Posts

Showing posts from February, 2023

SOI Survey of India

  Q) SOI কি? SOI এর সদর দপ্তর কোথায় অবস্থিত? SOI এর প্রধান প্রধান কাজ গুলি লেখো? Written by FIROZ MALLICK  Ans) SOI এর পুরো নাম হলো Survey of India. এটি ভারতীয় জরিপ বিভাগ বা ভারতীয় সর্বেক্ষণ বিভাগ নামেও পরিচিত। এটি 1767 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। *সদরদপ্তর:- SOI এর সদর দপ্তর দেরাদুনে অবস্থিত। *কাজ:- 1.এই সংস্থাটির প্রধান কাজ হল টোপোগ্রাফিক্যাল মানচিত্র নির্মাণ করা। 2. ওয়েদার রিপোর্ট তৈরি করা।

topographic map topographic sheet troposheet ভূ - বৈচিত্ৰসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বা টপোসিট ম্যাপের , উদ্দেশ্য , ব্যবহার বা গুরুত্ব লেখ: অথবা টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্রসূচক মানচিত্র পাঠ ভূগোল শাস্ত্রে গুরুত্বপূর্ণ কেন? মাধ্যমিক ভূগোল HS geography troposit Tropographical Map

Image
  Q)ভূ - বৈচিত্ৰসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বা টপোসিট ম্যাপের , উদ্দেশ্য , ব্যবহার বা গুরুত্ব  লেখ: অথবা টোপোগ্রাফিক্যাল বা ভূবৈচিত্রসূচক মানচিত্র পাঠ ভূগোল শাস্ত্রে গুরুত্বপূর্ণ কেন? ( মাধ্যমিক ২০১৮, ২০২০, মান ২,৩) Written by FIROZ MALLICK   Ans) ভূবৈচিত্র সূচক বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের প্রয়োজনীয়তা,উদ্দেশ্য,ব্যবহার এবং গুরুত্ব গুলি হল ।যথা:- 1 ) প্রাকৃতিক উপাদানের জ্ঞান — কোন অঞ্চলের ভূপ্রকৃতি , পাহাড় , নদনদী , মালভূমি জলাশয় , হ্রদ ও বনভূমি সম্পর্কে মানচিত্র থেকে জানা যায় ।  2)জনবসতি , পরিবহন ও যোগাযোগ — জনবসতি , যাতায়াত ব্যবস্থা সম্পর্কে মানচিত্র থেকে জানা যায় ।  3)সম্পদের বর্ণনা- কোন অঞ্চলের সম্পদের বর্ণনা পাওয়া যায় এই মানচিত্র থেকে ।  4 ) উন্নয়ন ও পরিকল্পনা — কোন স্থানের উন্নয়ন ও পরিকল্পনার জন্য এই মানচিত্রের গুরুত্ব অপরিহার্য ।  5 ) সামরিক প্রয়োজন – দেশের সামরিক প্রয়োজনে এই মানচিত্র গুরুত্বপূর্ণ । -

topographic map topographic sheet troposheetভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য বা টপোসিট ম্যাপ কাকে বলে?? বৈশিষ্ট্য লেখো, What is Tropographical Map, troposit মাধ্যমিক ভূগোল HS geography

Image
Q) ভূ- বৈচিত্রসূচক মানচিত্র কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখ।   Written by FIROZ MALLICK  Ans) ∆ভূ-বৈচিত্রসূচক মানচিত্র:- যে মানচিত্রের মাধ্যমে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান গুলি কে বিভিন্ন প্রতীক চিহ্ন সাহায্যে দেখানো হয় তাকে ভূবৈচিত্রসূচক মানচিত্র বলে। একে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা সংক্ষেপে টপোশিট ম্যাপ বলে। ∆∆ ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য বা টপোসিট ম্যাপের বৈশিষ্ট্য :-  ১. সুনির্দিষ্ট স্কেল:-  এটি একটি বৃহৎ স্কেল মানচিত্র এবং সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয়। যেমন: 1:1000000, 1:250000 ইত্যাদি। ২. অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার:- ভূ -বৈচিত্রসূচক মানচিত্রের নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমা গত বিস্তার থাকে। ৩. জরিপকার্য:- এই মানচিত্রে নির্দিষ্ট স্থানে গিয়ে জরিপ কার্যের মাধ্যমে মানচিত্র আঁকা হয়। ৪. সূচক সংখ্যা:- প্রতিটি ভূবৈচিত্রসূচক মানচিত্রে একটি নির্দিষ্ট  সূচক সংখ্যা থাকে। যেমন:- 72A, 73M, 78M  ইত্যাদি। ৫. তথ্য সঞ্চয়ের প্রকৃতি:- এই মানচিত্রের মধ্যে তথ্যগুলি আনালগ আকারে সঞ্চিত থাকে। নির্দেশিকার সাহায্যে সেই তথ্যগুলিকে বিশ্লেষণ কর

মরু সম্প্রসারণ বা মরুকরণ কাকে বলে? মরু সম্প্রসারণের কারণগুলি লেখ মাধ্যমিক ভূগোল Madhymik geography

Image
Q) মরু সম্প্রসারণ বা মরুকরণ কাকে বলে? মরু সম্প্রসারণের কারণগুলি লেখ:- ২+৫ Written by FIROZ MALLICK Ans:- ∆ মরু সম্প্রসারণ বা মরুকরণ : প্রাকৃতিক ও মানসৃষ্ট কারণে যখন মরুভূমির আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মরু সম্প্রসারণ বা  মরুকরণ বলে। এই প্রক্রিয়ার ফলে মরুভূমির আশেপাশের অঞ্চলগুলি ক্রমশ মরুভূমিতে পরিণত হয়ে যায়। ∆∆ মরু সম্প্রসারণ এর কারণ সমূহ :- মরুকরণ বা মরুভূমি সম্প্রসারণ এর পিছনে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ। নিম্নে টা আলোচনা করা হল:-  A) প্রাকৃতিক কারণ সমুহ:-  i) অল্প বৃষ্টি। ii)ভূমিক্ষয়। iii)আবহাওয়ার পরিবর্তন। B) মনুষ্য সৃষ্ট কারণ সমূহ:- i) অতিরিক্ত পশুচরণ। ii) বৃক্ষছেদন। iii) অবৈজ্ঞানিক কৃষিকাজ। iv) ভৌমজলের অতিরিক্ত ব্যবহার। v) খনিজ সম্পদের উত্তোলন। i) অল্প বৃষ্টি:- মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে  সল্প বৃষ্টির ফলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। যা সেখানের সমস্ত উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীকে বিনস্ট করে  মরুকরণ বা মরুভূমির সম্প্রসারণ ঘটায়। ii) ভূমিক্ষয় :- খরার ফলে মৃত্তিকার কণাগুলি শিথিল হয়ে পড়ে, যা ভূমিক্ষয় ঘটায়। আর এই অতিরিক্ত ভূমিক্ষয় মরুকরণ ব

বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো মাধ্যমিক ভূগোল MP Geography

Image
  Q)বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো মাধ্যমিক ভূগোল MP Geography 2017(marks 5) Written by FIROZ MALLICK Ans:- মরু ও মোর প্রায় অঞ্চলে জলধারা ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি হল যথা:- 1. পেডিমেন্ট। 2. বাজাদা। 3. ওয়াদি। 4. প্লায়া। 5.পলল ব্যজনী। 1) পেডিমেন্ট:- পেডিমেন্ট শব্দের অর্থ হলো পাহাড়ের পাদদেশ। শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু ও অস্থায়ী জলধারার মিলিত ক্ষয় ও সঞ্জয় কার্যের ফলে, পার্বত্য ঢাল ও পাদদেশীয় অঞ্চল উন্মুক্ত শিলাখন্ড,নুড়ি, বালি ও পলিরাশিতে ঢাকা পড়ে যে ঢালু সমতল ভূমির সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বলে। •উদাহরণ:- আফ্রিকার সাহারা মরুভূমির অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়। •বৈশিষ্ট্য:- ১) পেডিমেন্ট ঢালের পরিমাণ 1.5° থেকে 7° পর্যন্ত হয়। ২) পেডিমেন্ট অবতল প্রকৃতির হয়। ৩) পেডিমেন্ট প্রধানত তিন প্রকারের হয় যথা:- 1) আবৃত পেডিমেন্ট। 2)সম্মিলিত বা একত্রিভূত পেডিমেন্ট। 3)ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট। 2)বাজাদা:- শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে পেডিমেন্ট এর নিচে বায়ু ও জলধারা বাহিত বিভিন্ন ক্ষয়জাত পদার্থ যেমন পল
 Q) চিত্রসহ বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো:- (মান 7) মাধ্যমিক 2017 Ans). বায়ু সব থেকে বেশি কার্যকরী হয় শুষ্ক মরু অঞ্চল ।এখানে বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল যথা:- 1) বালিয়াড়ি। 2) লোয়েস সমভূমি। 3) পেডিমেন্ট। 4) বাজাদা। 5) প্লায়া। 6)পলল ব্যজনী। 7) ওয়াদি। 1) বালিয়াড়ি:- শুষ্ক মরু অঞ্চলে বায়ু প্রবাহের ফলে বলিরাশি সঞ্চয়ের দ্বারা গঠিত উঁচু,দীর্ঘ বালির স্তুপকে বালিয়াড়ি বলে। বৈশিষ্ট্য:- 

শ্রীলঙ্কায় নারকেল উদপাদনের উন্নতির কারণ গুলি লেখো HS Geography উচ্চমাধ্যমিক ভূগোল অর্থনৈতিক কার্যাবলী

Image
  Q ) শ্রীলংকা নারকেল উৎপাদনে উন্নতির কারণ গুলি লেখ ? (মান 5) HS geography          Written by FIROZ MALLICK   Ans)শ্রীলঙ্কার অন্যতম প্রধান অর্থকারী ফসল হল নারকেল । দেশের মোট চাষযোগ্য জমির প্রায় ২৫ শতাংশ নারকেল উৎপাদন করা হয় । এই দেশের নারকেল উৎপাদনে উন্নতির কারণগুলি হলো নারকেল উৎপাদনে অগ্রণীর কারণ সমূহ :  ১ ) লবণাক্ত বেলে মাটির উপস্থিতি ।  ২ ) পর্যাপ্ত বৃষ্টিপাত ।  ৩ ) অনুকূল উষ্ণতা ।  ৪ ) সামুদ্রিক বায়ু ।  ৫ ) ভূমির ঢাল ।  ৬ ) অন্যান্য কৃষিজ ফসলের অভাব ।  ৭ ) ঐতিহাসিক পটভূমিকা ।  ৮ ) সরকারি সহযোগিতা ।   ১ ) লবণাক্ত বেলে মাটির উপস্থিতি : - শ্রীলঙ্কার অবস্থান দ্বীপীয় হওয়ায় বেশিরভাগ অঞ্চলের মাটি লবণাক্ত প্রকৃতির । এই লবণাক্ত বেলে মাটিতে নারকেল চাষ ভালো হয় ।  ২ ) পর্যাপ্ত বৃষ্টিপাত : - নারকেল চাষের জন্য প্রায় ১০০ সেমি থেকে ১৫০ সেমি পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন । শ্রীলঙ্কায় এই পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যায় । ৩ ) অনুকূল উষ্ণতা : - শ্রীলঙ্কা দেশটি নিরক্ষীয় অঞ্চলের কাছে হওয়ায় নারকেল চাষের জন্য ২১ ° C - ০০ ° C উষ্ণতা লক্ষ্য করা যায় ।  ৪ ) সামুদ্রিক বায়ু : - শ্রীলঙ্কার সমুদ্

হিমোবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ ব্যাখ্যা কর:-(মাধ্যমিক২০২০) হিমবাহ মাধ্যমিক ভূগোল

Image
  Q) হিমোবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি চিত্রসহ ব্যাখ্যা কর:-(মাধ্যমিক২০২০) Written by FIROZ MALLICK   Ans.হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি হল যথা:-  1.গ্রাবরেখা। 2. বহিঃ বিধৌত সমভূমি। 3. ড্রামলিন 4. এসকার। 5. কেম। 6.আগামুক। 7.বোল্ডার- ক্লে। 1.গ্রাবরেখা:- হিমবাহ প্রবাহের ফলে বিভিন্ন আকৃতির নুড়ি,কাকর প্রভৃতি পার্বত্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে হিমবাহের সাথে স্তুপাকারে সঞ্চিত হলে তাকে গ্রাবরেখা বলে।   •উদাহরন:- তিস্তা নদীর উচ্চ অববাহিকায় গ্রাবরেখা দেখা যায়। •বৈশিষ্ট্য:- ১) পর্বতের উপরিভাগে গ্রাবরেখা বেশি দেখা যায়। ২) নুড়ি পাথর গুলি গ্রাবরেখায় স্তুপাকারে বা রেখার মতো সঞ্চিত হয়। ৩) গ্রাফরেখা বিভিন্ন প্রকারের হয় যেমন পার্শ্ব গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, ভূমি গ্রাবরেখা ইত্যাদি। 2. বহিঃ বিধৌত সমভূমি:- হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে শিলাখন্ড নূরী,কাঁকর,বালি প্রভৃতি পর্বতের পাদদেশ অঞ্চলে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে বহিঃ বিধৌত সমভূমি বা Outwash Plain বলে। •উদাহরন:- হিমালয় পর্বতের পাদদেশে দেখা যায়। •বৈশিষ্ট্য:- ১) পার্বতীর পাদ