উচ্চ মাধ্যমিক 2024 ABTA Test Paper Page no AC190 All SAQ question Answer HS geography 2024 abta test paper all answer AC 190 page
উচ্চ মাধ্যমিক 2024 ABTA Test Paper Page no AC190 All SAQ question Answer FIROJ MALLICK i) বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো? উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে ক্ষয় পরিবহন ও সঞ্চয় ঘটেছে, ফলস্বরূপ ভূপৃষ্ঠের নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে ii) ড্রিপস্টোন কী? উত্তর: চুনাপাথরের গুহার ছাদ থেকে জল চুঁইয়ে যেসব ভূমিরূপগুলি গঠিত হয়, তাদের ড্রিপস্টোন বলে। অথবা, গ্রেট কথাটির অর্থ কী? উত্তর: পর্যায়ন iii) পরাজিত নদী কাকে বলে? উত্তর: যে নদী তার চলার পথের বাঁধাকে প্রতিহত করতে না পেরে অন্য নদীর সঙ্গে প্রবাহিত হয় বা নিজের চলার পথ রুদ্ধ করে দেয় সেই নদীকে পরাজিত নদী বলে অথবা, অনুগামী নদী কাকে বলে? উত্তর: সমান্তরাল শিলাস্তরের উপর ভূমি ভাগের প্রাথমিক বা প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী বলে iv) কঙ্কলসার মাটি কাকে বলে? উত্তর: মাটি গঠন প্রক্রিয়ায় দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে অনাঞ্চলিক মৃত্তিকা গঠন করে। এই প্রকার মৃত্তিকা অপরিণত ও স্তরবিহীন তাই একে কঙ্কাল সার মৃত্তিকা বলে। v) টাইফুন কোথায় লক্ষ্য করা যায়? ...