উচ্চ মাধ্যমিক 2024 ABTA Test Paper Page no AC190 All SAQ question Answer HS geography 2024 abta test paper all answer AC 190 page

 উচ্চ মাধ্যমিক 2024 ABTA Test Paper Page no AC190 All SAQ question Answer

   FIROJ MALLICK 




i) বহির্জাত প্রক্রিয়া বলতে কী বোঝো?

উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে ক্ষয় পরিবহন ও সঞ্চয় ঘটেছে, ফলস্বরূপ ভূপৃষ্ঠের নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে

ii) ড্রিপস্টোন কী?

উত্তর: চুনাপাথরের গুহার ছাদ থেকে জল চুঁইয়ে যেসব ভূমিরূপগুলি গঠিত হয়, তাদের ড্রিপস্টোন বলে।

অথবা, গ্রেট কথাটির অর্থ কী?

উত্তর: পর্যায়ন

iii) পরাজিত নদী কাকে বলে?

উত্তর: যে নদী তার চলার পথের বাঁধাকে প্রতিহত করতে না পেরে অন্য নদীর সঙ্গে প্রবাহিত হয় বা নিজের চলার পথ রুদ্ধ করে দেয় সেই নদীকে পরাজিত নদী বলে

অথবা, অনুগামী নদী কাকে বলে?

উত্তর: সমান্তরাল শিলাস্তরের উপর ভূমি ভাগের প্রাথমিক বা প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী বলে

iv) কঙ্কলসার মাটি কাকে বলে?

উত্তর: মাটি গঠন প্রক্রিয়ায় দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে অনাঞ্চলিক মৃত্তিকা গঠন করে। এই প্রকার মৃত্তিকা অপরিণত ও স্তরবিহীন তাই একে কঙ্কাল সার মৃত্তিকা বলে।

v) টাইফুন কোথায় লক্ষ্য করা যায়?

উত্তর: চীন সাগরে

vi) ENSO- কী?

উত্তর: এল নিনো পরিস্থিতির সৃষ্টি হলে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় এবং পেরু ইকুয়েডর উপকূলে প্রবল বৃষ্টি ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এল নিনো সাথে সম্পর্কীত এই বিপরীত ঘটনাটি এনসো ইভেন্ট (ENSO Event) নামে পরিচিত।

অথবা, সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: ১৮৪৮ সালে হেনরি পিডিংটন তার 'সেইলর'স হর্ন বুক ফর দি ল'অফ স্টর্মস' বইতে প্রথম সাইক্লোন শব্দটি ব্যবহার করেন।

vii) পৃথিবীতে সবথেকে বেশি গ্রীনহাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ?

উত্তর: চীন


viii) ভারতের বৃহত্তম সিংহ সংরক্ষণ প্রকল্পটির নাম কি?

উত্তর: গুজরাটের গির অরণ্য

অথবা, ক্রায়ো সংরক্ষণ কী?

উত্তর: যে পদ্ধতিতে সমগ্র কোষ ও কলা কে রাসায়নিক বিক্রিয়ায় ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য ০° সেলসিয়াস এর নিচে সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে

ix) ভারতে করোনা বিপর্যয় মোকাবিলায় কোন দুটি টীকা বেশি প্রয়োগ করা হয়েছে?

উত্তর: কোভিশিল্ড, কোভ্যাকসিন

x) নীল বিপ্লব বলতে কী বোঝো?

উত্তর: সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে উন্নত মৎস্য প্রজাতি, হিমাগার স্থাপন, পরিবহনের উন্নতি ও আর্থিক আনুকুলো আভ্যন্তরীন ও বহিদেশীয় মৎস্যচাষ যে ব্যাপক উন্নতি হয়, তাকে নীল বিপ্লব বলা হয়।

অথবা, পোমামকালচার কী?

উত্তর: ফলের চাষকে বলা হয় পোমামকালচার।

xi) শিকড় আলগা শিল্প বলতে কী বোঝো?

উত্তর: বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলির ক্ষেত্রে পরিবহণ ব্যয়ের গুরুত্ব কম হওয়ায় শিল্পকেন্দ্রগুলি কাঁচামালের উৎস অঞ্চলে, বাজারের নিকট কিংবা দুই এর মধ্যবর্তী কোনো অঞ্চলে অথবা উক্তস্থানগুলির বাইরে অন্য কোনো স্থানে গড়ে উঠতে পারে। তাই এই ধরনের শিল্পকে শিকড় আলগা শিল্প বা Foot loose শিল্প বা অস্থানু শিল্প বলে। যেমন- কার্পাসবয়ন শিল্প

xii) ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত?

উত্তর: ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানাটি সালেম -এ গড়ে উঠেছে।

xiii) জল বিন্দু বসতি বলতে কী বোঝো?

উত্তর: নদী, হ্রদ, পুকুর ইত্যাদি জলের উৎসকে কেন্দ্রকরে যে সমস্ত বস্তি গড়ে উঠে তাকে জলবিন্দু বসতি বলে।

অথবা, পৌর পিন্ড কাকে বলে?

উত্তর: প্রধান নগরের চারপাশে অসংখ্য ছোট ছোট নগর একত্রিত হয়ে যখন বৃহৎ নগর গড়ে ওঠে তখন তাকে পৌর পিন্ড বলে।

xiv) ব্রেনড্রেন কী?

উত্তর: মেধা প্রবাহ বা ব্রেনড্রেন বলতে সাধারণত উচ্চ মেধা সম্পন্ন ও উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি উচ্চ জীবনযাত্রা লাভের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া কে বোঝানো হয়।


Comments

Popular posts from this blog

Scale B.A B.Sc Practical HS Geography practical GEOGRAPHY PRACTICAL GRADUATION :- SCALE উচ্চমাধ্যমিক ভূগোল প্র্যাক্টিক্যাল স্কেল ucchomadhymick practial Scale

GEOGRAPHY PRACTICAL :- SQUARE DIAGRAM

🏜 পৃথিবীর বৃহত্তম উষ্ণ ও শীতল মরুভূমি সমূহ🏜 মরুভূমি moruvumi Desert Sahara Gobi Kalahari thor desert