নদী মোহনায় ব - দ্বীপ সৃষ্টির কারণ গুলো আলোচনা কর মাধ্যমিক উচ্চমাধ্যমিক ভূগোল Madhymik HS geography

 •নদী মোহনায় ব - দ্বীপ সৃষ্টির কারণ গুলো আলোচনা কর:- FIROZ 

নদীমোহনায় সৃষ্ট সঞ্চয়জাত একটি ভূমিরূপ হল বদ্বীপ । নদীমোহনায় পলল সঞ্চয়ের ফলে সৃষ্ট গ্রিক শব্দ ডেল্টা ( ব ) -র মতো আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে বদ্বীপ বলে। এই বদ্বীপ সৃষ্টির কারণ গুলো নিম্নে আলোচনা করা হল :-

  1.পললরাশির আধিক্য : নদীমোহনায় সমুদ্র দ্বারা অপসারিত পলির চেয়ে সঞ্চয়ের পরিমাণ বেশি হলে,দীর্ঘদিন ধরে সঞ্চিত পলল রাশি বদ্বীপের সৃষ্টি করে। 

2.মোহনায় মৃদু ঢাল :- মোহনায় নদী মৃদু ঢালে সুমুদ্রের সঙ্গে মিসলে তবেই পলিসঞ্চয়ের পরিবেশ সৃষ্টি হবে।

3.অগভীর সমুদ্র : নদী মোহনায় সমুদ্র অগভীর হলে সহজে পলি জমা হয় ও ব - দ্বীপ গড়ে ওঠে । 

4.শান্ত সমুদ্র : নদীমোহনায় সমুদ্র শান্ত হলে সহজে পলি সঞ্চিত হয় । 

5.লবণতার আধিক্য : নদীমোহনায় সমুদ্রজলে লবণতার পরিমাণ বেশি হলে সহজে পললরাশি সঞ্জিত হয়ে বদ্বীপ গড়ে তোলে । 

উপরিউক্ত কারণগুলো ছাড়াও স্থলভাগ দ্বারা ঘেরা সমুদ্র, নদীর দীর্ঘ গতিপথ , নদী অববাহিকার অধিক বিস্তার , নদী স্রোতের বিপরীতমুখী স্রোত ও বায়ুপ্রবাহ , উপনদীর সংখ্যাধিক্য নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠতে সাহায্য করে ।

 উদাহরণ : উপযুক্ত অনুকূল পরিবেশ থাকার জন্য সিন্ধু , গঙ্গা প্রভৃতি নদীমোহনায় বদ্বীপ গড়ে উঠেছে । 

Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর