বায়ুর কার্য এবং বিভিন্ন ভূমিরূপ MCQ & SAQ মাধ্যমিক ভূগোল উচ্চমাধ্যমিক ভূগোল

                            বায়ুর কার্য MCQ & SAQ

       Written by FIROZ MALLICK 


1.যান্ত্রিক অববিকার দেখা যায় :- মরু অঞ্চলে ।

2. মরু অঞ্চলে বা মরুভূমিতে শীত ও গ্রীষ্মের এবং দিনরাত্রির মধ্যে উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার প্রসার :- খুবই বেশি হয়।


3. সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জলবায় সাধারণত:-  সমভাবাপন্ন হয়।


4. মরু অঞ্চলের জলবায়ু :- চরমভাবাপন্ন হয়।


5. মরুভূমি ছাড়া:-  সমুদ্র উপকূল ও নদীতে  বালি দেখা।


6. বায়ুর ক্ষয় কার্যের পদ্ধতিগুলি হল:-  অবঘর্ষ ,ঘর্ষণ, অপসারণ।


7. বায়ুর বহনকার্যের পদ্ধতি গুলি হল:- ভাসমান প্রক্রিয়া, লম্পাদান প্রক্রিয়া, ঘোরানো প্রক্রিয়া।


8. বায়ুর সঞ্জয় কার্যের পদ্ধতি গুলি হল :- থিতানো প্রক্রিয়া, উপলেপন প্রক্রিয়া, অধিগ্রহন প্রক্রিয়া।


9."লোয়েস" কথাটির অর্থ হল :- স্থানচ্যুত বস্তু।


10. ভারতের একমাত্র এবং বৃহত্তম মরুভূমি হলো :- থর মরুভূমি।

11. থর মরুভূমি বা The great Indian desert হল :- পৃথিবীর সপ্তম বৃহত্তম মরুভূমি।


12. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল:- গৌড়, জিউগেন, ইয়ারদাং, অপসারণ গর্ত, ইনসেলবার্জ ইত্যাদি।


13. বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল:- বালিয়াড়ি, লোয়েস সমভূমি, বার্খান ইত্যাদি।


14. বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল:  ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা,প্লায়া হ্রদ ইত্যাদি।


15. ভারতের একটি প্লায়া হ্রদ হল:- রাজস্থানের সম্বর হ্রদ,।


16. রাজস্থানে প্লায়া হ্রদ গুলি :- ধান্দ নামে পরিচিত।


17. ভারতের থর মরুভূমি কোন কোন রাজ্যে জুড়ে রয়েছে?


 Ans.রাজস্থান,গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানা


18. ভারতের থর মরুভূমির ৬০% রাজস্থানের মধ্যে অবস্থিত।


19. পৃথিবীর বৃহত্তম এবং উষ্ণতম মরুভূমি হল :- সাহারা মরুভূমি।


20. পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি হল:- চীনের হোয়াংহ নদী অববাহিকার লয়েস সমভূমি।


21. বায়ুর কাজ সব থেকে বেশি দেখা যায়:- মরুভূমি বা মরুপ্রায় অঞ্চল এবং সমুদ্র উপকূল অঞ্চলে।


22. মরুভূমি গঠনের প্রধান উপাদান হলো:- বালি।

23. সাধারণত পৃথিবীতে ২৫ থেকে ৩০ সেমির কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল গুলি :- মরুভূমি হিসেবে পরিচিত।

24. •সাহারা মরুভূমি :-উত্তর আফ্রিকারতে অবস্থিত। 

•কালাহারি মরুভূমি:- দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত।

 •আরব মরুভূমি:- এশিয়াতে অবস্থিত

•সোনেরান মরুভূমি :-উত্তর আমেরিকাতে অবস্থিত।

•আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত।

•গোবি মরুভূমি এশিয়াতে অবস্থিত

২৫. দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমি হল :- আটাকামা ও কালাহারি।

২৬. পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি।

২৭. পৃথিবীর শুষ্কতম মরুভূমি হল :-আটাকামা

২৮. পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি হল :- গোবি

২৯. ভারতের একটি শীতল মরুভূমি হল :- লাদাখ এবং উষ্ণ মরুভূমি হল :- থর

৩০. সাহারা কথার অর্থ:- জনহীন প্রান্তর।

৩১. দিন ও রাত্রে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়:-উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে ।(মাধ্যমিক ২০২০).

৩২. আর্গ কি?

Ans. বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্গ বলে। তুর্কিস্তানে একেই কুম বলে।


৩৩.হামাদা:-শিলাময় মরুভূমিকে হামাদা বলে।


৩৪. রেগ:- পাথরের মরুভূমি গুলিকে রেগ বলে এবং মিশরে এবং লিবিয়া তে এগুলিকে সেরীর বলে।

৩৫. বালির গঠনের প্রধান খনিজ উপাদান টি হল :- কোয়ার্টজ


৩৬. বালের মধ্যে যে সমস্ত খনিজ গুলি থাকে সেগুলি হল:- অভ্র, জিপসাম, ফেল্ডসপার।

৩৭. বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে গড়ে ওঠে এমন দুটি ভূমিরূপ হল :- প্লায়া ও মরুদ্যান, অপসারণ গর্ত।

৩৮. বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ গুলি হল :-গৌড়,ইনসেলবার্জ, ভেন্টিফ্যাক্ট, ড্রাইকন্টার, ইয়ার্দাং, জিওগেন।

৩৯. পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হল:- কাতার


৪০. টরস:- ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট আকৃতির হলে তাকে টরস বলে।

৪১. ধ্রিয়ান:-  থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি গুলিকে ধ্রিয়ান বলে।

৪২. প্লায়া:- মরু অঞ্চলে অবস্থিত ক্ষুদ্র লবণাক্ত জলের হ্রদ গুলিকে প্লায়া বলে।

৪৩. সেলিনা:- মরু অঞ্চলে অবস্থিত অতিরিক্ত লবণাক্ত প্লায়া হ্রদ গুলিকে স্যালিনা বলে। বিশেষ করে দক্ষিণ আমেরিকাতে প্লায়া হ্রদ গুলিকে স্যালিনা বলে।

৪৪. শটস:- প্লায়া পথগুলিকে সাহারা মরুভূমিতে শর্টস বলে।


৪৫. ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে :-যোধপুরে















Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর