মরু সম্প্রসারণ বা মরুকরণ কাকে বলে? মরু সম্প্রসারণের কারণগুলি লেখ মাধ্যমিক ভূগোল Madhymik geography
Q) মরু সম্প্রসারণ বা মরুকরণ কাকে বলে? মরু সম্প্রসারণের কারণগুলি লেখ:- ২+৫
Written by FIROZ MALLICK
Ans:- ∆ মরু সম্প্রসারণ বা মরুকরণ : প্রাকৃতিক ও মানসৃষ্ট কারণে যখন মরুভূমির আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মরু সম্প্রসারণ বা মরুকরণ বলে। এই প্রক্রিয়ার ফলে মরুভূমির আশেপাশের অঞ্চলগুলি ক্রমশ মরুভূমিতে পরিণত হয়ে যায়।
∆∆ মরু সম্প্রসারণ এর কারণ সমূহ :- মরুকরণ বা মরুভূমি সম্প্রসারণ এর পিছনে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ। নিম্নে টা আলোচনা করা হল:-
A) প্রাকৃতিক কারণ সমুহ:-
i) অল্প বৃষ্টি।
ii)ভূমিক্ষয়।
iii)আবহাওয়ার পরিবর্তন।
B) মনুষ্য সৃষ্ট কারণ সমূহ:-
i) অতিরিক্ত পশুচরণ।
ii) বৃক্ষছেদন।
iii) অবৈজ্ঞানিক কৃষিকাজ।
iv) ভৌমজলের অতিরিক্ত ব্যবহার।
v) খনিজ সম্পদের উত্তোলন।
i) অল্প বৃষ্টি:- মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সল্প বৃষ্টির ফলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। যা সেখানের সমস্ত উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীকে বিনস্ট করে মরুকরণ বা মরুভূমির সম্প্রসারণ ঘটায়।
ii) ভূমিক্ষয় :- খরার ফলে মৃত্তিকার কণাগুলি শিথিল হয়ে পড়ে, যা ভূমিক্ষয় ঘটায়। আর এই অতিরিক্ত ভূমিক্ষয় মরুকরণ বা মরুভূমি সম্প্রসারণ এর অন্যতম প্রধান কারণ।
iii) জলবায়ুর পরিবর্তন:- আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধি জনিত কারণে ফলে মরুকরণ হচ্ছে।
iv) অতিরিক্ত পশুচরণ:- অতিরিক্ত পশুচারণের ফলে ভূমির উদ্ভিদ শূন্য হয়ে মরুভূমিতে পরিণত হয়।
v) বৃক্ষছেদন:- মরুভূমির পার্শ্ববর্তী এলাকাগুলিতে অতিরিক্ত গাছ কাটার ফলে দ্রুত হারে মরু সম্প্রসারণ ঘটে।
vi) অবৈজ্ঞানিকভাবে কৃষিকার্য:- অবৈজ্ঞানিক ভাবে কৃষিকাজের ফলে মাটির গ্রোথন ভেঙে যায় এবং মাটি শুষ্ক হয়ে যায়, যা মরুভূমি সম্প্রসারণ সাহায্য করে।
vii) ভৌমজলের অতিরিক্ত ব্যবহার:- কৃষিকাজ পশুপালন এবং পানীয় জলের চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত পরিমাণে ভৌম জল তোলার ফলে মাটির আদ্রতা কমেছে ফলে মাটি শুষ্ক রুক্ষ হয়ে মরুকরণ ঘটায়।
viii) খনিজ উত্তোলন:- খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন করার ফলে সেই অঞ্চলটি উদ্ভিদ এবং প্রাণীহীন হয়ে পড়ে মরুভূমিতে পরিণত হয়।
Comments
Post a Comment