নদীর ক্ষয়কার্যের পদ্ধতি সমূহ, River Erosion Process, Madhyamik মাধ্যমিক ভূগোল
•নদীর ক্ষয়কার্যের পদ্ধতিগুলো আলোচনা কর:- FIROZ
নদী তার গতিপথে তিনটি কার্য সম্পন্ন করে থাকে। যথা:- ক্ষয়কার্য, বহনকার্য এবং সঞ্চয় কার্য।
সাধারণত পাঁচটি প্রক্রিয়ার মাধ্যমে নদী তার ক্ষয়কার্য সম্পাদন করে থাকে। এই প্রক্রিয়া পাঁচটি হল। যথা:-
1. জলপ্রবাহ ক্ষয়।
2. অবঘর্ষ ক্ষয়।
3. ঘর্ষণ ক্ষয়।
4. দ্রবণ ক্ষয়।
5.বুদবুদ জনিত ক্ষয়।
1.জলপ্রবাহ ক্ষয় :- পার্বত্য অঞ্চলে নদীর স্রোতের প্রবল আঘাতের ফলে নদীখাত এবং নদীর দু'পাশে থাকা পাথরখণ্ড গুলি ক্ষয়প্রাপ্ত হয়ে ভেঙে যায় এবং নদীর স্রোতের সঙ্গে বহুদূরে বাহিত হয় একে জলপ্রবাহ ক্ষয় বলে।
2. অবঘর্ষ ক্ষয় :- নদীবাহিত পাথর খণ্ডের সঙ্গে নদী খাতের সংঘর্ষের ফলে নদীতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যা নদীখাতকে আরও তাড়াতাড়ি ক্ষয় করতে সাহায্য করে নদীর ক্ষয় কার্যের এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলা হয়।
3. ঘর্ষণ ক্ষয় :- নদীবাহিত বড় বড় পাথর খণ্ড গুলি একে অপরের সঙ্গে ঘষা খাওয়ার ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রথমে ছোট ছোট মসৃণ গোলাকার পাথর খণ্ডে এবং অবশেষে বালিতে পরিণত হয়, এই প্রক্রিয়াকে ঘর্ষণ ক্ষয় বলে।
4. দ্রবন ক্ষয় :- অনেক সময় নদীর জলে পাথরখণ্ড গুলি দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয় একে দ্রবণ ক্ষয় বলে। চুনাপাথর যুক্ত অঞ্চলে এইরকমই ক্ষয়কার্য দেখা যায়।
5. বুদবুদ জনিত ক্ষয় :- নদীর জলের সঙ্গে প্রবাহিত বুদবুদ সিলাগাত্রে আঘাত করে শীলাকে ক্ষয় করে।
Comments
Post a Comment