HS 2024 GEOGRAPHY ABTA Page No. 89 all questions answer ucchomadhymik vugol abta 89 question answer
HS 2024 GEOGRAPHY ABTA Page No. 89 (S.A.Q)1×14=14
FIROJ MALLICK
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):
1×14=14
(i) চুনাপাথরের গুহার মধ্যে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট একসঙ্গে যুক্ত হলে তাকে কি বলে?
Answer) স্তম্ভ।
অথবা, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায়ভূমির ওপর যে টিলা বা উচ্চভূমি দেখা যায় তাকে কি বলে?
Answer) মোনা ডনক।
(ⅱ) নিক্ বিন্দু কী?
Answer)পুনঃ যৌবন লাভের ফলে নদীর দৈঘ্য বরাবর গতিপথের যে বিন্দুতে উচ্চ উপতক্যার পুরোনো মৃদু ঢালের সঙ্গে নিম্ন উপতক্যার নতুন খাড়া ঢালের সংযোগ ঘটে সেই বিন্দুকে নিক বিন্দু বলে।
অথবা, বিপরা নদী কাকে বলে?
Answer)যেসকল নদী ভূমির প্রারম্ভিক ঢালের বিপরীতে অর্থাৎ শিলাস্তরের নদীর বিপরীত দিকে প্রবাহিত হয় তাদেরকে বিপরা নদী বা বি-নতি নদী বলা হয়।
(iii) ক্ষারকীয় মাটির PH-এর মাত্রা কত?
Answer) 7 এর বেশি।
(iv) কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে কী বলে?
Answer) হিউমাস।
অথবা, মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে কী বলে?
Answer) মৃত্তিকা পরিলেখ বা soil profile বলে।
(v) ক্রান্তীয় ঘূর্ণবাত জাপান সাগরে কী নামে পরিচিত?
Answer) তাইফু।
অথবা, সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কী?
Answer) জেট বায়ু প্রবাহে ( জেট বায়ু – র সরলরৈখিক প্রবাহ থেকে আঁকাবাঁকা সর্পিলাকার প্রবাহে রূপান্তর অবধি নির্দিষ্ট সময়টিকে (৪-৬ সপ্তাহ) ইনডেক্স সাইকেল (Index Cycle) বলা হয় ।
(vi) মাসিক গড় উষ্ণতা ও মোেট বার্ষিক বৃষ্টিপাতের বণ্টনের ওপর নির্ভর করে কোন আবহাওয়া বিজ্ঞানী জলবায়ু অঞ্চলের শ্রেণিবিভাগ করেন?
Answer) কোপেন।
অথবা, 'ক্রান্তীয়
অঞ্চলের শীতকাল হয় রাত্রি' (Night is the Winter of Tropics) - কোন জলবায়ুকে নির্দেশ করে?
অঞ্চলের শীতকাল হয় রাত্রি' (Night is the Winter of Tropics) - কোন জলবায়ুকে নির্দেশ করে?
Answer) নিরক্ষীয় জলবায়।
(vii) মেগাথার্ম উদ্ভিদের দুটি উদাহরণ দাও।
Answer)আয়রন উড, ব্রাজিল নাট, মেহগিনি, আবলুস, বন্য রবার ইত্যাদি।
অথবা, হ্যালোফাইট উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
Answer) শ্বাসমূল দেখা যায়, ঠেস মূল দেখা যায়, পাতা কিউটিকল আবরণ দ্বারা আবৃত থাকে।
(viii) ওজন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তির নাম কী?
Answer) মন্ট্রিল প্রটোকল।
অথবা, ক্লাইমোক্রোনোলাজি কী?
Answer) পৃথিবীর জলবায়ুর অতীত ইতিহাস সংক্রান্ত বিজ্ঞানকে ক্লাইমোক্রোনোলাজি বলে।
(ix) ভারতের দুটি জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের নাম লেখো।
Answer) পশ্চিমঘাট পর্বতমালা,হিমালয় পার্বত্য অঞ্চল, সুন্দাল্যান্ড।
অথবা, ওজন গহ্বর কাকে বলে?
Answer)উত্তর:- মানুষের কিছু ক্রিয়াকলাপের ফলে প্রাকৃতিকভাবে ওজোন তৈরির হার অপেক্ষা বিয়োজনের হার অত্যধিক বেড়ে যাচ্ছে। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি প্রায় সর্বত্র এইভাবে কম- বেশি পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তরের এই পাতলা হওয়ার ঘটনাকে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র অথবা ওজোেন গহুর (Ozone hole) বলে।
(x) শুষ্ক কৃষি কাকে বলে?
Answer) সাধারণত ৫০ সেন্টিমিটারের কম বৃষ্টিপাত এ যে সমস্ত কৃষি কাজ করা হয় তাদের শুষ্ক কৃষি বলে।
অথবা, বাণিজ্যিক কৃষির সংজ্ঞা দাও।
Answer) যে আধুনিক কৃষি ব্যবস্থায় অপেক্ষাকৃত বৃহদায়তন জমিতে অধিক মূলধন ও অধিক যন্ত্রপাতি ব্যবহার করে প্রধানত বাণিজ্যের উদ্দেশ্যে কৃষিকাজ করা হয়, তাকে বাণিজ্যিক কৃষি বলে।
(xi) ভারতের কোন রাজ্য চীনাবাদাম উৎপাদনে শীর্ষস্থান লাভ করে?
Answer) গুজরাট।
অথবা, ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি হয়?
Answer) নিউ ম্যাঙ্গালোর বন্দর।
(xii) ভারতের বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম কী?
Answer) ব্যাঙ্গালুরু।
(xiii) ভারতে বর্তমানে মেগাসিটি কয়টি?
Answer) 5 টি।
অথবা, শুষ্কবিন্দু বসতি কী?
Answer)শুষ্কবিন্দু বসতি বন্যা প্লাবিত অঞ্চলের অধিবাসীরা বন্যার প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য সেই অঞ্চলের অপেক্ষাকৃত উঁচু এবং শুষ্ক অঞ্চলগুলিতে বসতি স্থাপন করেন। যেহেতু একটিমাত্র উঁচু স্থানে সকলে একসাথে বসবাস করতে পারবে না তাই তারা বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে। এর ফলে সেই অঞ্চলে বিক্ষিপ্ত জনবসতি সৃষ্টি হয়। শুষ্ক স্থানের ওপর নির্ভর করে এই বসতি স্থাপিত হয় বলে একে শুষ্ক বিন্দু বসতি বলে। গঙ্গা ও ঘর্ঘরা নদীর প্লাবন সমভূমিতে এই ধরনের বসতি দেখা যায়।
(xiv) 'ব্রেন ড্রেন' বলতে কী বোঝ?
Answer)মেধা প্রবাহ বা ব্রেনড্রেন বলতে সাধারণত উচ্চ মেধা সম্পন্ন ও উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি উচ্চ জীবনযাত্রা লাভের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া কে বোঝানো হয়। যে সব দেশ থেকে এই মেধা প্রবাহ ঘটে সেই সব দেশের ক্ষেত্রে এটি ব্রেনড্রেন।
অথবা, ভারতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে?
Answer) 1911 থেকে 1921 সাল পর্যন্ত, ভারত তার জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধির হার অনুভব করেছিল।
Comments
Post a Comment