বায়ুর কার্য এবং বিভিন্ন ভূমিরূপ MCQ & SAQ মাধ্যমিক ভূগোল উচ্চমাধ্যমিক ভূগোল

                            বায়ুর কার্য MCQ & SAQ

       Written by FIROZ MALLICK 


1.যান্ত্রিক অববিকার দেখা যায় :- মরু অঞ্চলে ।

2. মরু অঞ্চলে বা মরুভূমিতে শীত ও গ্রীষ্মের এবং দিনরাত্রির মধ্যে উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার প্রসার :- খুবই বেশি হয়।


3. সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে জলবায় সাধারণত:-  সমভাবাপন্ন হয়।


4. মরু অঞ্চলের জলবায়ু :- চরমভাবাপন্ন হয়।


5. মরুভূমি ছাড়া:-  সমুদ্র উপকূল ও নদীতে  বালি দেখা।


6. বায়ুর ক্ষয় কার্যের পদ্ধতিগুলি হল:-  অবঘর্ষ ,ঘর্ষণ, অপসারণ।


7. বায়ুর বহনকার্যের পদ্ধতি গুলি হল:- ভাসমান প্রক্রিয়া, লম্পাদান প্রক্রিয়া, ঘোরানো প্রক্রিয়া।


8. বায়ুর সঞ্জয় কার্যের পদ্ধতি গুলি হল :- থিতানো প্রক্রিয়া, উপলেপন প্রক্রিয়া, অধিগ্রহন প্রক্রিয়া।


9."লোয়েস" কথাটির অর্থ হল :- স্থানচ্যুত বস্তু।


10. ভারতের একমাত্র এবং বৃহত্তম মরুভূমি হলো :- থর মরুভূমি।

11. থর মরুভূমি বা The great Indian desert হল :- পৃথিবীর সপ্তম বৃহত্তম মরুভূমি।


12. বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল:- গৌড়, জিউগেন, ইয়ারদাং, অপসারণ গর্ত, ইনসেলবার্জ ইত্যাদি।


13. বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল:- বালিয়াড়ি, লোয়েস সমভূমি, বার্খান ইত্যাদি।


14. বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল:  ওয়াদি, পেডিমেন্ট, বাজাদা,প্লায়া হ্রদ ইত্যাদি।


15. ভারতের একটি প্লায়া হ্রদ হল:- রাজস্থানের সম্বর হ্রদ,।


16. রাজস্থানে প্লায়া হ্রদ গুলি :- ধান্দ নামে পরিচিত।


17. ভারতের থর মরুভূমি কোন কোন রাজ্যে জুড়ে রয়েছে?


 Ans.রাজস্থান,গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানা


18. ভারতের থর মরুভূমির ৬০% রাজস্থানের মধ্যে অবস্থিত।


19. পৃথিবীর বৃহত্তম এবং উষ্ণতম মরুভূমি হল :- সাহারা মরুভূমি।


20. পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি হল:- চীনের হোয়াংহ নদী অববাহিকার লয়েস সমভূমি।


21. বায়ুর কাজ সব থেকে বেশি দেখা যায়:- মরুভূমি বা মরুপ্রায় অঞ্চল এবং সমুদ্র উপকূল অঞ্চলে।


22. মরুভূমি গঠনের প্রধান উপাদান হলো:- বালি।

23. সাধারণত পৃথিবীতে ২৫ থেকে ৩০ সেমির কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল গুলি :- মরুভূমি হিসেবে পরিচিত।

24. •সাহারা মরুভূমি :-উত্তর আফ্রিকারতে অবস্থিত। 

•কালাহারি মরুভূমি:- দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত।

 •আরব মরুভূমি:- এশিয়াতে অবস্থিত

•সোনেরান মরুভূমি :-উত্তর আমেরিকাতে অবস্থিত।

•আটাকামা মরুভূমি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত।

•গোবি মরুভূমি এশিয়াতে অবস্থিত

২৫. দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমি হল :- আটাকামা ও কালাহারি।

২৬. পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি।

২৭. পৃথিবীর শুষ্কতম মরুভূমি হল :-আটাকামা

২৮. পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি হল :- গোবি

২৯. ভারতের একটি শীতল মরুভূমি হল :- লাদাখ এবং উষ্ণ মরুভূমি হল :- থর

৩০. সাহারা কথার অর্থ:- জনহীন প্রান্তর।

৩১. দিন ও রাত্রে তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায়:-উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে ।(মাধ্যমিক ২০২০).

৩২. আর্গ কি?

Ans. বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্গ বলে। তুর্কিস্তানে একেই কুম বলে।


৩৩.হামাদা:-শিলাময় মরুভূমিকে হামাদা বলে।


৩৪. রেগ:- পাথরের মরুভূমি গুলিকে রেগ বলে এবং মিশরে এবং লিবিয়া তে এগুলিকে সেরীর বলে।

৩৫. বালির গঠনের প্রধান খনিজ উপাদান টি হল :- কোয়ার্টজ


৩৬. বালের মধ্যে যে সমস্ত খনিজ গুলি থাকে সেগুলি হল:- অভ্র, জিপসাম, ফেল্ডসপার।

৩৭. বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে গড়ে ওঠে এমন দুটি ভূমিরূপ হল :- প্লায়া ও মরুদ্যান, অপসারণ গর্ত।

৩৮. বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ গুলি হল :-গৌড়,ইনসেলবার্জ, ভেন্টিফ্যাক্ট, ড্রাইকন্টার, ইয়ার্দাং, জিওগেন।

৩৯. পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হল:- কাতার


৪০. টরস:- ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট আকৃতির হলে তাকে টরস বলে।

৪১. ধ্রিয়ান:-  থর মরুভূমিতে চলমান বালিয়াড়ি গুলিকে ধ্রিয়ান বলে।

৪২. প্লায়া:- মরু অঞ্চলে অবস্থিত ক্ষুদ্র লবণাক্ত জলের হ্রদ গুলিকে প্লায়া বলে।

৪৩. সেলিনা:- মরু অঞ্চলে অবস্থিত অতিরিক্ত লবণাক্ত প্লায়া হ্রদ গুলিকে স্যালিনা বলে। বিশেষ করে দক্ষিণ আমেরিকাতে প্লায়া হ্রদ গুলিকে স্যালিনা বলে।

৪৪. শটস:- প্লায়া পথগুলিকে সাহারা মরুভূমিতে শর্টস বলে।


৪৫. ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে :-যোধপুরে















Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর