বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো মাধ্যমিক ভূগোল MP Geography

 Q)বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলি আলোচনা করো মাধ্যমিক ভূগোল MP Geography 2017(marks 5)

Written by FIROZ MALLICK

Ans:- মরু ও মোর প্রায় অঞ্চলে জলধারা ও বায়ুর মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলি হল যথা:-

1. পেডিমেন্ট।

2. বাজাদা।

3. ওয়াদি।

4. প্লায়া।

5.পলল ব্যজনী।


1) পেডিমেন্ট:- পেডিমেন্ট শব্দের অর্থ হলো পাহাড়ের পাদদেশ। শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু ও অস্থায়ী জলধারার মিলিত ক্ষয় ও সঞ্জয় কার্যের ফলে, পার্বত্য ঢাল ও পাদদেশীয় অঞ্চল উন্মুক্ত শিলাখন্ড,নুড়ি, বালি ও পলিরাশিতে ঢাকা পড়ে যে ঢালু সমতল ভূমির সৃষ্টি হয় তাকে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বলে।



•উদাহরণ:- আফ্রিকার সাহারা মরুভূমির অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়।

•বৈশিষ্ট্য:- ১) পেডিমেন্ট ঢালের পরিমাণ 1.5° থেকে 7° পর্যন্ত হয়।

২) পেডিমেন্ট অবতল প্রকৃতির হয়।

৩) পেডিমেন্ট প্রধানত তিন প্রকারের হয় যথা:- 1) আবৃত পেডিমেন্ট। 2)সম্মিলিত বা একত্রিভূত পেডিমেন্ট। 3)ব্যবচ্ছিন্ন পেডিমেন্ট।


2)বাজাদা:- শুষ্ক মরু ও মরুপ্রায় অঞ্চলে পেডিমেন্ট এর নিচে বায়ু ও জলধারা বাহিত বিভিন্ন ক্ষয়জাত পদার্থ যেমন পলি,নুড়ি,বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করে তাকে বাজাদা বলে।

•উদাহরণ:- সাহারা,কালাহারি, আরব ও অস্ট্রেলিয়ার মরুভূমিতে বাজাদা দেখা যায়।

•বৈশিষ্ট্য:- ১. সূক্ষ্ম বলি ও বালি দ্বারা বা বাজাদা গঠিত হয়।

২. বাজাদা কয়েক কিমি পর্যন্ত বিস্তৃত হয়।

৩. বাজাদার গড় ঢাল ৩° থেকে ৪° পর্যন্ত হয়।



3) ওয়াদি :- আরবি শব্দ "ওয়াদি"- এর অর্থ হল শুষ্ক উপত্যকা। মরু ও মরুপ্রায় অঞ্চলে বৃষ্টির জলের দ্বারা সৃষ্ট ছোট ছোট অনিত্যবহ ক্ষণস্থায়ী শুষ্ক নদীখাতগুলিকে ওয়াদি বলে।

চিত্র:-


•উদাহরণ:- আরো মরুভূমিতে অসংখ্য ওয়াদি দেখা যায়।

•বৈশিষ্ট্য:- ১. ওয়াদি হল স্বল্পদৈর্ঘ্য বিশিষ্ট নদীখাত।

২. বছরের অধিকাংশ সময় এগুলিতে জল থাকে না।


4) প্লায়া হ্রদ :- মরু অঞ্চলে প্রবল বায়ুপ্রবাহের ফলে মরুভূমির বালি অপসারিত হয়ে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়। আর এই অপসারণ সৃষ্ট গর্ত গুলিতে লবণাক্ত জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে প্লায়া বলে।



•উদাহরণ:- ভারতের সম্বর হ্রদ হল একটি প্লায়া।

•বৈশিষ্ট্য:- ১. প্লায়া হলো ক্ষুদ্র ক্ষুদ্র লবণাক্ত জলের হ্রদ।

২. বায়ুপ্রবাহ দ্বারা সৃষ্ট অপসারণ গর্ত গুলিতে লবণাক্ত জল জমে প্লায়া সৃষ্টি হয়।

৩. প্লায়া গুলিতে লবণাক্ত জল থাকে।


5)পলল ব্যজনী:- মরুভূমি অঞ্চলে উচ্চভূমির পাদদেশে বায়ুপ্রবাহ ও ক্ষণস্থায়ী জলধারা দ্বারা বাহিত নুড়ি,পলি, বালি জমা হয়ে ত্রিকনাকৃতি বা হাতপাখার মতো যে ভূমিরূপে সৃষ্টি করে তাকে পলল ব্যজনী বলে।



•উদাহরণ:- সাহারা মরুভূমিতে দেখা যায়।

•বৈশিষ্ট্য:- ১. উচ্চভূমির পাদদেশে গঠিত হয়।

২. হাত পাখার মত দেখতে হয়।

৩. বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে পলল ব্যাজনীর সৃষ্টি হয়।






Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর