Posts

Showing posts from 2025

সমস্থিতি সংক্রান্ত এইরির মতবাদটি লেখ HS Geography Hons Geography

  Q) সমস্থিতি সংক্রান্ত এইরির মতবাদটি লেখ :-  Class xi ,2nd Sem & 1st sem Geography Hons. Written by FIROZ MALLICK Ans) ভূপৃষ্ঠের বিভিন্ন  উচ্চতার পাহাড়-পর্বত মালভূমি সমভূমি ইত্যাদি স্থিতিশীল অবস্থায় ভূত্বকের নিচের ভারী পদার্থের পরিপ্রেক্ষিতে ভেসে থাকাকে সমস্থিতি বলা হয়।  ১৮৫৫ খ্রিস্টাব্দে স্যার জর্জ এইরি ট্রান্সেলসন অফ রয়েল সোসাইটি পত্রিকায় সংস্কৃতি সংক্রান্ত তার মতবাদটি প্রকাশ করেন।  1.এইরির সমস্থিতি তত্ত্বের ভিত্তি:  এইরির সমস্থিতিস সংক্রান্ত মতবাদটি পদার্থের ভাসমানতার ধর্মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে।  2.এইরির মতবাদের মূল বিষয়বস্তু ও ব্যাখ্যা:   i)ধ্রুব ঘনত্ব (Constant Density):  আইরির তত্ত্ব অনুসারে, পৃথিবীর ভূত্বকের শিলা বা কঠিন স্তরের ঘনত্ব সর্বত্র সমান থাকে।  ii)পরিবর্তনশীল গভীরতা (Variable Depth):  ভূমিরূপের উচ্চতার ওপর নির্ভর করে তার গভীরতা পরিবর্তিত হয়। অর্থাৎ, উচ্চ ভূমিরূপ (যেমন পর্বত) বেশি গভীরে প্রোথিত থাকে, আর সমভূমি কম গভীরতায় থাকে।  iii)ভাসমান বস্তুর নীতি (Principle of Buoyancy):  এই তত্...

মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য

  বাংলা সাহিত্যের ইতিহাস একাদশ  শ্রেণী (1st Sem)        Mock Test Full Marks 30                 FIROZ MALLICK  1. প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য 2. মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই দুই অধ্যায়ের ভিত্তিতে নিচে ৩০টি MCQ (Multiple Choice Questions) প্রশ্ন দেওয়া হলো। ✅ MCQ প্রশ্ন (প্রতিটি প্রশ্নে ৪টি অপশন সহ): প্রথম অধ্যায়: প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য 1. প্রাচীন বাংলায় প্রধানত কোন ভাষায় সাহিত্য রচিত হতো? A. সংস্কৃত B. আরবি C. ফার্সি D. ইংরেজি উত্তর: A 2. পাল যুগে কোন ধর্ম সবচেয়ে বেশি প্রসার লাভ করে? A. সনাতন B. বৌদ্ধ C. ইসলাম D. খ্রিস্টান উত্তর: B 3. চর্যাপদ কোন যুগের সাহিত্য? A. মধ্যযুগ B. আধুনিক যুগ C. প্রাচীন যুগ D. ঔপনিবেশিক যুগ উত্তর: C 4. চর্যাপদের কবিদের বলা হয় — A. মুনি B. সিদ্ধাচার্য C. পীর D. অচার্য উত্তর: B 5. চর্যাপদের ভাষা কোন রকম? A. চলিত বাংলা B. সংস্কৃত C. প্রাচীন বাংলা D. মৈথিলী উত্তর: C 6. চর্যাপদ আবিষ্কার করেন — A. হরপ্রসাদ শাস্ত্রী B. রবীন্দ্রনাথ ঠাকুর C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় D. ঈশ্বরচন...

প্রাকৃতিক ভূগোল একাদশ শ্রেণী (SEM -1) শাস্ত্র হিসেবে ভূগোল,পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া,আবহাওয়া ও জলবায়ু

  প্রাকৃতিক ভূগোল একাদশ শ্রেণী (SEM -1)                     1st Mock Test              FULL MARKS 30               FIROZ MALLICK 🌍 প্রথম ইউনিট: শাস্ত্র হিসেবে ভূগোল 1. ভূগোল শব্দের অর্থ কী? ক) পৃথিবীর পরিমাপ খ) পৃথিবীর চিত্র গ) পৃথিবীর বর্ণনা ✅ ঘ) পৃথিবীর গঠন 2. ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন— ক) এরাতোস্থেনিস ✅ খ) টলেমি গ) হেকাটিয়াস ঘ) ইবনে বতুতা 3. ভূগোলের প্রাথমিক উদ্দেশ্য কী? ক) ভূমিকম্প ব্যাখ্যা করা খ) ভূতত্ত্ব বোঝা গ) মানব ও পরিবেশের সম্পর্ক ব্যাখ্যা করা ✅ ঘ) মানচিত্র আঁকা 4. ভূগোল কত ভাগে বিভক্ত? ক) ২ ভাগ ✅ খ) ৩ ভাগ গ) ৪ ভাগ ঘ) ৫ ভাগ 5. প্রাকৃতিক ভূগোলের একটি শাখা হল— ক) বাণিজ্য ভূগোল খ) কৃষি ভূগোল গ) জলবায়ু ভূগোল ✅ ঘ) শিল্প ভূগোল 6. মানব ভূগোল এর শাখা কোনটি নয়? ক) জনসংখ্যা ভূগোল খ) শিল্প ভূগোল গ) ভূমিরূপ ভূগোল ✅ ঘ) পরিবহন ভূগোল 7. ভূগোলের প্রধান বৈশিষ্ট্য— ক) কেবল মানচিত্র অঙ্কন খ) ভূতাত্ত্বিক ব্যাখ্যা গ) স্থানিক বিশ্লেষণ ✅ ঘ) গাণিতিক বিশ্লেষণ 🌐 দ্বিতীয়...