topographic map topographic sheet troposheetভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য বা টপোসিট ম্যাপ কাকে বলে?? বৈশিষ্ট্য লেখো, What is Tropographical Map, troposit মাধ্যমিক ভূগোল HS geography


Q) ভূ- বৈচিত্রসূচক মানচিত্র কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখ।

 Written by FIROZ MALLICK 


Ans) ∆ভূ-বৈচিত্রসূচক মানচিত্র:- যে মানচিত্রের মাধ্যমে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান গুলি কে বিভিন্ন প্রতীক চিহ্ন সাহায্যে দেখানো হয় তাকে ভূবৈচিত্রসূচক মানচিত্র বলে।

একে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা সংক্ষেপে টপোশিট ম্যাপ বলে।


∆∆ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য বা টপোসিট ম্যাপের বৈশিষ্ট্য :- 


১. সুনির্দিষ্ট স্কেল:-  এটি একটি বৃহৎ স্কেল মানচিত্র এবং সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয়।

যেমন: 1:1000000, 1:250000 ইত্যাদি।


২. অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার:- ভূ -বৈচিত্রসূচক মানচিত্রের নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমা গত বিস্তার থাকে।


৩. জরিপকার্য:- এই মানচিত্রে নির্দিষ্ট স্থানে গিয়ে জরিপ কার্যের মাধ্যমে মানচিত্র আঁকা হয়।


৪. সূচক সংখ্যা:- প্রতিটি ভূবৈচিত্রসূচক মানচিত্রে একটি নির্দিষ্ট  সূচক সংখ্যা থাকে। যেমন:- 72A, 73M, 78M  ইত্যাদি।


৫. তথ্য সঞ্চয়ের প্রকৃতি:-এই মানচিত্রের মধ্যে তথ্যগুলি আনালগ আকারে সঞ্চিত থাকে। নির্দেশিকার সাহায্যে সেই তথ্যগুলিকে বিশ্লেষণ করা হয়।


৬. প্রতীক চিহ্নের ব্যবহার:- বিভিন্ন প্রকার প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে মানচিত্রে বিভিন্ন বিষয় দেখানো হয়। যেমন: জাতীয় সড়কে এই মানচিত্রে NH, পোস্ট অফিসকে PO  দেখানো হয়।


৭.নির্ভুল মানচিত্র:- নির্দিষ্ট স্থানে গিয়ে জরির কার্যের মাধ্যমে এই মানচিত্র তৈরি করা হয়। তাই ভুল হবার সম্ভাবনা কম থাকে।








Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert