নদী মোহনায় ব - দ্বীপ সৃষ্টির কারণ গুলো আলোচনা কর মাধ্যমিক উচ্চমাধ্যমিক ভূগোল Madhymik HS geography

 •নদী মোহনায় ব - দ্বীপ সৃষ্টির কারণ গুলো আলোচনা কর:- FIROZ 

নদীমোহনায় সৃষ্ট সঞ্চয়জাত একটি ভূমিরূপ হল বদ্বীপ । নদীমোহনায় পলল সঞ্চয়ের ফলে সৃষ্ট গ্রিক শব্দ ডেল্টা ( ব ) -র মতো আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে বদ্বীপ বলে। এই বদ্বীপ সৃষ্টির কারণ গুলো নিম্নে আলোচনা করা হল :-

  1.পললরাশির আধিক্য : নদীমোহনায় সমুদ্র দ্বারা অপসারিত পলির চেয়ে সঞ্চয়ের পরিমাণ বেশি হলে,দীর্ঘদিন ধরে সঞ্চিত পলল রাশি বদ্বীপের সৃষ্টি করে। 

2.মোহনায় মৃদু ঢাল :- মোহনায় নদী মৃদু ঢালে সুমুদ্রের সঙ্গে মিসলে তবেই পলিসঞ্চয়ের পরিবেশ সৃষ্টি হবে।

3.অগভীর সমুদ্র : নদী মোহনায় সমুদ্র অগভীর হলে সহজে পলি জমা হয় ও ব - দ্বীপ গড়ে ওঠে । 

4.শান্ত সমুদ্র : নদীমোহনায় সমুদ্র শান্ত হলে সহজে পলি সঞ্চিত হয় । 

5.লবণতার আধিক্য : নদীমোহনায় সমুদ্রজলে লবণতার পরিমাণ বেশি হলে সহজে পললরাশি সঞ্জিত হয়ে বদ্বীপ গড়ে তোলে । 

উপরিউক্ত কারণগুলো ছাড়াও স্থলভাগ দ্বারা ঘেরা সমুদ্র, নদীর দীর্ঘ গতিপথ , নদী অববাহিকার অধিক বিস্তার , নদী স্রোতের বিপরীতমুখী স্রোত ও বায়ুপ্রবাহ , উপনদীর সংখ্যাধিক্য নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠতে সাহায্য করে ।

 উদাহরণ : উপযুক্ত অনুকূল পরিবেশ থাকার জন্য সিন্ধু , গঙ্গা প্রভৃতি নদীমোহনায় বদ্বীপ গড়ে উঠেছে । 

Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর