - ও - শয়ার ।   10.সামাজিক ভূগােলের জনক :- ডেমােল্যা ।  11.মানচিত্র অঙ্কনবিদ্যার জনক :-  অ্যানাক্সিমিন্ডার ।  12. রাজনৈতিক ভূগােলের জনক :-  ফ্রেডরিক র্যাটজেল ।  13.মানবীয় ভূগােলের জনক :- ভিদাল দে লা ব্লাশ । 14.আঞ্চলিক ভূগােলের জনক : কার্ল রিটার ।  15.প্রণালীবদ্ধ ভূগােলের জনক : আলেকজান্ডার ভন হামবােল্ট ।   16.মানবীয় বাস্তুসংস্থানের জনক : হে...
Image
WORLD  GEOGRAPHY🌍  * Largest river basin in the world: Amazon Basin (60.50 lakh sq km).  * The world's largest watershed is: the hil ly region of Central Asia.  * The deepest gorge in the world: Kaligandaki or Andhagala gorge (5480 m).  * The longest canyon in the world: Ichang Canyon (250 km).  * The deepest canyon in the world: El Canon di Calcutta (4375 m).  * The largest canyon in the world: Grand Canyon (483 km long, 12 km wide, 1.61 km deep).  * The highest waterfall in the world: Salto Angel Falls (989 m).  * The widest waterfall in the world: Iguazu (2.6 km).  * Longest creek in the world: Ob River creek.  * Largest delta island in the world: Ganges - delta island of Brahmaputra.  * The world's largest mangrove forest: Sundarbans.  * The fastest glacier in the world: Jacobsvan in Greenland (45 meters per day).  * Largest continental glacier in the world: Lambert.  * The world's largest mountain glacier: ...
Image
   ( 👩‍👩‍👧‍👦👨‍👨‍👦‍👦  POPULATION বা জনসংখ্যা👩‍👩‍👧‍👦👨‍👨‍👦‍👦 )   INDIAN & WORLD 🌍 POPULATION  👩‍👩‍👧‍👦 2021) 1. সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল___:- 121 কোটি এক লক্ষ 99 হাজার 422 জন। 2. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত জন?___:-  382 জন প্রতি বর্গ কিমি। 4 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি?___:-  প্উত্তর প্রদেশ(19,98,12,341জন) 5. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য কোনটি?___:-  সিকিম।(6,10,577 জন) 6 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি?___:- বিহার ।(1102 প্রতি বর্গ কিমি) 7. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনঘনত্ব পূর্ণ রাজ্য কোনটি___:- অরুণাচল প্রদেশ।(১৭ জন/বর্গ কিমি). 8 বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত? According to census 2011)___:- 1.76% 9.ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সর্বাধিক জনবহুল অঞ্চল কোনটি___:- দিল্লি।(16,349,831 জন) 10.ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সবচেয়ে কম জনবহ...

Population World population & Indian population Top 100 MCQ (জনসংখ্যা ) H.S Geography & B.A, B.Sc Geography & Competitive exams

Image
  ( 👩‍👩‍👧‍👦👨‍👨‍👦‍👦  POPULATION বা জনসংখ্যা👩‍👩‍👧‍👦👨‍👨‍👦‍👦 )   INDIAN & WORLD 🌍 POPULATION  👩‍👩‍👧‍👦 2021) Written By                 FIROJ MALLICK 1. সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা কত ছিল? A.121 কোটি এক লক্ষ 99 হাজার 422 জন. B.120 কোটি 4 লক্ষ্য 97 হাজার 525 জন. C.123 কোটি 95 হাজার চারশ জন. D.125 কোটি 96 হাজার 222 জন. 2. 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব কত জন? A.382 জন প্রতি বর্গ কিমি. B.380 জন প্রতি বর্গ কিমি.  C.422 জন প্রতি বর্গ কিমি.  D.527 জন প্রতি বর্গ কিমি. 3. 2011সালের আদম শুমারি অনুযায়ী ভারতের "মানুষ - জমি অনুপাত " কত? A.382 জন প্রতি বর্গ কিমি. B.380 জন প্রতি বর্গ কিমি.  C.428 জন প্রতি বর্গ কিমি.  D.527 জন প্রতি বর্গ কিমি. 4 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? A.বিহার।  B. উত্তর প্রদেশ।(19,98,12,341জন) C.মধ্যপ্রদেশ। ...