মরু সম্প্রসারণ বা মরুকরণ কাকে বলে? মরু সম্প্রসারণের কারণগুলি লেখ মাধ্যমিক ভূগোল Madhymik geography

Q) মরু সম্প্রসারণ বা মরুকরণ কাকে বলে? মরু সম্প্রসারণের কারণগুলি লেখ:- ২+৫

Written by FIROZ MALLICK



Ans:- ∆ মরু সম্প্রসারণ বা মরুকরণ : প্রাকৃতিক ও মানসৃষ্ট কারণে যখন মরুভূমির আয়তন ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তখন তাকে মরু সম্প্রসারণ বা  মরুকরণ বলে। এই প্রক্রিয়ার ফলে মরুভূমির আশেপাশের অঞ্চলগুলি ক্রমশ মরুভূমিতে পরিণত হয়ে যায়।


∆∆ মরু সম্প্রসারণ এর কারণ সমূহ :- মরুকরণ বা মরুভূমি সম্প্রসারণ এর পিছনে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ। নিম্নে টা আলোচনা করা হল:- 

A) প্রাকৃতিক কারণ সমুহ:- 

i) অল্প বৃষ্টি।

ii)ভূমিক্ষয়।

iii)আবহাওয়ার পরিবর্তন।


B) মনুষ্য সৃষ্ট কারণ সমূহ:-

i) অতিরিক্ত পশুচরণ।

ii) বৃক্ষছেদন।

iii) অবৈজ্ঞানিক কৃষিকাজ।

iv) ভৌমজলের অতিরিক্ত ব্যবহার।

v) খনিজ সম্পদের উত্তোলন।


i) অল্প বৃষ্টি:- মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে  সল্প বৃষ্টির ফলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। যা সেখানের সমস্ত উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীকে বিনস্ট করে  মরুকরণ বা মরুভূমির সম্প্রসারণ ঘটায়।


ii) ভূমিক্ষয় :- খরার ফলে মৃত্তিকার কণাগুলি শিথিল হয়ে পড়ে, যা ভূমিক্ষয় ঘটায়। আর এই অতিরিক্ত ভূমিক্ষয় মরুকরণ বা মরুভূমি সম্প্রসারণ এর অন্যতম প্রধান কারণ।


 iii) জলবায়ুর পরিবর্তন:- আবহাওয়া জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, পৃথিবীর এই উষ্ণতা বৃদ্ধি জনিত কারণে ফলে মরুকরণ হচ্ছে।


iv) অতিরিক্ত পশুচরণ:- অতিরিক্ত পশুচারণের ফলে ভূমির উদ্ভিদ শূন্য হয়ে  মরুভূমিতে পরিণত হয়।


v) বৃক্ষছেদন:- মরুভূমির পার্শ্ববর্তী এলাকাগুলিতে অতিরিক্ত গাছ কাটার ফলে দ্রুত হারে মরু সম্প্রসারণ ঘটে।

vi) অবৈজ্ঞানিকভাবে কৃষিকার্য:- অবৈজ্ঞানিক ভাবে কৃষিকাজের ফলে মাটির গ্রোথন ভেঙে যায় এবং মাটি শুষ্ক হয়ে যায়, যা মরুভূমি সম্প্রসারণ সাহায্য করে।


vii) ভৌমজলের অতিরিক্ত ব্যবহার:- কৃষিকাজ পশুপালন এবং পানীয় জলের চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত পরিমাণে ভৌম জল তোলার ফলে মাটির আদ্রতা কমেছে ফলে মাটি শুষ্ক রুক্ষ হয়ে মরুকরণ ঘটায়।

viii) খনিজ উত্তোলন:- খনি থেকে খনিজ পদার্থ উত্তোলন করার ফলে সেই অঞ্চলটি উদ্ভিদ এবং প্রাণীহীন হয়ে পড়ে মরুভূমিতে পরিণত হয়।














Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

পাঞ্জাব ও হরিয়ানায় কৃষি উন্নতির কারণ গুলি আলোচনা কর madhymik suggestions madhymik vugol suggestions HS geography suggestions ucchomadhymik vugol

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM