SOI Survey of India
  Q) SOI কি? SOI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? SOI এর প্রধান প্রধান কাজ গুলি লেখো? Written by FIROZ MALLICK  Ans) SOI এর পুরো নাম হলো Survey of India. এটি ভারতীয় জরিপ বিভাগ বা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ নামেও পরিচিত। এটি 1767 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। *সদরদপ্তর:- SOI এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। *কাজ:-  1.এই সংস্থাটির প্রধান কাজ হল টোপোগ্রাফিক্যাল মানচিত্র নির্মাণ করা। 2. ওয়েদার রিপোর্ট তৈরি করা।