topographic map topographic sheet troposheetভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য বা টপোসিট ম্যাপ কাকে বলে?? বৈশিষ্ট্য লেখো, What is Tropographical Map, troposit মাধ্যমিক ভূগোল HS geography


Q) ভূ- বৈচিত্রসূচক মানচিত্র কাকে বলে? এর বৈশিষ্ট্য গুলি লেখ।

 Written by FIROZ MALLICK 


Ans) ∆ভূ-বৈচিত্রসূচক মানচিত্র:- যে মানচিত্রের মাধ্যমে ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদান গুলি কে বিভিন্ন প্রতীক চিহ্ন সাহায্যে দেখানো হয় তাকে ভূবৈচিত্রসূচক মানচিত্র বলে।

একে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা সংক্ষেপে টপোশিট ম্যাপ বলে।


∆∆ভূবৈচিত্রসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের বৈশিষ্ট্য বা টপোসিট ম্যাপের বৈশিষ্ট্য :- 


১. সুনির্দিষ্ট স্কেল:-  এটি একটি বৃহৎ স্কেল মানচিত্র এবং সুনির্দিষ্ট স্কেলে আঁকা হয়।

যেমন: 1:1000000, 1:250000 ইত্যাদি।


২. অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার:- ভূ -বৈচিত্রসূচক মানচিত্রের নির্দিষ্ট অক্ষাংশ ও দ্রাঘিমা গত বিস্তার থাকে।


৩. জরিপকার্য:- এই মানচিত্রে নির্দিষ্ট স্থানে গিয়ে জরিপ কার্যের মাধ্যমে মানচিত্র আঁকা হয়।


৪. সূচক সংখ্যা:- প্রতিটি ভূবৈচিত্রসূচক মানচিত্রে একটি নির্দিষ্ট  সূচক সংখ্যা থাকে। যেমন:- 72A, 73M, 78M  ইত্যাদি।


৫. তথ্য সঞ্চয়ের প্রকৃতি:-এই মানচিত্রের মধ্যে তথ্যগুলি আনালগ আকারে সঞ্চিত থাকে। নির্দেশিকার সাহায্যে সেই তথ্যগুলিকে বিশ্লেষণ করা হয়।


৬. প্রতীক চিহ্নের ব্যবহার:- বিভিন্ন প্রকার প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে মানচিত্রে বিভিন্ন বিষয় দেখানো হয়। যেমন: জাতীয় সড়কে এই মানচিত্রে NH, পোস্ট অফিসকে PO  দেখানো হয়।


৭.নির্ভুল মানচিত্র:- নির্দিষ্ট স্থানে গিয়ে জরির কার্যের মাধ্যমে এই মানচিত্র তৈরি করা হয়। তাই ভুল হবার সম্ভাবনা কম থাকে।








Comments

Popular posts from this blog

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

H.S exam Geography Suggestion উচ্চমাধ্যমিক ভূগোল 100 টি MCQ প্রশ্ন উত্তর Top 100 M.C.Q 100% common in Exam উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্ন-উত্তর